নজরে বাজেট
বাড়ছে
সিগারেট, হাতে তৈরি বিড়ি, পান মশলা, গুটখা, খৈনি, জর্দার গন্ধযুক্ত তামাক
রেস্তোরাঁয় খাওয়ার খরচ,
হোটেলের খরচ, বিমানযাত্রার খরচ
রেফ্রিজারেটর, এয়ার-কন্ডিশনার, রেলের
বাতানুকূল কামরার ভাড়া, ওয়াশিং মেশিন
ল্যান্ডলাইন ও
মোবাইলে কথা বলার খরচ
আমদানি করা ডিজিটাল স্টিল ক্যামেরা, ঘড়ি,
সাবান, প্রসাধনী, প্যাকেটের খাবার
বাইসাইকেল মোটর সাইকেল-সহ সব ধরনের গাড়ি
সোনার বার-মুদ্রা, সোনার গয়না, আমদানি করা প্ল্যাটিনাম, আমদানি করা দামি পাথর

কমছে
এলসিডি/এলইডি টিভি-র ২০ ইঞ্চির বেশি প্যানেল, এলইডি আলো, মোবাইল ফোনের যন্ত্রাংশ
এড্স ও কিডনি ক্যানসারের ৬টি জীবনদায়ী ওষুধ-টিকা, প্রোবায়োটিক,
সয়াবিনজাত খাদ্য, আয়োডিন, আমদানি করা চিকিৎসার সরঞ্জাম
ব্র্যান্ডেড রুপোর গয়না, ব্র্যান্ডেড পোশাক, বড়দের ডায়াপার, ৫০০ টাকার কম দামি জুতো
খনন ও রাস্তা তৈরির যন্ত্রপাতি আংশিক ভাবে হাতে তৈরি দেশলাই
সৌর বিদ্যুৎ তৈরির যন্ত্রাংশ, হাইব্রিড ও বৈদ্যুতিন গাড়ি
তথ্যসূত্র: পিটিআই
 

প্রণবের সপ্তম বাজেট
এক নজরে
লক্ষ্য পাঁচ
• আর্থিক বৃদ্ধি • বিনিয়োগ বাড়ানো • গণবণ্টনে সঙ্কট দূর করা • দক্ষ প্রশাসন • অপুষ্টি দূরীকরণ।
রাজস্ব দায় ও বাজেট
পরিচালনা (এফআরবিএম) আইন ২০০৩-এর সংশোধনী পেশ।
• ভর্তুকি মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) ২%-এর কম। লক্ষ্য, ৩ বছরে তা ১.৭৫%-এর নীচে নামানো।
• বিলগ্নিকরণ থেকে ৩০ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্য।
• দ্বাদশ যোজনায় পরিকাঠামো উন্নয়নে ৫০ লক্ষ কোটি টাকা লগ্নি। যার অর্ধেক বেসরকারি ক্ষেত্র থেকে পাওয়ার আশা।

• বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসার অনুমতি দেওয়ার পক্ষে সর্বসম্মতির চেষ্টা চলবে।

• কৃষিঋণের বর্ধিত লক্ষ্যমাত্রা ৫ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা।

• ৪০ কোটি নাগরিককে আধার কার্ড (ইউআইডি) দেওয়ার লক্ষ্যে যথেষ্ট বরাদ্দ।
• জাতীয় নগর স্বাস্থ্য মিশন (ন্যাশনাল আর্বান হেল্থ মিশন) চালু।

• হিসাব বহির্ভূত অর্থের উৎপত্তি ও লেনদেন রুখতে পদক্ষেপ ঘোষণা।
• কালো টাকা নিয়ে শ্বেতপত্র প্রকাশ চলতি অধিবেশনেই।
• প্রত্যক্ষ কর নীতি (ডিটিসি) এবং পণ্য পরিষেবা কর (জিএসটি) চালুর লক্ষ্যে কর কাঠামোয় পরিবর্তন।
• আয়করে ছাড়ের ঊর্ধ্বসীমা বেড়ে ২ লক্ষ। ৫ লক্ষ পর্যন্ত ১০ শতাংশ, ৮ লক্ষের বদলে ১০ লক্ষ পর্যন্ত ২০ শতাংশ।
• শুধুই কর এড়ানোর লক্ষ্যে বিপুল অঙ্কের লেনদেন ঠেকাতে চালু ‘জিএএ বিধি (জেনারেল অ্যান্টি অ্যাভয়ডেন্স রুল)’।
• অন্তঃশুল্ক ও পরিষেবা কর ১০ থেকে বেড়ে ১২ শতাংশ।
• অ-কৃষিজাত পণ্যে আমদানি-রফতানি শুল্কের ঊর্ধ্বসীমা ১০ শতাংশই রইল।
• রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা মোট জাতীয় উৎপাদনের ৫.১%। ২০১১-১২ অর্থবর্ষের শেষে সংশোধিত ঘাটতি দাঁড়িয়েছে ৫.৯%।
• সরকারের ঋণের পরিমাণ মোট জাতীয় উৎপাদনের ৪৫.৫%। যেখানে ত্রয়োদশ অর্থ কমিশনের লক্ষ্য ৫০.৫%।
 
শিক্ষা ভাবনা

শিক্ষার অধিকার এবং সর্বশিক্ষা অভিযান প্রকল্পে ২৫.৫৫৫ কোটি বরাদ্দ। এই দুই
খাতে গত আর্থিক বছরের তুলনায় বরাদ্দ বৃদ্ধি ২১.৭%, ব্লক স্তরে ৬ হাজার মডেল স্কুল
তৈরির প্রস্তাব, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্পে ৩১২৪ কোটি। বরাদ্দ বৃদ্ধি ২৯%,
শিক্ষা-ঋণের সুবিধা বাড়াতে ক্রেডিট গ্যারান্টি ফান্ড তৈরির প্রস্তাব

তফসিলিদের সুবিধা

তফসিলি জাতি-উপজাতিভুক্তদের জন্য ৩৭,১১৩ কোটি বরাদ্দ।
বরাদ্দ বৃদ্ধি ১৮%, আদিবাসী উন্নয়নে ২১,৭১০ কোটি, বরাদ্দ বৃদ্ধি ১৭.৬%

পুষ্টি প্রকল্প

পিছিয়ে পড়া ২০০ জেলায় মা ও শিশুর অপুষ্টি মেটাতে বহুমুখী কর্মসূচি, সামগ্রিক
শিশু উন্নয়ন প্রকল্পে ১৫,৮৫০ কোটি, ৫৮% বরাদ্দ বৃদ্ধি, মিড-ডে মিল-এ
১১,৯৩৭ কোটি বরাদ্দ, কিশোরীদের জন্য ‘সবলা’ প্রকল্পে ৭৫০ কোটি বরাদ্দ

পাশে থাকা

ইন্দিরা গাঁধী জাতীয় বিধবা পেনশন প্রকল্প এবং ইন্দিরা গাঁধী জাতীয় প্রতিবন্ধী
পেনশন প্রকল্পে (বিপিএল) প্রতি মাসে পেনশন ২০০ টাকা থেকে বেড়ে ৩০০ টাকা,
দারিদ্রসীমার নীচে থাকা পরিবারের একমাত্র রোজগেরের (১৮-৬৪ বছর বয়সী
মৃত্যু হলে ক্ষতিপূরণ ১০ হাজার থেকে বেড়ে ২০ হাজার, মহিলাদের
স্বনির্ভর গোষ্ঠী (এসএইচজি) উন্নয়নে ২০০ কোটি থেকে ৩০০ কোটির প্রস্তাব,
এই গোষ্ঠীর মহিলাদের ৭% সুদে ৩ লক্ষ পর্যন্ত ব্যাঙ্ক-ঋণ

প্রতিরক্ষা

১,৯৩,৪০৭ কোটি বরাদ্দ প্রতিরক্ষা খাতে, বরাদ্দ বৃদ্ধি ১৭%

কর মকুব
ভারতীয় সিনেমার শতবর্ষ উদযাপন শুরু ২০১২ সালে। সেই সুবাদে ফিল্মের
স্বত্বাধিকারের উপর যে পরিষেবা কর দিতে হত, তা মকুবের প্রস্তাব



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.