মজুরি বৃদ্ধি নিয়ে উত্তাল হয়ে উঠল জামুড়িয়ার তপসী রেল ইয়ার্ড। বিক্ষোভকারীদের মারে আহত হয়েছেন তৃণমূলের দুই নেতা এবং মাথা ফাটে জামুড়িয়ার কেন্দা ফাঁড়ির এক এএসআইয়ের। এই নিয়ে তাঁরা ইয়ার্ডের সিটু সমর্থকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি ভাস্কর মুখোপাধ্যায় বলেন, “পুলিশ ঘটনার তদন্ত করছে।”
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্ডাল-বৈদ্যনাথ ধাম রেললাইনে আকরিক লোহা বোঝাই একটি মালগাড়ি তপসী রেল ইয়ার্ডে এসে দাঁড়ায় বুধবার রাতে। সিপিএমের অজয়-জোনাল কমিটির সম্পাদক মনোজ দত্ত জানান, গাড়িতে বেশি লোহা বোঝাই করা আছে দাবি করে গাড়ি আনলোড করার জন্য ঠিকাদারের কাছ থেকে অতিরিক্ত পয়সা দাবি করেন শ্রমিকেরা। কিন্তু ঠিকাদার জানিয়ে দেন, মালগাড়ি খালি করার জন্য বগি পিছু ৯০০ টাকা ধার্য করা আছে। তার বেশি টাকা তিনি দিতে পারবেন না। এর পরে রাতেই কাজ বন্ধ করে দেন শ্রমিকেরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ঠিকাদার বাইরে থেকে একশো জন লোক নিয়ে এসে মালগাড়ি আনলোড করানোর চেষ্টা করেন। মজুরি বৃদ্ধির দাবি জানানো শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যেরা এর প্রতিবাদ করেন। ঠিকাদার তখন পুলিশ নিয়ে কাজ শুরু করানোর চেষ্টা করেন। বিক্ষোভকারীরা পুলিশ ও ঠিকাদারের দিকে ইট পাটকেল ছুড়তে শুরু করেন। প্রতিরোধ করতে গিয়ে মাথা ফাটে কেন্দা ফাঁড়ির এএসআই সচ্চিদানন্দ অধিকারীর। আহত হয়েছেন ঠিকাদারের সুপারভাইজার তথা তৃণমূল নেতা মিলন মণ্ডল, মন্টু সাউ-রাও।
এ দিকে, তৃণমূলের তপসী অঞ্চল কমিটির সভাপতি মনঞ্জয় চট্টোপাধ্যায়ের অভিযোগ, “সিপিএম সমর্থক কালো বাউড়ির নেতৃত্বেই বহিরাগত কর্মীদের মারধর করা হয়েছে।”
সিপিএম নেতা মনোজ দত্ত অবশ্য বলেন, “তৃণমূলের অভিযোগ মিথ্যা। তবে তারা কী ভাবে ঠিকাদারের হয়ে কাজ করছে, মানুষ তা দেখছেন।” |