৯ কোটি টাকারও বেশি প্রতারণার অভিযোগে দিল্লির এক বাসিন্দাকে বর্ধমান শহর থেকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম অনিলকুমার শর্মা। বিভিন্ন সংস্থার আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করতেন তিনি। আয়কর বিভাগের বিভিন্ন নথি জাল করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। |
শুক্রবার রাতে তিন সদস্যের সিবিআই দল বর্ধমান শহরের রেল কলোনিতে হানা দেয়। সেখানেই এক আত্মীয়ের বাড়িতে ছিলেন অনিল। সেখান থেকে তাঁকে গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে বিচারক ইয়াসমিন আহমেদ তাঁকে ৬ দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন। ২৩ মার্চ তাঁকে দিল্লির চিফ মেট্রোপলিটান আদালতে হাজির করাতে হবে।সিবিআইয়ের আইনজীবী পার্থসারথি দত্ত জানান, অনিলকুমার শর্মা একটি চক্র গড়ে তুলেছিলেন। আয়কর সংক্রান্ত জাল নথি, প্যান কার্ড, টিডিএস ইত্যাদির মাধ্যমে কর ফাঁকি দিয়ে ৯ কোটি ২৩ লক্ষ টাকা তছরুপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সিবিআইয়ের আর্থিক তছরুপ দমন বিভাগ দেশের বিভিন্ন জায়গায় তাঁকে খুঁজে বেড়াচ্ছিল। শেষে বর্ধমান থানার সাহায্য নিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। |