অমিতাভ বচ্চন: ভারত এ বার স্বস্তির শ্বাস-প্রশ্বাস নিচ্ছে। সচিন অবিশ্বাস্য কীর্তিটা করেই ফেলল। সেঞ্চুরির একশো। আগে কখনও হয়নি। ভবিষ্যতেও হবে না। ঈশ্বরের এক অবিশ্বাস্য সৃষ্টি সচিন।
সৌরভ গঙ্গোপাধ্যায়: বিস্ময়কর কৃতিত্ব। কোনও সন্দেহ নেই, ক্রিকেটে যত রকমের রেকর্ড হওয়া সম্ভব এটা তার মধ্যে সবার সেরা। অবাক লাগছে এর জন্য ওকে এক বছর অপেক্ষা করতে হল দেখে। অনেকে ঘরে বসে তখন ওর সমালোচনা করেছে। কিন্তু মাঠে নেমে টানা দু’দশক ব্যাট তাদের করতে হয়নি।
|
চেতন ভগত: ১০০X১০০=একশো কুড়ি কোটির শান্তিতে ঘুম। সচিনকে শুভেচ্ছা।
বীরেন্দ্র সহবাগ: অভিনন্দন পাজি! তোমার জন্য ছোট খবর, কিন্তু এটা বিশাল ঐতিহাসিক সাফল্য। দেখা হলে ডিনারটা আমিই খাওয়াব।
সুনীল গাওস্কর: নিজেকে ভাগ্যবান লাগছে। মহা ইতিহাসের সাক্ষী থাকতে পেরে। রানের জন্য সচিনের মন চির ক্ষুধার্ত। কখনই সন্তুষ্ট নয়।
কপিল দেব: অসাধারণ সাফল্য। ক্রিকেটের সেরা দূত। এ বার ওর উচিত ম্যাচ বেছে খেলার কথা ভাবা।
নাসের হুসেন: ডন ব্র্যাডম্যান সেরা। কিন্তু সচিন তেন্ডুলকর সবার সেরা।
মনমোহন সিংহ: সচিনের এই অসাধারণ কেরিয়ার আসলে ওর ক্লাস, চরিত্র এবং সাহসের জয়গান। আশা করি ও আরও স্মরণীয় ইনিংস উপহার দেবে আর আমাদের দেশের ছোটদের উদ্দীপ্ত করবে।
জিওফ বয়কট: সচিনের সবচেয়ে বড় সম্পদ ওর খিদেটা। |