ভুটানি নোট বদলের সুযোগ পাচ্ছেন ভারতীয়রা। ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, নর্থ বেঙ্গল (ফোসিন) সূত্রে জানা গিয়েছে, আজ, শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ৩ টে পর্যন্ত ফুন্টশোলিং ও সামচিতে সে দেশের ব্যাঙ্কে ভুটানি নোট জমা দিতে পারবেন ভারতীয়রা। গত ১৫ মার্চ ভুটান সরকার সে দেশে ভারতীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধের যে নির্দেশ জারি করে তাতে বহু ভারতীয় ভুটান নোট নিয়ে সমস্যায় পড়ে যান। ব্যবসায়ীদের পক্ষ থেকে ভুটানি নোট বদলের জন্য ভারত সরকারের কাছে দাবি জানানো হয়। জলপাইগুড়ি জেলা প্রশাসন এবং ভুটানে ভারতীয় রাষ্ট্রদূতের কাছে ভুটানি নোট বদলের কেন্দ্র খোলার দাবি জানানো হয়। গত ১৪ মার্চ ফোসিনের পক্ষ থেকে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ান ফরেন এক্সচেঞ্জ শাখার হস্তক্ষেপ দাবি করা হয়। তার পরেই এদিন রয়্যাল মানিটরি অথরিটি অব ভুটানের পক্ষ থেকে ভুটানি নোট বদলের এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। ফোসিনের সম্পাদক বিশ্বজিৎ দাস জানান, প্যান কার্ড এবং সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ভারতীয়রা ভুটানি নোট সে দেশের ব্যাঙ্কে জমা দিতে পারবেন। টাকা জমা দেওয়ার সময়ে ভুটান ব্যাঙ্ক থেকে তাঁদের টোকেন দেওয়া হবে। পরে ড্রাফট অথবা অনলাইনে টাকা ফেরত দেওয়া হবে। ফোসিনের সম্পাদক বলেন, “মাত্র একদিনে কয়েক কোটি টাকা জমা দেওয়া সম্ভব নয়। আমাদের দাবি, ভুটানি নোট জমা দেওয়ার জন্য অন্তত সাত দিন সময় দিতে হবে। এই ব্যাপারে প্রয়োজনে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের হস্তক্ষেপ চাওয়া হবে।” ফোসিনের অভিযোগ, কেবল ভুটানি নোটই নয়, নেপালি নোট নিয়েও ভারতীয় ব্যবসায়ীদের একই সমস্যায় পড়তে হয়। ফোসিনের পক্ষ থেকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, হাসিমারা, ফালাকাটা, ধূপগুড়ি ও জয়গাঁয় নোট বদলের কেন্দ্র খোলার দাবি জানানো হয়েছে। ভুটানে তৈরি সাম্প্রতিক সমস্যার কথা মাথায় রেখে হাসিমারায় এই কেন্দ্র চালু করার দাবি জানানো হয়েছে ফোসিনের পক্ষ থেকে। |