মায়ানমারের ইয়াঙ্গনে প্রতিনিধিত্বমূলক শাখা খোলার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নীতিগত সায় পেয়েছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (ইউবিআই)। সায় দিয়েছে ভারত -মায়ানমার বাণিজ্য পরিচালন পর্ষদও। এ বার মায়ানমারের শীর্ষ ব্যাঙ্কের অনুমোদন নিতে হবে। প্রসঙ্গত, ভারত-মায়ানমার বাণিজ্যের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ব্যাঙ্কের ভূমিকা পালন করছে ইউবিআই। এই বাণিজ্য আরও বাড়ার সম্ভাবনার কথা মাথায় রেখেই ওই অনুমোদন। এ দিকে, সম্প্রতি দেশ জুড়ে ১৫টি শাখা খুলেছে ইউবিআই। এর মধ্যে ৯টি পশ্চিমবঙ্গে, ত্রিপুরায় ১টি ও অসমে ১টি। বাকি ৩টি ইম্ফল, কারুর, বেঙ্গালুরুতে।
|
• দীপক ব্রারা এয়ার ইন্ডিয়ার নতুন কমার্শিয়াল ডিরেক্টর পদে যোগ দিলেন। সঙ্গে নিচ্ছেন পণ্য বিভাগেরও দায়িত্ব। ১৯৭৬-এ পূর্বতন ইন্ডিয়ান এয়ারলাইন্সে যোগ দেন তিনি। দিল্লি-মুম্বইয়ের পাশাপাশি নব্বইয়ের দশকের মাঝামাঝি দু’বছর কলকাতায় সংস্থার জেনারেল ম্যানেজার (কমার্শিয়াল) পদেও ছিলেন।
• পায়েল চট্টোপাধ্যায় পার্পল অ্যাডভার্টাইজিং সার্ভিসেসের (পার্পল মুভি টাউন প্রকল্প) ডিরেক্টর (ফিনান্স) হলেন। শর্মিলা সেনগুপ্ত হলেন বিপণন ও যোগাযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট।
|
সিআইআই-এর নয়া পূর্বাঞ্চলীয় চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন এস আর বাটলিবয় অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার আর কে অগ্রবাল। ডেপুটি চেয়ারম্যান হয়েছেন টিআরএফ লিমিটেডের এমডি সুধীর দেওরস। |