|
|
ঐতিহ্য রায়।
সপ্তম শ্রেণি,
সেন্ট অ্যাগনেস স্কুল, খড়্গপুর |
ঊর্মি দাস।
সপ্তম শ্রেণি,
রাসমণি বালিকা বিদ্যালয়, বারুইপুর |
|
|
প্রিয়াঙ্কা রায়।
কৃষ্ণনগর হোলি ফ্যামিলি উচ্চ বিদ্যালয় |
|
ওজস্বী রায়।
সল্ট লেক স্কুল |
|
|
|
অন্বিতমা মুখোপাধ্যায়।
সপ্তম শ্রেণি, নবগ্রাম হীরালাল
পাল বালিকা বিদ্যালয় |
ময়ূখ রায়।
তৃতীয় শ্রেণি, আদিত্য একাডেমি
সিনিয়র সেকেন্ডারি, বারাসাত |
|
জিনিয়াস জিন্দাবাদ |
আহা, আর কিছু দিনের মধ্যেই তো নববর্ষ। নতুন জামা, নতুন মজা, নতুন সব কিছু।
ধরে নাও, এই নতুন বছর থেকে তোমরাই চালাবে পৃথিবী। তোমরা যা বলবে, তাই হবে।
কী কেমন মজা? তা হলে চটপট একটা কাগজ টেনে নিয়ে, তোমাদের নতুন পৃথিবীর পাঁচটা
নিয়ম লিখে ফেলো। মানে এখানে কী কী হবে, কী কী করা যাবে আর অবশ্যই কোন
জিনিস
একেবারেই নিষেধ। নিয়মগুলো যেন বেশ মজার হয়, খুব গম্ভীর করে ফেলো না, বুঝলে!
পাঠিয়ে দাও ৭ এপ্রিলের মধ্যে। খামের উপর লেখো
এপ্রিলের জিনিয়াস জিন্দাবাদ,
রবিবারের আনন্দমেলা, আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা ৭০০০০১ |
|