টুকরো খবর
গ্রেটার কোচবিহার আন্দোলনে মুক্তিপ্রাপ্তদের সংবর্ধনা
সদ্য জামিনে মুক্তিপ্রাপ্ত ৪৫ জন গ্রেটার কোচবিহার আন্দোলনের নেতা ও কর্মীকে সংবর্ধনা জানানোর সিদ্ধান্ত নিয়েছে গ্রেটার কোচবিহার বন্দি মুক্তি কমিটি। শনিবার প্রান্তিক বাজারে কমিটির বৈঠকে আগামী ১১ এপ্রিল সংবর্ধনার দিন ঠিক হয়েছে। দিনহাটা শহরের নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে ওই অনুষ্ঠান হবে। সেখানে আমন্ত্রণ জানানো হবে টুকরো হয়ে যাওয়া গ্রেটার কোচবিহার সংগঠনের নেতাদেরও। বন্দি মুক্তি কমিটির মুখপাত্র আনোয়ার হোসেন বলেন, “ভারত ভূক্তি চুক্তি অনুযায়ী কোচবিহার ‘গ’ শ্রেণির রাজ্য। জামিনে মুক্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে ওই চুক্তি রূপায়ণের দাবিতে এক জোট হয়ে আন্দোলনের আবেদন জানানো হবে।’’ ওই দাবিতে ২০০৫ সালে আন্দোলনে নামে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। সংঘর্ষে ২ জন আন্দোলনকারী এবং ৩ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়। ঘটনার জেরে পুলিশ ৪৫ জন আন্দোলনকারীকে গ্রেফতার করে। গত তিন মাসে কয়েকটি পর্যায়ে ওই ধৃতরা জামিনে ছাড়া পেয়ে যান। ইতিমধ্যে মতবিরোধের জেরে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনে ভাঙন দেখা দেয়।

নতুন প্রশাসনিক ভবন
প্রায় ৩২ কোটি টাকায় আধুনিক মানের প্রশাসনিক ভবন তৈরির সিদ্ধান্ত নিল শিলিগুড়ি পুরসভা। শনিবার পুরসভার কনফারেন্স হলে মেয়র, মেয়র পারিষদ এবং আধিকারিকদের নিয়ে বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তিনি জানান, পুরসভার বর্তমান ভবনের জায়গা এবং আশেপাশের এলাকা নিয়ে এক লক্ষ ৬০ হাজার স্কোয়ার ফুট জমিতে ছয় তলার নতুন ভবন তৈরি হবে। থাকবে গাড়ি রাখার জায়গাও। এ ছাড়াও ভবনে আধুনিক মানের কনফারেন্স হল, লাইব্রেরি, প্রেস গ্যালারি থাকবে। পুর ও নগরোন্নয়ন দফতর এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের টাকায় ওই ভবন তৈরি হবে। ইতিমধ্যে ২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী ২৪ মার্চ ভবনের শিলান্যাস হবে। গৌতমবাবু বলেন, “তিনটি পর্যায়ে ভবন তৈরির কাজ হবে। প্রথম পর্যায়ের কাজ খুব দ্রুত শুরু করা হবে। পুরসভার ভবনের খোলনলচে বদলে পরিকল্পিত ভাবে আধুনিক মানের ভবন তৈরি হবে।

সিপিআই অফিস দখলের নালিশ
তৃণমূলের বিরুদ্ধে দলীয় কার্যালয় দখলের অভিযোগ তুলল সিপিআই। শনিবার কোচবিহারের পূষণাডাঙার সখের বাজারের ঘটনা। সিপিআইয়ের অভিযোগ, সখের বাজারে দলের মালিকানাধীন জমির ওই কার্যালয়ে কোচবিহার সদর দক্ষিণ জোনাল কমিটির কাজ হত। অভিযোগ, এ দিন বেশ কিছু তৃণমূলকর্মী মিছিল করে কার্যালয়ে গিয়ে তাদের ব্যানার, পতাকা ঝুলিয়ে দেয়। সিপিআইয়ের কোচবিহার জেলা সম্পাদক পার্থ সরকার বলেন, “দিন পনেরো ধরে কার্যালয়টি চলছিল। এ দিন তৃণমূল কর্মীরা তা দখল করে। পুলিশের কাছেও অভিযোগ জানানো হয়েছে।” অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে তৃণমূলের কোচবিহার-১ ব্লক সভাপতি খোকন মিয়াঁ বলেন, “সিপিআইয়ের সংগঠনই নেই।”

বামেরা জয়ী কলেজে
কড়া নিরাপত্তায় ভোট দিনহাটা কলেজে। ছবি: হিমাংশুরঞ্জন দেব।
কোচবিহারের দিনহাটা কলেজের ছাত্র সংসদ নির্বাচনে খাতাই খুলতে পারল না তৃণমূল ছাত্র পরিষদ। সংসদের ৪২টি আসনের মধ্যে বাম জোট আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১০টি আসনে জিতেছিল। শনিবার ৩২টি আসনের সব ক’টিই বামেদের দখলে গিয়েছে। এসএফআই পেয়েছে ২৫টি, ছাত্র ব্লক পেয়েছে ১৭টি আসন। টিএমসিপি ১৮টি আসনে প্রার্থী দিলেও জিততে পারেনি।

ভাঙা হল গুদাম
ভাঙা হল শিলিগুড়ি পুরসভার অবৈধ নির্মাণ। ছবি: বিশ্বরূপ বসাক।
নকশা অনুমোদন ছাড়াই গুদাম তৈরি হচ্ছে অভিযোগে তা ভেঙে দিল পুরসভা। শনিবার শিলিগুড়ি পুরসভার তরফে অভিযান চালিয়ে ৪২ নম্বর ওয়ার্ডের শালুগাড়ার প্রধানপাড়া এলাকায় একটি আটা কোম্পানির উদ্যোগে তৈরি হতে থাকা ওই গুদামটি ভেঙে দেওয়া হয়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, অবৈধ ভাবে ওই গুদাম তৈরি নিয়ে এলাকার বাসিন্দারা পুরসভায় অভিযোগ জানান। পুরসভার তরফে নোটিস পাঠানো হয়। এ দিন পুরসভার তরফে অভিযান চালিয়ে নির্মীয়মান গুদাম ভাঙা হয়।

আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি ইসলামপুরে
পিস্তল দেখিয়ে গয়না, টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শনিবার সন্ধ্যায় ইসলামপুর পুর এলাকার অপ্সরা মোড়ের ঘটনা। গৃহকর্তা রতনলাল অগ্রবাল পুরসভার চেয়ারম্যান কানাইলাল অগ্রবালের ভাই। রতনবাবু ওই সন্ধ্যায় বাড়ি ছিলেন না। ছিলেন তাঁর স্ত্রী মঞ্জুদেবী এবং কাজের লোক। পুলিশ জানায়, একটি গাড়িতে ৬ দুষ্কৃতী বাড়িতে চড়াও হয়। বাড়ির কাজের লোককে পিস্তল উচিয়ে ভয় দেখালে তিনি দরজা খুলে দেন। এর পর মঞ্জুদেবীর মাথায় পিস্তল ঠেকিয়ে লুঠপাট করে শূন্যে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পথ অবরোধ করেন বাসিন্দারা। পুলিশ সুপার নীলকান্ত সুধীর কুমার বলেন, “দুষ্কৃতীদের খোঁজ চলছে।”

ছাই ১২টি দোকান
ছাই হয়ে গেল ডুয়ার্সের পলাশবাড়ি বাজারের ১২টি দোকান। শুক্রবার রাত ১১টা নাগাদ আলিপুরদুয়ার-১ ব্লকের পলাশবাড়ি বাজারের কয়েকটি দোকানে আগুন লাগে। দু’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের জন্য ত্রিপল ও বাঁশের ব্যবস্থা হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে দীর্ঘদিন ধরে মদ, গাঁজার ঠেক বসছে। ওই রাতে একটি নেশার ঠেক থেকে আগুন লাগে। তবে এ ব্যাপারে এখনও লিখিত অভিযোগ হয়নি।

বালক উদ্ধার
শনিবার এনজেপি’র একটি হোটেল থেকে নেপালের নিখোঁজ এক বালককে উদ্ধার করল পুলিশ। পুলিশ জানায়, ওই বালকের নাম সন্দীপ থাপা। তাঁর বাড়ি নেপালের ঝাপা। এ দিন তাঁর বাড়ির লোক এনজেপি ফাঁড়িতে গিয়ে ওই বালকের কথা জানালে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.