টুকরো খবর
ওয়ার্ড কমিটির অনুষ্ঠান শ্রীরামপুরে
নিজস্ব চিত্র।
শ্রীরামপুর পুরসভার ২৭ নম্বর ওয়ার্ড কমিটির দ্বিতীয় বার্ষিক মিলনোৎসব রবিবার অনুষ্ঠিত হল। সকালে ‘স্বাস্থ্য ও পুর পরিষেবা-সংক্রান্ত সচেতনতা বাড়ানো’র লক্ষে পদযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। কচিকাঁচা থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ প্ল্যাকার্ড হাতে তাতে সামিল হন। ওয়ার্ডের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ওই প্রভাত ফেরি। এর পরে মূল অনুষ্ঠান হয় মাহেশ বিদ্যানিকেতন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে। পতাকা উত্তোলন করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উদ্যোক্তারা সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। নিখরচায় চক্ষু পরীক্ষা শিবির হয়। কমিটির সভাপতি তথা ওই ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু নাগ জানান, ২৪৮ জনের চক্ষু পরীক্ষা করা হয়। ১০৮ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হবে। ২২ জনের চোখে ছানি অপারেশনেরও ব্যবস্থা করবে কমিটি। দুপুরে বসে আঁকো প্রতিযোগিতা হয়। দু’টি বিভাগে ১৮৭ জন ছেলেমেয়ে ওই প্রতিযোগিতায় যোগদান করে। সন্ধ্যায় অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সংশ্লিষ্ট ওয়ার্ডের সফল ছেলেমেয়েদের সম্বর্ধনা দেওয়া হয়। ওই ওয়ার্ডের বাসিন্দা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কৃতি ছাত্র সৌরদীপ চক্রবর্তীকেও সম্বর্ধিত করা হয়। এর পরে নৃত্য পরিবেশন করে স্থানীয় ২টি নৃত্যশিক্ষা কেন্দ্র। সব শেষে, অঙ্কন প্রতিযোগিতা এবং গত ২৭ জানুয়ারি ক্রীড়ানুষ্ঠানের সফল প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দিনভর এই উৎসবে সাংসদ ছাড়াও ছিলেন শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায়, উপ-পুরপ্রধান উত্তম নাগ প্রমুখ।

পুড়শুড়ার গ্রামে প্রহৃত সিপিএম নেতা
এক সিপিএম নেতা ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পুড়শুড়ার বৈকুণ্ঠপুর গ্রামে। ৬৯ বছরের প্রবীন সিপিএম নেতা নবকুমার চৌধুরী ও তাঁর ছোট ছেলে মলয়কে ভর্তি করা হয় শ্রীরামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। শনিবার তাঁদের পাঠানো হয় আরামবাগ হাসপাতালে। স্থানীয় তৃণমূল নেতা তন্ময় সামুই-সহ দলের ৫ কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানায়, তদন্ত চলছে। অভিযুক্তেরা পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরনো একটি ঘটনার জেরেই আক্রান্ত হয়েছেন সিপিএম নেতা ও তাঁর ছেলে। ২০১০ সালের ১৯ নভেম্বর বদিয়া রহমান নামে এক সিপিএম কর্মীকে তৃণমূলের লোকজন মারধর করে বলে অভিযোগ। ওই মামলার শুনানি ছিল গত বুধবার। মামলায় স্বাক্ষী নবকুমারবাবুর বড় ছেলে রাজকুমার, মেজো ছেলে শেখর এবং ছোট ছেলে মলয়। নবকুমারবাবু বলেন, “তৃণমূলের ছেলেরা বৃহস্পতিবার সকালে আমাদের বাড়িতে ঢুকে হামলা চালায়। ওদের দাবি, পুরনো মামলাটি আমার ইন্ধনেই হয়েছে। মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয় ওরা।” নবকুমারবাবু বলেন, “আমি বলেছিলাম, আলোচনা করে সমস্যা মিটিয়ে নেব। কিন্তু তারপরেও ওরে ছেলেকে মারল। আমি ঠেকাতে গেলে লাঠি-বাঁশ দিয়ে পেটানো হয়।” সোনার আংটি, ৫ হাজার টাকা লুঠ হয়েছে বলেও তাঁর দাবি। শুক্রবার সকালে বাখরপুর গ্রাম থেকে বাড়ি ফেরার পথে মলয়বাবুকেও মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল বিধায়ক পারভেজ রহমান বলেন, “ঘটনাটি জানা নেই। কেউ অভিযোগও করেননি। অভিযোগ পেলে খতিয়ে দেখে পদক্ষেপ করব।”

গোঘাটের গ্রামে মারধর, জখম ৪ জন
ছিনতাইয়ে অভিযুক্তেরা এক ব্যবসায়ীর বাড়িতে চড়াও হল বলে অভিযোগ। ঘটনাটি গোঘাটের শ্যামবাজার এলাকার। এক মহিলা-সহ ৪ জনকে মারধর করা হয়। তাঁদের ভর্তি করা হয়েছে আরামবাগ মহকুমা হাসপাতালে। ১২ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে থানায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা পলাতক। চিকিৎসাধীন মদন লাহা বলেন, “আমার ভাইপো হেমন্ত লাহা আলুর ব্যবসা করে। শনিবার রাতে টাকা-পয়সা নিয়ে বাড়ি ফেরার পথে কিছু ছেলে তার পথ আটকায়। প্রায় হাজার কুড়ি টাকা ছিনতাই করে। ওই দলে আমাদের কয়েক জন প্রতিবেশীও ছিল। গ্রামে আমরা সে কথা বলাবলি করি। তারপরেই ওই দলের সাধন দে, শুভাশিস লাহা, দেবাশিস লাহা, রণজিৎ দে-রা আমাদের বাড়িতে চড়াও হয়। মারধর করে।” অভিযুক্তদের তরফে সাধনবাবুর বক্তব্য, “মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। তাই গ্রামবাসীরা একজোট হয়ে প্রতিবাদ করেছেন।”

মারপিট, ধৃত দু’জন গোঘাটে
তৃণমূলের এক নেতার সঙ্গে দলেরই এক মহিলা কর্মীর মারপিট বাধল গোঘাটের সালিকোনা গ্রামে। দু’পক্ষের দায়ের করা অভিযোগের ভিত্তিতে দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম মনোজকুমার ঘোষাল ও শান্তি পাল। তাঁদের কামারপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’পক্ষই একে অন্যের বিরুদ্ধে গ্রামে ‘কেচ্ছা’ রটানোর অভিযোগ তুলেছেন। তা নিয়েই বিবাদের সূত্রপাত। স্থানীয় তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে কোনও রকম মন্তব্য করতে চাননি।

শ্রীরামপুরে অনুষ্ঠান
নিজস্ব চিত্র।
রবিবার শ্রীশ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা এবং স্বামী বিবেকানন্দের জন্মতিথি পালিত হল বিবেকানন্দ নিধির শ্রীরামপুর ক্যাম্পাসে। বক্তব্য রাখেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অছি এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দের ব্যক্তিগত সচিব স্বামী বিমলাত্মানন্দ।

দুর্ঘটনায় জখম ১৪
বাস গাছে ধাক্কা মারায় ১৪ জন যাত্রী জখম হলেন। রবিবার ঘটনাটি চণ্ডীতলার ২৬ নম্বর রুটে। ডানকুনি থেকে চাঁপাডাঙা যাচ্ছিল বাসটি। আহতদের হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.