টুকরো খবর
জামশেদপুরে টাটার নয়া কারখানা
ঝাড়খণ্ডে সম্প্রতি নতুন ইস্পাত কারখানা টাটা ব্লু-স্কোপ স্টিলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা। জামশেদপুরের বরায় কারখানাটি গড়তে অস্ট্রেলিয়ার ব্লু-স্কোপ সংস্থার সঙ্গে চুক্তি করেছিল টাটা স্টিল। ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ২০০৫ সালে। ৬১ একর এলাকা জুড়ে প্রায় ৮৮০ কোটি টাকা লগ্নিতে কারখানাটি গড়েছে সংস্থা। এখান থেকে ভারতের বাজার ছাড়াও দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা গোষ্ঠীভুক্ত (সার্ক) অন্য দেশগুলিতে রঙের প্রলেপ দেওয়া ইস্পাত রফতানি করা হবে বলে জানিয়েছে তারা। এখানে বছরে আড়াই লক্ষ টন ইস্পাতে প্রলেপ দেওয়া সম্ভব। আর প্রলেপ ছাড়া প্রায় দেড় লক্ষ টন ইস্পাত তৈরি করা যাবে বলে জানান টাটা ব্লু-স্কোপের এমডি হরিশ পাঠক।

দার্জিলিং চায়ের বৈদ্যুতিন নিলাম নয়া অর্থবর্ষেই
আগামী অর্থবর্ষের গোড়ার দিকেই দার্জিলিং চায়েরও বৈদ্যুতিন নিলাম (ই-অকশন) চালু করার ব্যাপারে আশাবাদী ক্যালকাটা টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন (সিটিটিএ)। সিটিটিএ চেয়ারপার্সন সঙ্গীতা কিচলু জানান, কিছু প্রযুক্তিগত কারণে বিষয়টি আটকে রয়েছে। এ ছাড়া শিল্পমহলও এখনও এ বিষয়ে ততটা সড়গড় হতে পারেনি। সে জন্যই দার্জিলিং চায়ের বৈদ্যুতিন নিলাম ব্যবস্থা চালু হতে কিছুটা দেরি হচ্ছে। উল্লেখ্য, বছর খানেক ধরেই আলোচনা চললেও চা শিল্পমহল এ নিয়ে ঐকমত্যে পৌঁছতে পারেনি বলেই তা চালু করা সম্ভব হয়নি। যদিও অন্য দিকে সিটিসি ও অর্থোডক্স চায়ের বৈদ্যুতিন নিলাম ব্যবস্থা ভালই চলছে। এ দিকে, এ বছর সিটিটিএ-এর ১২৫ বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে তারা। কিচলু জানান, ইরানের সমস্যা কিছুটা মিটলেও এখনও সেই রফতানি বাজার যথেষ্ট তেজী নয়। এই ক্ষতি বরং রাশিয়া কিছুটা হলেও আগামী দিনে পুষিয়ে দিতে পারবে বলে তাঁদের আশা। কিচলুর দাবি, ভারতীয় অর্থোডক্স চায়ের চাহিদা সে দেশে ফের বাড়ছে।

স্বর্ণশিল্পে ধর্মঘট শুরু
বাজেটে সোনার গয়নার উপর সব মিলিয়ে ৫% অতিরিক্ত কর চাপায় শুক্রবারই অসন্তোষ প্রকাশ করে স্বর্ণশিল্প মহল। শনিবার থেকে তিন দিন ধর্মঘটের ডাক দেয় স্বর্ণশিল্প মহল। সেই কারণে এ দিন সোনা-রুপোর বাজারে কোনও লেনদেন হয়নি। ফলে ওই দর প্রকাশিত হল না।

ব্যবসা সম্প্রসারণে
ব্যবসা বাড়ানোর লক্ষ্যে বাজারে তিনটি নতুন পণ্য আনার কথা ঘোষণা করল ইউরো গোষ্ঠী। ‘ইউরেকা’ ব্র্যান্ডের মোটরবাইক, ‘ইউ-পিওর’ জলশোধক এবং ‘ইউ-পাওয়ার’ নামের জেনারেটর আনার কথা জানিয়েছে সংস্থা। এর মধ্যে আগামী মে মাসের শেষে বাইকটি বাজারে আসার কথা। এটির দাম হবে ৪০ থেকে ৪২ হাজার টাকা। জলশোধকটির দাম শুরু ৮,০০০ টাকা থেকে।

বাজারে নয়া পণ্য
বাজারে আরও নতুন পণ্য ও পরিষেবা আনার কথা জানাল মোবাইল প্রস্তুতকারক সংস্থা আইমোর। কলকাতার সংস্থাটির দাবি, ব্যবসা বাড়াতে রান্নাঘরের চিমনি, রাইস কুকার, ইনডাক্শন কুকার, ছোট ল্যাপটপ, এলসিডি টিভি ও কম্পিউটার মনিটর, ডিজিটাল ক্যামেরা, জলশোধক, জুতো-সহ নানা ধরনের পণ্য এনেছে তারা। প্রসঙ্গত, বিট, টাইনি, আই১০, আই২০ নামের মোবাইল তৈরি করে আইমোর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.