|
|
|
|
সিপিএম নেতা খুনে জেলহাজত ২ তৃণমূল কর্মীর |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সিপিএম নেতা খুনের ঘটনায় কেশিয়াড়ি’র দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম অখিল সিংহ ও শশাঙ্কশেখর পাল। বুধবার এঁদের গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার আদালতে হাজির করানো হলে মেদিনীপুরের সিজেএম কল্লোল দাস ৪ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। এই ঘটনায় ধৃতের সংখ্যা দাঁড়াল ৩। এর আগে প্রফুল্ল পাত্র নামে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ। তৃণমূলের অবশ্য দাবি, মিথ্যে অভিযোগে দলীয় কর্মীদের গ্রেফতার করা হয়েছে। চলতি মাসের গোড়ায় কেশিয়াড়ি’র দীপা গ্রামে খুন হন সিপিএমের শাখা সম্পাদক বিমল সেনাপতি। ওই দিন সকালে সিপিএমের এক নেতা চাষের কাজে মাঠে গিয়েছিলেন। তখনই তাঁর উপর একদল তৃণমূল কর্মী-সমর্থক চড়াও হয়ে বলে অভিযোগ। বেধড়ক পেটানো হয় তাঁকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় এক পুকুরের ধারে ফেলে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ওই নেতাকে উদ্ধার করে কেশিয়াড়ি ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
জেলা পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি বুধবার রাতে নিজে কেশিয়াড়ি থানায় যান। সঙ্গে ছিলেন খড়্গপুরের এসডিপিও দীপক সরকার। পুলিশ সূত্রে খবর, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ সুপার এসেছিলেন। আইসি তুলসীদাস ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন তিনি। গত ক’দিনে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে কেশিয়াড়িতে। খুন, হামলা থেকে শুরু করে ডাকাতি, চুরি, ছিনতাই। স্বভাবতই উদ্বিগ্ন স্থানীয় মানুষজন। ক’দিন আগে কেশিয়াড়ি’র কুকাইতে ব্যাঙ্ক ডাকাতির ঘটনা ঘটে। একদল দুষ্কৃতী গ্রাহক সেজে ব্যাঙ্কে ঢুকে প্রায় ৪ লক্ষ টাকা লুঠ করে পালায়। বন্দুক দেখিয়ে চলে লুঠপাট। ওই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। তদন্তে নেমে পুলিশ নিশ্চিত, ব্যাঙ্ক ডাকাতির পিছনে এক দুষ্টচক্র জড়িত। এই চক্র আগেও অসামাজিক কাজকর্ম করেছে। পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় কেশিয়াড়িতে পৌঁছন জেলা পুলিশ সুপার। রাতে সেখান থেকে মেদিনীপুরে ফেরেন। ওই সূত্র জানিয়েছে, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করলেও ডাকাতির ঘটনার তদন্ত কতদূর এগোল, সেই সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিতেই থানায় এসেছিলেন পুলিশ সুপার। স্থানীয় পুলিশকে তিনি নির্দেশ দেন, যে কোনও অভিযোগ এলেই তা খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করতে হবে। |
|
|
|
|
|