নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
শিশু মৃত্যু নিয়ে বালুরঘাট হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো রিপোর্টে সন্তোষজনক তথ্য না পেয়ে পুনরায় তদন্তের নির্দেশ দিলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক দুর্গাদাস গোস্বামী। বৃহস্পতিবার চিকিৎসার অবহেলায় হিলির বাসিন্দা সাবিত্রী মার্ডির ৬ মাসের শিশুপুত্র সুফলের মৃত্যুর অভিযোগ ওঠে বালুরঘাট হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে। ওই ঘটনাকে কেন্দ্র করে পথ অবরোধ ও হাসপাতালে তুমুল বিক্ষোভ হয়। শেষে হাসপাতাল সুপার বুদ্ধদেব মন্ডল নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিলে উত্তেজনা কমে। অভিযোগ পেয়ে জেলাশাসক ২৪ ঘন্টার মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ওই ঘটনার রিপোর্ট জানতে চান। সরকারি সূত্রের খবর, হাসপাতালের তরফে পাঠানো ওই রিপোর্ট ‘একপেশে’ হওয়ার অভিযোগ উঠেছে। রিপোর্টে বুধবার অর্থাৎ ঘটনার দিন রাতে কর্তব্যরত ওয়ার্ডের নার্স ও স্বাস্থ্যকর্মী এবং পাশের ওয়ার্ডের কোনও কর্মীর বক্তব্য নেই। এমনকী, মৃত শিশুর দাদু লাপাং মার্ডি ও মা সাবিত্রী দেবীর কোনও বক্তব্য ওই রিপোর্টে লিপিবদ্ধ নেই বলে অভিযোগ। শুক্রবার জেলাশাসক ওই সমস্ত বিষয় বিশদ জানতে চেয়ে ওই রিপোর্ট ফেরত পাঠিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। জেলাশাসক বলেন, “প্রাথমিক ভাবে শিশুটির চিকিৎসায় ত্রুটি ছিল না বলে মনে হয়েছে। তবে বেশ কিছু বিষয় ওই রিপোর্টে স্পষ্ট নেই বলে তা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে।” এদিন জেলাশাসকের কাছ থেকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে, একাংশ চিকিৎসকের চাপে পড়েই হাসপাতাল সুপার অসম্পূর্ণ তথ্য দিয়ে ওই রিপোর্ট জেলাশাসকের কাছে পাঠিয়েছিলেন। ওই ব্যাপারে সুপার বুদ্ধদেব মন্ডল থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিক কেউই এদিন মুখ খুলতে চাননি। তবে চার চিকিৎসকের একটি তদন্ত কমিটি গড়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। রাজ্য স্বাস্থ্য বিভাগ থেকেও ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে। বৃহস্পতিবার পুলিশের সামনে হাসপাতাল সুপারের কাছে মৃত শিশুর দাদু লিখিত অভিযোগ করার পাশাপাশি বুধবার রাতে ওই ঘটনার প্রত্যক্ষদর্শী তপন এলাকার বাসিন্দা মকবুল হোসেন এবং হায়দার আলি সরকার শিশুটির চিকিৎসায় গাফিলতি ও আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করেন। রাতে শিশুটির ডেথ সার্টিফিকেট লিখে সই করিয়ে নিয়ে মৃত সন্তান সহ সাবিত্রী দেবীকে ওয়ার্ড থেকে বের করে দেওয়ার অভিযোগও করা হয়।
|
চিকিৎসায় ‘গাফিলতি’
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
চিকিৎসার গাফিলতিতে এক বালকের মৃত্যুর অভিযোগ উঠল। শুক্রবার সকালে সাঁইথিয়া গ্রামীণ হাসপাতালের ঘটনা। মৃতের নাম যাদব দাস (৭)। সাঁইথিয়া থানার বেহিড়া গ্রামে তার বাড়ি। মৃতের বাবা রবি দাস হাসপাতাল কর্তৃপক্ষ ও সাঁইথিয়া থানায় চিকিৎসার গাফিলতিতে তাঁর ছেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, “তিন দিন আগে পড়ে গিয়ে ছেলে হাঁটুতে চোট পায়। এ দিন ওর পেট ফেঁপে ছিল। তাই হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক ইঞ্জেকশন দেওয়ার পরেই তার মৃত্যু হয়। ডাক্তারের গাফিলতিতেই আমার ছেলে মারা গেল।” বিএমওএইচ সুজয় পাল বলেন, “আমরা সাধ্যমতো চিকিৎসা করেছিলাম। মৃত্যুর কারণ জানার জন্য দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।” জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক আশিস মল্লিক বলেন, “রোগীর বাড়ির লোকেদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে।” পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর কারণ জানা যাবে।” |