টুকরো খবর
ধর্মঘটের হুমকি এয়ার ইন্ডিয়ায়
পাঁচ মাস ধরে বেতন না পাওয়ায় ২ এপ্রিল থেকে ধর্মঘট করার হুমকি দিলেন এয়ার ইন্ডিয়ার কর্মীরা। আজ সন্ধেয় সাতটি ইউনিয়নের সঙ্গে পরিচালন সমিতির তিন দফা বৈঠক হয়। পরে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানান, বিমানচালকদের ইউনিয়ন-সহ অন্য ইউনিয়নগুলিকে আশ্বাস দেওয়া হয়েছে, এপ্রিলের গোড়ায় এক মাসের বকেয়া বেতন ও উৎসাহ-ভাতা মিটিয়ে দেওয়া হবে। বাকি বকেয়া মে মাসের মধ্যে মেটানো হবে। কিন্তু পাইলটদের সংগঠনের এক পদস্থ কর্তা বলেন, পরিচালক সমিতির মৌখিক আশ্বাস তাঁরা মানবেন না। ১ এপ্রিলের মধ্যে বকেয়া বেতন মেটানোর লিখিত আশ্বাস না পেলে তাঁরা ধর্মঘটে যাবেন।

ইউ বি আইয়ের শাখা মায়ানমারে
মায়ানমারের ইয়াঙ্গনে প্রতিনিধিত্বমূলক শাখা খোলার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নীতিগত সায় পেয়েছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (ইউবিআই)। সায় দিয়েছে ভারত -মায়ানমার বাণিজ্য পরিচালন পর্ষদও। এ বার মায়ানমারের শীর্ষ ব্যাঙ্কের অনুমোদন নিতে হবে। প্রসঙ্গত, ভারত-মায়ানমার বাণিজ্যের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ব্যাঙ্কের ভূমিকা পালন করছে ইউবিআই। এই বাণিজ্য আরও বাড়ার সম্ভাবনার কথা মাথায় রেখেই ওই অনুমোদন। এ দিকে, সম্প্রতি দেশ জুড়ে ১৫টি শাখা খুলেছে ইউবিআই। এর মধ্যে ৯টি পশ্চিমবঙ্গে, ত্রিপুরায় ১টি ও অসমে ১টি। বাকি ৩টি ইম্ফল, কারুর, বেঙ্গালুরুতে।

নতুন নিয়োগ
• দীপক ব্রারা এয়ার ইন্ডিয়ার নতুন কমার্শিয়াল ডিরেক্টর পদে যোগ দিলেন। সঙ্গে নিচ্ছেন পণ্য বিভাগেরও দায়িত্ব। ১৯৭৬-এ পূর্বতন ইন্ডিয়ান এয়ারলাইন্সে যোগ দেন তিনি। দিল্লি-মুম্বইয়ের পাশাপাশি নব্বইয়ের দশকের মাঝামাঝি দু’বছর কলকাতায় সংস্থার জেনারেল ম্যানেজার (কমার্শিয়াল) পদেও ছিলেন।

• পায়েল চট্টোপাধ্যায় পার্পল অ্যাডভার্টাইজিং সার্ভিসেসের (পার্পল মুভি টাউন প্রকল্প) ডিরেক্টর (ফিনান্স) হলেন। শর্মিলা সেনগুপ্ত হলেন বিপণন ও যোগাযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট।

নয়া পূর্বাঞ্চলীয় প্রধান
সিআইআই-এর নয়া পূর্বাঞ্চলীয় চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন এস আর বাটলিবয় অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার আর কে অগ্রবাল। ডেপুটি চেয়ারম্যান হয়েছেন টিআরএফ লিমিটেডের এমডি সুধীর দেওরস।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.