কেরিয়ারের খোঁজে শেফিল্ড হ্যালাম-এ
ম্প্রতি কলকাতায় ঘুরে গেলেন ব্রিটেনের শেফিল্ড হ্যালাম-এর দক্ষিণ এশিয়ার প্রতিনিধি সুধা মেরি টোপ্পো। সুধা জানালেন, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংখ্যা ৩৩ হাজার। আন্তর্জাতিক শিক্ষার্থী প্রায় ৪ হাজার। এদের মধ্যে অন্তত ৯০০ জন ভারতীয় ছাত্র রয়েছেন। ভারতীয়রা অধিকাংশই মাস্টার্স স্তরে পাঠরত। অবশ্য ব্যাচেলর্স ডিগ্রি স্তরেও রয়েছেন অনেকে।
এই বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলি বিভিন্ন আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক কোম্পানি ও প্রফেশনাল সংস্থার সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে।  ৭০ -টিরও বেশি প্রফেশনাল বডি আনুষ্ঠানিক ভাবে কোর্সগুলি অনুমোদন করে। বিশ্ববিদ্যালয়ের অনেক কোর্সেই এক বছরের ওয়ার্ক প্লেসমেন্টের ব্যবস্থা রয়েছে। সুধা জানালেন, এখানকার শিক্ষার্থীরা ব্রিটেনের বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও বিদেশেও অনেক জায়গায় প্লেসমেন্ট পেয়েছে। এদের মধ্যে ব্রিটেনের রোলস রয়েস, নিউকাসল ইউনাইটেড ফুটবল ক্লাব, ফ্রান্সের ডিসনিল্যান্ড রিসর্ট, এয়ারবাস, সাংহাই-এর মে ফেয়ার হোটেল অন্যতম।
ব্রিটেনের ন্যাশনাল অ্যাসেসমেন্ট বডি-র রেটিং অনুযায়ী শেফিল্ড হ্যালামের ১২টি সাবজেক্ট এরিয়া ‘এক্সেলেন্ট’ রেট পেয়েছে। জনপ্রিয় কোর্সগুলির তালিকায় রয়েছে বিজনেস ম্যানেজমেন্ট, ফিনান্স, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম, ফিজিয়োথেরাপি, নার্সিং, ফার্মাসিউটিকাল অ্যানালিসিস, বায়োটেকনোলজি, ফার্মাকোলজি, আইন, প্রজেক্ট ও কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, আই টি এবং ইঞ্জিনিয়ারিং-এর মধ্যে ইনফরমেশন সিস্টেম সিকিয়োরিটি, নেটওয়ার্ক, এমবেসড সিস্টেমস, রোবোটিকস্। এ ছাড়া এখানে নতুন যে সব বিষয় পড়ানো হচ্ছে, সেগুলি হল স্পোর্টস ম্যানেজমেন্ট, গেমস্ সফটওয়্যার, অ্যানিমেশন অ্যান্ড স্পেশাল এফেক্টস্।
শেফিল্ড হ্যালাম-এ নানা ধরনের পূর্ণ ও আংশিক স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। এগুলির অন্যতম হল কমনওয়েলথ শেয়ারড স্কলারশিপ স্কিম। স্কলারশিপের সংখ্যা ৪টি। মাস্টার্স ডিগ্রি স্তরের টিউশন ফি, থাকা ও ভ্রমণের খরচ প্রদান করে এই স্কলারশিপ। আবেদনের শেষ তারিখ ১৩ এপ্রিল ২০১২। অন্যান্য স্কলারশিপের মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট স্কলারশিপ, ব্রিটিশ শেভনিং স্কলারশিপ, ডিন’স স্পেশাল স্কলারশিপ। এ ছাড়া বিভিন্ন বিষয়ে আংশিক স্কলারশিপও দেয় বিশ্ববিদ্যালয়ের কলা, বিজ্ঞান ও কম্পিউটিং ইঞ্জিনিয়ারিং বিভাগ। যেমন, ইন্টেলিজেন্ট রোবোটিক্স, এমবেডেড সিস্টেমস, ওয়েব অ্যান্ড ক্লাউড কম্পিউটিং, অ্যানিমেশন অ্যান্ড স্পেশাল এফেক্টস প্রভৃতিতে এ বছর সেপ্টেম্বর সেশনে মাস্টার্স স্তরে ভর্তির ক্ষেত্রে প্রতিটিতে ২০০০ পাউন্ড করে বৃত্তি পাওয়া যাবে। বায়োসায়েন্স, স্পোর্টস ও নার্সিং কোর্সে মাস্টার্স স্তরে স্কলারশিপ পাওয়া যাবে ৩৬৫০ পাউন্ড। ডেটাবেস, আই টি, এন্টারপ্রাইজ সিস্টেমস প্রফেশনাল কোর্সগুলিতে ২০১২ সালের মে সেশনে মাস্টার্স স্তরে ভর্তির ক্ষেত্রে ৪ হাজার পাউন্ড পর্যন্ত স্কলারশিপ পাওয়া যাবে।
আর একটি সুযোগের কথা বলা দরকার। শেফিল্ড বিজনেস স্কুল তিন ধরনের বৃত্তি দেয় গ্লোবাল লিডারশিপ স্কলারশিপ, ইন্টারন্যাশনাল ফিনান্স স্কলারশিপ, সার্ভিস ইন্ডাস্ট্রি স্কলারশিপ। সেপ্টেম্বর ২০১২ সেশনে ভর্তির জন্য প্রতিটিরই অর্থমূল্য ৫০০০ পাউন্ড।

• বিশ্ববিদ্যালয়ের অনেক কোর্সেই এক বছরের ওয়ার্ক প্লেসমেন্টের ব্যবস্থা রয়েছে।
• জনপ্রিয় কোর্সগুলির তালিকায় রয়েছে বিজনেস ম্যানেজমেন্ট, ফিনান্স, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম, ফিজিয়োথেরাপি, নার্সিং, বায়োটেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি।
• প্রতিষ্ঠানের ওয়েবসাইট
http://www.shu.ac.uk/

ভবিষ্যতে মেডিক্যাল সায়েন্স নিয়ে বিদেশে রিসার্চ করতে চাই। কোন প্রতিষ্ঠানে এই বিষয়ে পড়া যেতে পারে?

মেডিক্যাল সায়েন্স-এ এমন অনেক বিষয় রয়েছে যেগুলি নিয়ে রিসার্চ করা যায়। এবং এই সব ক্ষেত্রে ডাক্তার না হয়েও পড়া যায়। এমনই কয়েকটি বিষয় হল ফার্মাকোলজি, ফিজিয়োলজি, মাইক্রোবায়ালজি, প্যাথোলজি এবং নিউট্রিশন। আমেরিকার বস্টন বিশ্ববিদ্যালয়ে (http://www.bumc.bu.edu/gms/admissions/) মেডিক্যাল সায়েন্সেস-এ এম এসসি ছাড়াও প্যাথোলজি অ্যান্ড ল্যাবরেটরি মেডিসিন, মেডিক্যাল নিউট্রিশন সায়েন্সেস, ফার্মাকোলজি/ বায়োমেডিক্যাল নিউরোসায়েন্স-এর মতো বিষয় নিয়ে পিএইচ ডি করা যায়। নর্থ ক্যারোলিনা স্টেট বিশ্ববিদ্যালয়ে (http://www.ncsu.edu/) ফার্মাকোলজি এবং আনুসঙ্গিক বিষয় নিয়ে পড়া যায়। মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে হিউম্যান নিউট্রিশন, মাইক্রোবায়োলজি অ্যান্ড মলিকিউলার জেনেটিক্স, ফার্মাকোলজি অ্যান্ড টক্সিকোলজিতে মাস্টার অব সায়েন্স এবং পিএইচ ডি করা যাবে। কর্নেল বিশ্ববিদ্যালয়ে (http://www.cornell.edu/academics/departments.cfm) নিউট্রিশনাল সায়েন্সেস, ফার্মাকোলজি, মাইক্রো-বায়োলজি এবং ইমিউনোলজি-তে রিসার্চ করার সুযোগ রয়েছে। ব্রিগহ্যাম ইয়াং (http://colleges.byu.edu/, মাইক্রোবায়োলজি অ্যান্ড মলিকিউলার বায়োলজি, ফিজিয়োলজি এবং ডেভেলপমেন্টাল বায়োলজি), কোলোরডো স্টেট বিশ্ববিদ্যালয় (http://www.colostate.edu/, মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি এবং প্যাথোলজি) উচ্চশিক্ষা করার সুযোগ রয়েছে। এ ছাড়া, অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়-এ নিউট্রিশন-এ এম এস এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি, নিউট্রিশন এবং ওয়েলনেস-এ পিএইচ ডি কোর্স রয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.