টুকরো খবর
প্রাক্তন পুলিশ ধৃত
পুলিশ পরিচয় দিয়ে মহানগরীর বিভিন্ন প্রান্তে কেপমারি চলছে কয়েক দিন ধরে। এ বার পুলিশ সেজেই তোলাবাজির অভিযোগ উঠল কলকাতা পুলিশের এক প্রাক্তন কর্মীর বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম সত্যনারায়ণ মিশির। এ দিন হাজরা রোড এলাকায় কয়েকটি দোকানে গিয়ে টাকা দাবি করেন। টাকা না-দিলে হাজতে ঢুকিয়ে দেওয়ার হুমকিও দেন বলে ব্যবসায়ীদের অভিযোগ। সত্যনারায়ণ কলকাতা গোয়েন্দা পুলিশের কর্মী বলে নিজের পরিচয় দিয়েছিলেন। সকালে দোকানে দোকানে তাঁর তম্বি চলাকালীন এক ব্যবসায়ী থানায় ফোন করে সব জানান। পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। কলকাতা পুলিশের একটি পরিচয়পত্র পাওয়া গিয়েছে তাঁর কাছে। পুলিশ জেনেছে, রিপন স্ট্রিটের বাসিন্দা সত্যনারায়ণ আগে পুলিশে চাকরি করতেন। বছর পাঁচেক আগে অবসর নেন। ডিসি (সাউথ-ইস্ট) বাসব দাশগুপ্ত বলেন, “জেরায় ওই ব্যক্তি প্রাক্তন পুলিশকর্মী বলে নিজের পরিচয় দেন। এটা যাচাই করা হচ্ছে।”

পুলিশ খুনের তদন্তে সিআইডি
বিশরপাড়ায় দোলের দিন বাড়িতে ঢুকে কলকাতা পুলিশের কনস্টেবল অসীম দামকে পিটিয়ে ও কুপিয়ে খুনের ঘটনার তদন্তভার সিআইডি-কে দেওয়া হল। শুক্রবার বিধাননগর পুলিশ কমিশনারেট সূত্রে এ কথা জানা গিয়েছে। বিধাননগরের পুলিশ কমিশনার রাজীব কুমার এ দিন বলেন, “এখন থেকে সিআইডি-ই ওই হত্যাকাণ্ডের তদন্ত করবে। আমরা সব রকম সহযোগিতা করব।” অভিযোগ, ৮ মার্চ দোলের দিন রং মাখানোর অজুহাতে অসীমবাবুর বাড়িতে ঢুকে তাঁর ভাগ্নির শ্লীলতাহানি করে এক দল যুবক। প্রতিবাদ করায় অসীমবাবুকে হকিস্টিক দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্রে কুপিয়ে বাড়ির সামনে আধমরা অবস্থায় ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। ১১ মার্চ হাসপাতালে মারা যান তিনি। তার পরে তদন্তে নামে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে শ্লীলতাহানি, হামলা, খুন-সহ বহু ধারায় মামলা হয়েছে। ধরা হয়েছে চার জনকে। আদালতের নির্দেশে ধৃতেরা পুলিশি হাজতে। অন্য অভিযুক্তদের ধরতে পুলিশের পাশাপাশি সিআইডি-ও ধৃতদের জেরা করছিল। এ দিন পুরো তদন্তভার দেওয়া হল তাদেরই।

মিডিয়া-সেন্টার বিতর্কে হস্তক্ষেপ স্পিকারের
বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের সাংবাদিক সম্মেলনের সময় মিডিয়া-সেন্টার বন্ধ থাকার জন্য কে দায়ী, বিধানসভার সচিবের কাছে তা জানতে চাইলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিমানবাবু বলেন, “মিডিয়া-সেন্টারের দরজা বন্ধ থাকার ব্যাপারে সচিবের কাছে জানতে চেয়েছি। সচিবকে বলা হয়েছে, এ ব্যাপারে কে দায়ী, তা চিহ্নিত করা হোক। আমার স্পষ্ট নির্দেশ ছিল, বৃহস্পতিবার বাজেট অধিবেশন শুরু হওয়ায় মিডিয়া-সেন্টার খোলা থাকবে।” এ দিন সূর্যবাবুর কাছেও বিষয়টি নিয়ে জানতে চান স্পিকার। মিডিয়া-সেন্টারের তালা বন্ধ থাকার জন্য বৃহস্পতিবার সূর্যবাবু স্পিকারের দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন। এ দিন তিনি বলেন, “স্পিকার জানিয়েছেন, তাঁর নির্দেশ সত্ত্বেও মিডিয়া-সেন্টার বন্ধ ছিল। এর জন্য কে দায়ী তা তিনি খতিয়ে দেখছেন।”

উত্তরপত্র ফেরত দেওয়ায় সম্মান
অটোরিকশায় মাধ্যমিকের উত্তরপত্র পেয়ে সেগুলি পুলিশের কাছে জমা দিয়েছিলেন এক আরোহী। তাঁকে সম্মান জানাবে রাজ্য সরকার। রাজ্যের স্কুলশিক্ষা সচিব বিক্রম সেন শুক্রবার জানান, ওই ব্যক্তিকে যাতে উপযুক্ত সম্মান জানানো হয়, সেই জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদকে। বৃহস্পতিবার ফুলবাগান-গিরিশ পার্ক রুটের একটি অটোরিকশায় মাধ্যমিকের চারটি উত্তরপত্র পান বৌবাজারের বাসিন্দা অসীম কর। খাতাগুলি বিধাননগর পূর্ব থানায় জমা দেন তিনি। স্কুলশিক্ষা সচিব জানান, অসীমবাবুর তৎপরতাতেই ওই খাতাগুলি পাওয়া গিয়েছে। তাই তাঁকে সম্মানিত করতে বলা হয়েছে পর্ষদকে।

বিধাননগরেও ওয়েভার
কলকাতার মতো বিধাননগর পুর-এলাকাতেও বকেয়া সম্পত্তিকরের সুদ মকুবের জন্য ওয়েভার স্কিম চালুর সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদনের জন্য প্রস্তাব পেশ হবে। ১৯৯৫ থেকে ২০০৫-এর জুন পর্যন্ত বিধাননগর পুর-এলাকায় যাঁদের সম্পত্তিকর বকেয়া আছে, তাঁদের সুদের উপরে ৯৫ শতাংশ ছাড় দেওয়ার কথা ভাবা হয়েছে। বিধাননগর পুরসভা সূত্রে খবর, ওই সময়ে ২৭৪৬ জনের সম্পত্তিকর বকেয়া রয়েছে। রাজ্যের পুর-দফতরের মতে, ওই সময়ে সম্পত্তিকর বাবদ বকেয়ার পরিমাণ পঁচিশ কোটি টাকারও বেশি। ১ এপ্রিল থেকে ৩ মাস এই সুযোগ দেওয়া হবে।

‘ইভ-টিজিং’, ধৃত ৫
ইভ-টিজিংয়ের অভিযোগে পাঁচ যুবক গ্রেফতার হল। শুক্রবার, রবীন্দ্র সরোবর লেকের কাছ থেকে। ধৃতদের নাম সুজয় মাহাতো, মেহর বুবল খিলজি, অনিব্রত বেরা, অজয় কুমার এবং সৌমিক দত্ত। পুলিশ জানায়, এ দিন দুই তরুণী লেকে বেড়াতে যান। অভিযোগ, ওই যুবকেরা তাঁদের উদ্দেশে কটূক্তি করে। ওই দুই তরুণী পুলিশে ফোন করে বিষয়টি জানান।

খুনের ‘চেষ্টা’
স্বামী-সহ তিন জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করলেন এক মহিলা। পুলিশ জানায়, বাঘাযতীনের বাসিন্দা ওই মহিলার অভিযোগ, তাঁর স্বামী কৌশিক ভট্টাচার্য বৃহস্পতিবার তাঁকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করেন। ওই কাজে স্বরূপ ভট্টাচার্য ও অমিতাভ দাস নামে দুই ব্যক্তিও জড়িত। পুলিশ জানায়, বধূ নির্যাতন ও খুনের চেষ্টার মামলা দায়ের হয়েছে।

পড়ে মৃত যুবক
বৈদ্যুতিক পোস্ট থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার, স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে। মৃত শিন্টু শর্মা (২৫) পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। পুলিশ জানায়, বৈদ্যুতিক পোস্টে উঠে কাজ করতে গিয়ে পড়ে যান তিনি। তাঁকে আরজিকরে মৃত ঘোষণা করা হয়।

একটি বাংলা ছবির প্রচারে
আবির চট্টোপাধ্যায় ও ঊষসী চক্রবর্তী।
ছবি: বিশ্বনাথ বণিক
সুকুমার রায়কে নিয়ে প্রদর্শনী।
হেস্টিংস হাউসে ‘ইনস্টিটিউট অফ
এডুকেশন ফর উইমেন’-এ। —নিজস্ব চিত্র
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.