নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
জাল মদ চক্রের এক পান্ডাকে শনিবার নর্থব্রুক কোলিয়ারি এলাকা থেকে পুলিশের সাহায্যে গ্রেফতার করল আসানসোল আবগারি দফতর। আবগারি দফতর জানায়, ধৃত অরুণ কুমার বিন-কে তার ডেরা থেকে ধরা হয়েছে। ওই দফতরের অধিকর্তা সুজিত দাস জানান, ৩০০ লিটার রেক্টিফায়েড স্পিরিট এবং ২০০ জাল বিদেশি মদ ভর্তি বোতল উদ্ধার হয়েছে। একুশ টাকা থেকে বত্রিশ টাকায় নকল ব্র্যান্ডের এই মদ বিক্রি করা হচ্ছিল। রেক্টিফায়েড স্পিরিটের সঙ্গে রঙ মিশিয়ে জাল বিদেশি মদ তৈরি করছিল চক্রটি। তিনি আরও বলেন, “এই স্পিরিট দিয়ে যে ভাবে জাল মদ বানিয়ে বিক্রি করা হচ্ছে, বিষক্রিয়া হতে পারে।”
|
দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, পথ অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
বালি বোঝাই একটি লরির ধাক্কায় মৃত্যু হল এক মূক ও বধির কিশোরের। ঘটনাটিকে কেন্দ্র করে শনিবার বেপরোয়া যান চলাচল বন্ধের দাবিতে কাটোয়ার নতুনহাট-ডাকবাংলো রোড অবরোধ করলেন মঙ্গলকোটের পালিশগ্রামের বাসিন্দারা। পুলিশ জানায় মৃতের নাম সঞ্জু দাস (১৪)। সে ওই গ্রামেরই বাসিন্দা ছিল। রাস্তার পাশেই দাঁড়িয়েছিল সে। লরিটি তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এর পরে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা লরিটি ও তার চালককে আটক করে। চালক অরুণ কুমার দাসকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ আশ্বাস দিলে অবরোধ ওঠে।
|
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
বাড়ির দোতলার একটি ঘর থেকে বিছানায় আধশোয়া অবস্থায় এক প্রৌঢ়ার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার কাটোয়ার ৫ নম্বর ওয়ার্ডের কাছারিপাড়ার ঘটনাটি ঘটে। পুলিশ জানায় মৃতার নাম বিজলি দাস (৫৩)। মৃতদেহের গলায় একটি কাপড়ের ফাঁস ছিল। কাপড়টি জানলার শিকের সঙ্গে বাঁধা ছিল। মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিজলিদেবীকে এ দিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে খুন করা হয়েছে। মৃত্যুর আগে তাঁর সঙ্গে দুষ্কৃতীদের ধ্বস্তাধ্বস্তির প্রমাণ পাওয়া গিয়েছে। |