ফোকাস


শিক্ষক, কলকাতা বিশ্ববিদ্যালয়

• দ্বাদশ শ্রেণির ছাত্র। ভবিষ্যতে জিয়োলজি নিয়ে পড়তে চাই। কোথায় পড়ব? উচ্চশিক্ষার সুযোগ কী রয়েছে? কাজের সুযোগ কেমন?

জিয়োলজি বা ভূতত্ত্ব মূলত একটা ইন্টারডিসিপ্লিনারি বিষয়। আর্থ অর্থাৎ পৃথিবীকে বিভিন্ন বিষয়ের দিক দিয়ে স্টাডি করাই জিয়োলজির কাজ। এই কাজে তাই ফিজিক্স-কেমিস্ট্রি, বায়োলজি ইত্যাদির জ্ঞান জরুরি। বেসিক সায়েন্স বা মূল ধারার বিজ্ঞান বিষয়গুলিতে দক্ষতা ও আগ্রহের পাশাপাশি চাই প্রকৃতির প্রতি ভালবাসা।জিয়োলজি অনার্স পড়ার জন্য উচ্চ মাধ্যমিক স্তরে ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক থাকতে হবে। পশ্চিমবঙ্গে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, আশুতোষ কলেজ, যোগমায়া দেবী কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে দুর্গাপুর সরকারি কলেজ, রানিগঞ্জের ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজ, পুরুলিয়া জে কে কলেজ ইত্যাদিতে জিয়োলজি অনার্স পড়া যায়।
স্নাতকোত্তর পর্যায়ে জিয়োলজি পড়ানো হয় কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে। আই আই টি খড়্গপুরে অ্যাপ্লায়েড জিয়োলজি এবং এক্সপ্লোরেশন জিয়োফিজিক্সে এম এসসি এবং জিয়োফিজিক্স এবং জিয়োলজিক্যাল সায়েন্সেস-এ এম এসসি-পিএইচ ডি করার সুযোগ রয়েছে। এ ছাড়া আই আই টি মুম্বই (অ্যাপ্লায়েড জিয়োফিজিক্স এবং অ্যাপ্লায়েড জিয়োলজিতে এম এসসি, জিয়ো-এক্সপ্লোরেশন এবং পেট্রোলিয়াম জিয়োসায়েন্স-এ এম টেক) ও রুড়কি (অ্যাপ্লায়েড জিয়োলজি-তে এম এসসি, এম টেক), ধানবাদের ইন্ডিয়ান স্কুল মাইন্স (অ্যাপ্লায়েড জিয়োফিজিক্স এবং অ্যাপ্লায়েড জিয়োলজিতে তিন বছরের এম এসসি টেক, পাঁচ বছরের ইন্টিগ্রেটেড এম এসসি টেক), দিল্লি বিশ্ববিদ্যালয় (জিয়োলজিতে এম এসসি), পুদুচ্চেরি বিশ্ববিদ্যালয় (অ্যাপ্লায়েড জিয়োলজিতে দু’বছরের এম এসসি, পাঁচ বছরের ইন্টিগ্রেটেড এম এসসি) ইত্যাদিতে এই বিষয়ে উচ্চশিক্ষা করা যায়। অধিকাংশ প্রতিষ্ঠানেই সর্বভারতীয় স্তরের পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হয়। স্নাতকোত্তর স্তরে কোনও কোনও বিশ্ববিদ্যালয়ে জিয়োলজি না বলে অ্যাপ্লায়েড জিয়োলজিও বলা হয়। কোথাও আবার আর্থ অ্যান্ড প্লানেটরি সায়েন্স-ও বলা হয়। জিয়োলজিতে অনার্স পড়ে জিয়োলজি ছাড়া জিয়োফিজিক্স, মেরিন সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ওশেনোগ্রাফি ইত্যাদি বিষয়েও এম এসসি করা যায়। এম এসসি করে ‘নেট’ ও ‘গেট’ দিয়ে গবেষণা করার সুযোগ আছে। এমনিতে জিয়োলজিতে পঠন-পাঠনের সুযোগ না থাকলেও গবেষণার ক্ষেত্রে আই এস আই যথেষ্ট গুরুত্বপূর্ণ।
সরকারি ও বেসরকারি, সব স্তরেই এই বিষয়টির অত্যন্ত চাহিদা আছে। জিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া, সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড, ও এন জি সি, কোল ইন্ডিয়া, সেল, ডিপার্টমেন্ট অব অ্যাটমিক এনার্জি, ইসরো ইত্যাদিতে প্রতি বছর বহু জিয়োলজিস্ট নিয়োগ করা হয়। তা ছাড়া, বিভিন্ন তৈল সংস্থায় কাজের সুযোগ আছে যথেষ্টই।

• ইউ জি সি অনুমোদিত ‘টেলারিং এবং নিডল ওয়াকর্’-এর কী ধরনের কোর্স করতে চাই কোথায় করা যাবে? এর পর স্কুল সার্ভিস কমিশনের ওয়ার্ক এডুকেশনের পরীক্ষায় বসা যেতে পারে কি?

পশ্চিমবঙ্গে ইউ জি সি স্বীকৃত টেলারিং অ্যান্ড নিডল ওয়ার্কের কোর্স একমাত্র করা যায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে। এদের পি জি ডিপ্লোমা ইন অ্যাপারেল ডিজাইনিং অ্যান্ড ফ্যাশন টেকনলজি নামের দুই বছরের একটি কোর্স আছে। গ্রাজুয়েশনের পর ছেলে, মেয়ে সকলেই এই কোর্সটি করতে পারে। কোর্সটির জন্য খরচ পড়ে ১৬,৭০০ টাকা। গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবে। এ ছাড়া পি জি ডিপ্লোমা ইন টেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিংয়ের জন্য খরচ পড়বে ২২০০০ টাকা। যোগ্যতা এবং ক্লাসের সময় একই। এই কোর্সগুলি করানো হয় রাজাবাজার বিজ্ঞান কলেজের উল্টো দিকে নারীশিক্ষা সমিতি (০৩৩-২৩৫০৪৮৮৪)-তে। এ ছাড়া বজবজ মহেশতলার গ্লোবাল ইনস্টিটিউট, পলাশির শান্তিদেবী বিদ্যানিকেতন (৯৭৩৩০৭০৬৯৪), পাঁশকুড়া পূর্ব মেদিনীপুরের অঞ্জলি সোশাল ওয়েলপেয়ার রিসার্ট ফাউন্ডেশন, শ্রীনিকেতন শান্তিনিকেতন ডেভেলপমেন্ট অথরিটি প্রান্তিক, নারীশিক্ষা সমিতি ঝাড়গ্রাম ও জলপাইগুড়ি ইত্যাদি প্রতিষ্ঠানেও এই কোর্স করানো হয়। এই কোর্সগুলি করলে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসা যায়। তা ছাড়া বি এড ও ওয়ার্ক এডুকেশন মেথড থাকলেও হবে। হোম সায়েন্স বা ভিসুয়াল আর্টস-এ গ্রাজুয়েশনের করার পরেও আবেদন করা যেতে পারে।

• মাইক্রোবায়োলজি-তে স্নাতক স্তরে ৬৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছি। এর পর সমাজসেবা নিয়ে পড়াতে চাই। কোথায় পড়া যাবে?

সমাজসেবামূলক কাজ ব্যক্তিগত উদ্যোগে করা যায় ঠিকই, কিন্তু এর জন্য কিছু নির্দিষ্ট পড়াশোনার ব্যবস্থাও আছে। সোশ্যাল ওয়ার্কের সেই সব পড়াশোনা আছে ডিগ্রি ও মাস্টার্স ডিগ্রি পর্যায়ে। সল্টলেকের জয়প্রকাশ ইনস্টিটিউট অব সোশাল চেঞ্জ (০৩৩-২৩৩৭৬৬৯৫) প্রতিষ্ঠানটিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার ইন সোশ্যাল ওয়ার্ক (এম এস ডব্লউ) পড়ানো হয়। অনার্স গ্র্যাজুয়েশনের পর আবেদন করা যায়। প্রবেশিকা ও মৌখিক পরীক্ষা নিয়ে ভর্তি করা হয়। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি (০৩৩-২২৮৩৫১৫৭)-তে মাস্টার ইন সোশ্যাল ওয়ার্ক কোর্সে ভর্তির জন্য সোশিয়োলজি, পলিটিকাল সায়েন্স, ইকনমিক্স, হিস্ট্রি, অ্যানথ্রোপলজি ইত্যাদি বিষয়ে অনার্স থাকলে আবেদন করা যাবে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে (০৩৩-২৫৫৭১০২৮) এম এস ডব্লিউ পড়তে হলে যে-কোনও বিষয়ে অনার্স গ্র্যাজুয়েট হলেই চলবে। এখানে ‘ডিপ্লোমা ইন সোশাল ওয়ার্ক’ নামে ১ বছরের কোর্স-ও আছে। বিশ্বভারতী -তে ২ বছরের দুটি এম এ কোর্স আছে রুরাল ডেভেলপমেন্ট এবং সোশাল ওয়ার্কে। যে কোনও বিষয়ে অনার্স থাকলে আবেদন করা যাবে।

• প্যাকেজিং টেকনলজি নিয়ে পড়তে ইচ্ছুক। রাজ্যে কোথায় পড়া যাবে? খরচ কেমন পড়ে?

পশ্চিমবঙ্গে প্যাকেজিং সংক্রান্ত কোর্স করানো হয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্যাকেজিং (বিধাননগর, সেক্টর ৫, ব্লক- সি পি ১০, কলকাতা-৯১, ০৩৩-২৩৬৭০৭৬৩, ২৩৬৭৬০১৬) প্রতিষ্ঠানে। মিনিস্ট্রি অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-র অধীনস্থ এই সংস্থার হেড অফিস মুম্বইতে। এখানে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন প্যাকেজিং কোর্সটিতে ভর্তি হতে যোগ্যতা লাগে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োসায়েন্স অনার্স এবং বি ই/বি-টেক ডিগ্রি। এপ্রিল মাস নাগাদ ফর্ম দেওয়া হবে। জুন মাসে ভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে। দু’বছরের জন্য খরচ পড়বে ২,৫০,০০০ টাকা। ভর্তির সময় লাগবে ৭০/৮০ হাজার টাকা। সেমেস্টার পিছু পড়বে ৬০ হাজার টাকা। এদের ৩ মাসের একটি সার্টিফিকেট কোর্সও আছে। যে কোনও শাখার গ্র্যাজুয়েটরা সেখানে আবেদন করতে পারেন। কোর্সটির খরচ ৪০,০০০ টাকা।

দেশের ভিতরে পড়াশোনা, ট্রেনিং-এর নানান সুযোগসুবিধের বিষয়
জানানো হবে এই কলামে। এ বিষয়ে প্রশ্ন পাঠাও। খামের উপর লেখো:
হোম পেজ, প্রস্তুতি,


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.