অলিম্পিকের বছরেও বাজেটে উপেক্ষিত ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
সচিন তেন্ডুলকরের শততম সেঞ্চুরির দিনে ক্রীড়া সম্পূর্ণ উপেক্ষিত হল কেন্দ্রীয় বাজেটে। লন্ডন অলিম্পিক সামনেই। তা সত্বেও খেলাধুলা কোনও গুরুত্বই পেল না এই বছরের বাজেটে। এ বারের বাজেটে খেলার জন্য অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় গত বছরের তুলনায় বরাদ্দ মাত্র ৩১ কোটি টাকা বাড়িয়েছেন। যা নিয়ে মোটেই খুশি নন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অজয় মাকেন ও ভারতীয় অলিম্পিক সংস্থার কার্যনির্বাহী প্রেসিডেন্ট বিজয় মলহোত্র। খেলার জন্য গত বছর বাজেটে বরাদ্দ হয়েছিল ১১২১ কোটি। এবছর সেটা বেড়ে হল মাত্র ১১৫২ কোটি টাকা। এই বরাদ্দর মধ্যে মাত্র ৭২১.৯৮ কোটি টাকা খরচ করা হবে খেলার জন্য আর বাকি ৪৩০.০২ কোটি টাকা খরচ করা হবে যুব কল্যাণ দপ্তরের জন্য। |
বার্সা বনাম মিলান
সংবাদসংস্থা • নিয়ন |
এ বার রোবিনহো বনাম মেসি! চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে যেতে মেসির বার্সেলোনাকে কোয়ার্টার ফাইনালে খেলতে হবে এসি মিলানের সঙ্গে। রিয়াল মাদ্রিদের শেষ আটের প্রতিপক্ষ সাইপ্রাসের অ্যাপোয়েল। চেলসির বিপক্ষ বেনফিকা। আর বায়ার্ন মিউনিখকে খেলতে হবে মার্সেইয়ের বিরুদ্ধে। শুক্রবার সুইৎজারল্যান্ডের নিয়নে এই লটারি করা হয়। সেমিফাইনালে বায়ার্ন-মার্সেই ম্যাচের জয়ীর বিরুদ্ধে খেলতে হবে রিয়াল-অ্যাপোয়েলের বিজয়ীকে। বার্সেলোনা শেষ আটের বাধা টপকালে খেলতে হবে চেলসি-বেনফিকার বিজয়ীর সঙ্গে। |