অবৈধ কয়লার দু’টি ট্রাক আটক
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
খণ্ডঘোষে দু’টি অবৈধ কয়লা বোঝাই ট্রাক আটক করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে ছ’জনকে। পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে ১৫ টন কয়লা নিয়ে যাওয়ার সময়ে একটি ট্রাক আটকানো হয়। অবৈধ কয়লা পাচারের অভিযোগে বারাবনি থানা এলাকার বাসিন্দা রাজেশ সাউ, তপন মণ্ডল ও শেখ কদ্দুস আলমকে গ্রেফতার করা হয়েছে। এই থানা এলাকাতেই ফের একটি ১৫ টন অবৈধ কয়লা বোঝাই ট্রাক আটক করে পুলিশ। ট্রাক থেকেই গ্রেফতার করা হয় মৃত্যুঞ্জয় সিংহ, পিন্টু নায়েক ও গৌতম সরাফকে। তাঁদের বাড়ি অন্ডাল, কাঁকসা ও রানিগঞ্জ এলাকায়। পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “এই দু’টি ঘটনাই ঘটেছে শুক্রবার। তদন্তে জানা গিয়েছে, ওই কয়লা পাচার করা হচ্ছিল।”
|
লাকুড্ডিতে বাস-ট্রাক ধাক্কায় মৃত্যু যুবকের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ক্ষতিগ্রস্ত বাস। নিজস্ব চিত্র। |
বাস ও ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক যাত্রীর। রবিবার ভোরে বর্ধমানের লাকুড্ডিতে জি টি রোড বাইপাসে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম কামাল হোসেন (২২)। বাড়ি হুগলির গোঘাট থানার হাজিপুরে। বীরভূমের পাথরচাপড়ির মেলা থেকে বাড়ি ফিরছিলেন তিনি। এই দুর্ঘটনায় জখম হন ২০ জন। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্ধমান থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানোর সময়ে কামালের মৃত্যু হয়। আহত বাসযাত্রী আজাদ আলি জানান, ভোর রাতে বাসটি ভুল লেনে ঢুকে পড়ে। চালক ভুল বুঝতে পেরে সেটিকে ঠিক লেনে আনার সমেয়ই একটি দশ চাকার ট্রাকের সঙ্গে সেটির ধাক্কা লাগে। পুলিশ জানায়, ট্রাক নিয়ে চালক পালিয়েছেন। সেটির খোঁজ চলছে। |