নতুন মরসুমে মোহনবাগানের অধিনায়ক হতে চলেছেন ওকোলি ওনিয়েকা ওডাফা। প্রতি বছরের মতোই জুন মাসের কোনও একদিন কোচ-সহ পুরো দলের নাম ঘোষণা করা হবে। সেখানেই হোসে ব্যারেটোর জায়গায় ওডাফার নাম সরকারিভাবে ঘোষিত হবে। অতীতে মোহনবাগানে বিদেশি অধিনায়ক হয়েছেন শুধু এ বারের অধিনায়ক ব্যারেটো।
সরকারি চুক্তি হয়ে গেলেও কলকাতা ও আই লিগের সাতটি ম্যাচ এখনও বাকি। স্বাভাবিক কারণেই ওডাফাকে কিছু বলেননি কর্তারা। রাতে ফোনে ধরা হলে ইঙ্গিতপূর্ণ হেসে মোহন-স্ট্রাইকার শুধু বললেন, “তোমরাই সব জানো। আমি কিছু জানি না।”
সিনিয়র হিসাবে রাকেশ মাসিরই নতুন মরসুমে অধিনায়ক হওয়ার কথা। তা সত্ত্বেও গোলমেশিনকে বেছে নেওয়ার কারণ, এ বছর অস্থায়ী অধিনায়ক হিসাবে ওডাফার চমকপ্রদ সাফল্য। বিশেষ করে ডার্বি ম্যাচে। ইস্টবেঙ্গলের কাছে মোহনবাগান তো এ বার হারেইনি। দায়িত্ব পেলেই পুরো টিমকে নানা ভাবে তাতান তিনি। কলকাতা লিগে দু’টো হ্যাটট্রিক তো আছেই, এ বছর সবুজ-মেরুন জার্সি পরে ২৭ ম্যাচে ২৯টা গোল করে ফেলেছেন ভারতীয় ফুটবলের গোলমেশিন। একশো শতাংশেরও বেশি সাফল্য। |
সরকারি ভাবে বর্তমান মরসুমের অধিনায়ক ছিলেন ব্যারেটো। সহ অধিনায়ক শিল্টন পাল। কিন্তু যে ম্যাচে ব্যারেটো খেলেননি সেখানে ওডাফাকেই অধিনায়কের আর্ম ব্যান্ড তুলে দেওয়া হয়েছিল। এমনকী বুধবার টেকনো এরিয়ানের বিরুদ্ধে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময়ও ব্যারেটো আর্ম ব্যান্ড তুলে দিয়ে যান তাঁরই হাতে। শুক্রবারই পুণে যাচ্ছে মোহনবাগান। এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে আই লিগের ম্যাচ খেলতে। যে দল ঘোষিত হয়েছে তাতে চোটের জন্য নেই ব্যারেটো এবং জুয়েল রাজা। খেতাবের দৌড়ে থাকা ওই ম্যাচেও ওডাফাকেই অধিনায়ক করবেন ঠিক করে ফেলেছেন সুব্রত ভট্টাচার্য। এ দিন অসুস্থ প্রাক্তন কোচ অরুণ সিংহকে দেখে ফেরার পথে হাওড়া বৈষ্ণবঘাটায় একটি পুজো উদ্বোধন করতে গিয়েছিলেন মোহন-কোচ। বললেন, “ওডাফা খুব ভাল ছেলে। ওর পারফরম্যান্সও খুব ভাল। এ রকম ছেলেকে অধিনায়ক করলে দলের মনোবল বেড়ে যায়।”
সবুজ-মেরুনের যে রিক্রুটাররা এ বার দল তৈরি করছেন তারাও ওডাফাকে অধিনায়ক ধরে দল তৈরি করছেন। তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের সবাইকে পেলেও ওডাফার মতো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কারও নেই।
হোসে ব্যারেটোকে রাখছে না মোহনবাগান। তবে চার্চিল ব্রাদার্সের পাশাপাশি কলকাতার ভবানীপুরও তাঁর সঙ্গে যোগাযোগ রাখছে। ভবানীপুর আবার মোহনবাগানের বড় কর্তাদেরই ক্লাব। হাদসন লিমাও বাতিলের খাতায়। এই অবস্থায় ওডাফার সঙ্গে আরও যে তিন বিদেশি নেওয়ার কথা ভাবা হচ্ছে, তাঁরা সবাই ভারতে খেলেছেন। বর্তমান টিমের ১৬ জনের সঙ্গে দু’বছরের চুক্তি রয়েছে ক্লাবের। এক কর্তা বললেন, “ আই লিগ এবং কলকাতা লিগে আমরা লড়াইতে আছি। বাকি ৬টি আই লিগের ম্যাচের উপর কাকে রাখা হবে বা বাদ দেওয়া হবে তা অনেকটাই নির্ভর করছে।” |