কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক মঙ্গলবার
কেন্দ্রের অতিরিক্ত বরাদ্দের দাবিতে সরব তৃণমূল নেতৃত্ব
রেলমন্ত্রীর ইস্তফা নিয়ে কেন্দ্রের বড় শরিকের সঙ্গে টানা পোড়েনের মধ্যেই রাজ্যের দারিদ্রসীমার নীচে থাকা মানুষদের জন্য অতিরিক্ত চালের দাবিতে কেন্দ্রের উপর চাপ বাড়াতে শুরু করল তৃণমূল নেতৃত্ব। দারিদ্রসীমার নীচে বসবাসকারী মানুষ বা বিপিএল শ্রেণির জন্য অতিরিক্ত চাল, গমের দাবিতে তৃণমূলের সব কেন্দ্রীয় মন্ত্রী মঙ্গলবার দেখা করবেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর সঙ্গে। তাঁদের সঙ্গে থাকবেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী কে ভি টমাস রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার জন্য মঙ্গলবার বিকেলে সময় দিয়েছেন। সম্প্রতি কেন্দ্র জানিয়েছিল, চলতি বছরে বিপিএল শ্রেণির জন্য রাজ্যকে অতিরিক্ত চাল ও গমের বরাদ্দ দেওয়া হবে না।
দারিদ্রসীমার নীচে থাকা মানুষদের জন্য অতিরিক্ত বরাদ্দের সঙ্গেই দাবি জানানো হবে রাজ্যে গুদাম তৈরির জন্য ৪৮০ কোটি, নতুন ধানকল তৈরির জন্য ১০০ কোটি, রাজ্যের গণবণ্টন ব্যবস্থা সচল রাখতে অগ্রিম ১০০০ কোটি, ডিজিটাল রেশন কার্ড তৈরির জন্য ১০০ কোটি এবং কলকাতায় একটি খাদ্য ভবন তৈরির জন্য ১৫ কোটি টাকার বিশেষ বরাদ্দের।
কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর উপর চাপ সৃষ্টি করতে রাজ্যের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়। শনিবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই খবর জানান। প্রসঙ্গত, কিছু দিন আগেই কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী কলকাতায় এসেছিলেন সরকারি কাজে। তাঁর অন্যতম উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা। সে দিন কিন্তু মুখ্যমন্ত্রী টমাসকে সময় দেননি। এখন মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাঁর দলের কেন্দ্রীয় মন্ত্রীরা রাজ্যের দাবি নিয়ে টমাসের সঙ্গে দেখা করতে যাচ্ছেন।
খাদ্যমন্ত্রীর অভিযোগ, “কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক জানিয়ে দিয়েছে, চলতি বছরে বিপিএল শ্রেণির জন্য পশ্চিমবঙ্গকে অতিরিক্ত চাল ও গমের বরাদ্দ দেওয়া হবে না। এর ফলে রাজ্যে দারিদ্রসীমার নীচে থাকা ২০ লক্ষ মানুষ সস্তায় চাল পাওয়া থেকে বঞ্চিত হবেন। বিশেষ করে জঙ্গলমহল, আয়লা কবলিত দুই ২৪ পরগনা ও পাহাড়ের চা বাগান শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবেন।”
খাদ্যমন্ত্রীর আরও অভিযোগ, “ইতিমধ্যেই বিপিএল শ্রেণির জন্য অতিরিক্ত খাদ্যশস্য বরাদ্দ পেয়েছে গুজরাত, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অন্ধ্র প্রদেশ এবং কেরল। পশ্চিমবঙ্গকে বলা হয়েছে, ওই খাতে অতিরিক্ত খাদ্য শস্য এ বার দেওয়া হবে না। এটা এই রাজ্যের প্রতি কেন্দ্রের পরিকল্পিত বঞ্চনা।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.