ওড়িশায় পস্কোর ৫২ হাজার কোটি টাকার ইস্পাত প্রকল্প নিয়ে রবিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং বাক-কে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, এ দিনের দ্বিপাক্ষিক বৈঠকে ভারতে ওই দক্ষিণ কোরীয় সংস্থাটির প্রকল্পের কাজ দ্রুত এগোচ্ছে বলে লি-কে জানান মনমোহন।
এ দিকে আগামী কাল কেপকো, টাটা-দেয়ু, স্যামসাং, স্যাংইয়ং, হুন্ডাই, দুসান-এর মতো সে দেশের প্রথম সারির বিভিন্ন সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করার কথা প্রধানমন্ত্রীর। সেখানে ভারতে দক্ষিণ কোরীয় সংস্থার লগ্নি টানার উপর তিনি জোর দেবেন বলে মন্ত্রক সূত্রের খবর। তার আগে পস্কো নিয়ে এই আশ্বাস যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
সরকারি সূত্রের খবর, মনমোহন নিজেই পস্কো প্রসঙ্গ তোলেন। এবং লি-কে প্রকল্পটি যত দ্রুত সম্ভব রূপায়ণের ব্যাপারে ভারত সরকারের আগ্রহের বার্তা দেন। দুই নেতার যৌথ বিবৃতিতেও এটির গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে। বস্তুত, ওড়িশায় কারখানাটি তৈরি হলে, এটিই হবে ভারতে কোনও বিদেশি সংস্থার বৃহত্তম প্রত্যক্ষ বিনিয়োগ।
পস্কোর সিইও চুং জুন ইয়্যাংকেও একই ভাবে আশ্বস্ত করেন মনমোহন। বলেন, “ভারতের কাছে প্রকল্পটির গুরুত্ব অনেক। একটু ধীরে হলেও সঠিক লক্ষ্যের দিকে এগোচ্ছে কাজ। আশা করছি তাড়াতাড়িই তা সম্পূর্ণ হবে।”
জমি অধিগ্রহণ জট, পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র পেতে দেরি ও স্থানীয় বাসিন্দাদের আন্দোলনের জেরে পস্কো প্রকল্পের কাজে বিলম্ব হয়েছে অনেকটাই। যদিও এ দিন বিদেশ মন্ত্রকের এক কর্তার দাবি, ইতিমধ্যে ২,২০০ একর জমি হাতে নিয়েছে ওড়িশা সরকার। যা মোট প্রয়োজনীয় জমির প্রায় ৬০%।
আগামী কালই দক্ষিণ কোরীয় শিল্পমহলের মুখোমুখি হবেন মনমোহন। সে দেশের তিন বণিকসভার সঙ্গে মিলে কোরিয়ান ফেডারেশন ফর স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসেস এই বৈঠকের আয়োজন করেছে। মন্ত্রক সূত্রের ইঙ্গিত, সেখানে পরিকাঠামো উন্নয়নে ভারত সরকারের ১ লক্ষ কোটি ডলার খরচের বড়সড় পরিকল্পনার কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী। |