এক আদিবাসী মহিলার উপরে যৌন নিগ্রহ চালানোর অভিযোগে ঝাড়খণ্ডে কর্মরত এক আইপিএস অফিসারকে বরখাস্ত করা হল। ওই পুলিশ অফিসারের নাম পিএস নটরাজন।
ঝাড়খণ্ড পুলিশের মুখপাত্র রাজকুমার মল্লিক জানান, যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্ত আইপিএস নটরাজনকে বরখাস্ত করার জন্য কেন্দ্রীয় সরকারের অনুমোদন চাওয়া হয়। কেন্দ্রের অনুমোদন মেলার পরই নটরাজনকে বরখাস্তের আদেশনামা জারি করেছে রাজ্য। পুলিশ সূত্রের খবর, ২০০০ সালের নভেম্বর মাসে পৃথক রাজ্য হিসাবে ঝাড়খণ্ড আত্মপ্রকাশ করার পর এই প্রথম রাজ্যে কর্মরত কোনও আইপিএস অফিসার বরখাস্ত হলেন।
যৌন নিগ্রহ চালানোর ক্যামেরাবন্দি ছবির ভিত্তিতে ২০০৫ সালে নটরাজনকে সাসপেন্ড করা হয়। তখন তিনি রাজ্য পুলিশের রাঁচি জোনের আইজি পদে ছিলেন। প্রথম দিকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখার জন্য গড়া বিভাগীয় কমিটির সামনে হাজির হতে অস্বীকার করেন ওই আইপিএস। তখন নটরাজনের রাঁচির সরকারি বাস ভবনের সমস্ত মালপত্র আটক করে পুলিশ। ২০০৬ সালে নটরাজন রাঁচি আদালতে আত্মসমর্পণ করেন। রাজ্যের উচ্চ আদালতে নটরাজনের জামিনের আবেদন মঞ্জুর হয়। ক্যামেরাবন্দি ছবিকে ‘সাজানো’ বলে দাবি করেছিলেন নটরাজন।
পুলিশ সূত্রের খবর, ওই আদিবাসী মহিলার অভিযোগ, এর আগে পুলিশে চাকরি দেওয়ার টোপ দিয়ে পলামু রেঞ্জের এক আইপিএস অফিসার তাঁর সঙ্গে যৌন সম্পর্ক করেছিলেন। কিন্তু চাকরি তিনি পাননি। ওই ঘটনাও তিনি নটরাজনকে জানিয়ে ছিলেন। ওই ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আনার আশ্বাস দিয়ে নটরাজন তাঁর উপর নতুন করে যৌন নিগ্রহ চালিয়েছেন বলেও অভিযোগ ওই আদিবাসী রমণীর। |