টুকরো খবর
ভোডাফোন কর মামলা ফের উঠতে পারে
বাজেটে আয়কর আইনে বিশেষ একটি সংশোধন আনার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। ওই সংশোধনী কার্যকর হলে ভারতের সঙ্গে বাণিজ্যিক লেনদেনে যুক্ত যে কোনও ভারতীয় অথবা অনাবাসী ভারতীয় সংস্থাকেই উৎসে কর কাটিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে জমা দিতে হবে। ব্যবসায়িক লেনদেন বিদেশের মাটিতে হলেও সংশোধিত আইন মেনেই কর জমা দিতে হবে। প্রস্তাবে এটাও বলা হয়েছে যে, ওই সংশোধনী কার্যকর ধরা হবে ১৯৬২ সালের ১ এপ্রিল থেকে। সংশ্লিষ্ট মহলের ধারণা, প্রস্তাবিত সংশোধনের সুদূরপ্রসারী প্রভাব ভারতে বিদেশি লগ্নির উপর পড়তে পারে। প্রস্তাবিত ওই সংশোধন ভোডাফোন এবং আজাদি বাঁচাও আন্দোলন, এই দু’টি মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায়কে বাতিল করে দিতে পারে বলেও মনে করছে সংশ্লিষ্ট মহল। শুধু তাই নয়, বিদেশের মাটিতে হওয়া আরও প্রায় ৫০০ লেনদেনের উপরেও প্রভাব ফেলতে পারে ওই সংশোধনী। উল্লেখ্য, ২০০৭ সালে ভারতে ১১০০ কোটি ডলার দিয়ে হাচিসন এসারকে কিনেছিল ভোডাফোন। এর জন্য ১১ হাজার কোটি টাকা কর ভোডাফোনের কাছে দাবি করা হয়। কিন্তু ভোডাফোন ওই কর দিতে বাধ্য নয় বলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল। পাশাপাশি, আজাদি বাঁচাও আন্দোলন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে, মরিশাস সরকারের কাছ থেকে পাওয়া কর মেটানো সংক্রান্ত সার্টিফিকেট থাকলে কোনও সংস্থা ব্য ব্যক্তিকে ভারতে কর দিতে হবে না।

বাজার মাত করল অ্যাপল আইপ্যাড ৩
আইপ্যাড ৩ কিনতে প্রথম দিনেই উপচে পড়ল অ্যাপলপ্রেমীদের ভিড়। আমেরিকা ছাড়া আরও ন’টি দেশে আজ থেকে বিক্রি শুরু হল আইপ্যাডের এই নতুন সংস্করণটির। অ্যাপলের অন্যান্য গ্যাজেটের মতো এটি কিনতেও দোকান খোলার আগেই থেকে লাইন পড়ে যায় উৎসাহী ক্রেতাদের। আগামী সপ্তাহে চিন ছাড়া আরও ২৫টি দেশে বিক্রি শুরু হবে বলে খবর। দ্রুততর প্রসেসর, আরও উন্নত স্ক্রিন এবং জোরাল ক্যামেরাই আই প্যাড ৩-এর মূল আকর্ষণ।

তাঁতিদের সুবিধায়
হস্ত-তাঁতিদের ঋণ মকুবে বাজেটে ৩,৮৮৪ কোটি টাকার প্রকল্প ঘোষণা করলেন প্রণব মুখোপাধ্যায়। এ প্রসঙ্গে রাজ্যের সেচ ও ক্ষুদ্রশিল্পমন্ত্রী মানস ভুঁইয়া জানান, “এর ফলে ২১০ কোটি টাকার সুবিধা পাবেন রাজ্যের তাঁতিরা। তা মিলবে তন্তু সমবায় মারফত।” তাঁর দাবি, আগামী দিনে তাঁতিদের কোনও প্রকল্পে ৮০% অর্থ জোগাবে কেন্দ্র। বাকি ২০% দেবে রাজ্য।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.