চা বাগান কর্তৃপক্ষ সময়ে বেতন দিতে পারছে না বলে অভিযোগ তুলে কর্মবিরতি শুরু করেছেন শ্রমিক ও কর্মীরা। বুধবার ঘটনাটি ঘটে মালবাজার মহকুমার মানাবাড়ি চা বাগানে। ফলে দু’দিন ধরে বাগানে কোনও কাজ হচ্ছে না। দোলের আগে এককিস্তি বোনাসের টাকা দেওয়ার কথা থাকলেও চা শ্রমিকরা সেই টাকা পাননি। চা বাগানের সাব স্টাফ তথা বাগানের সিটু ইউনিট সম্পাদক অজিত ওঁরাও বলেন, “১২ দিন কাজ করার পর শ্রমিকরা বেতন পান। কিন্তু সেই বেতন মিলছে ১৮ দিন পর। সাব স্টাফরাও ফেব্রুয়ারি র বেতন পাননি। কর্মবিরতির সিদ্ধান্ত হয়েছে।” ইন্ডিয়ান টি প্ল্যানটেশন অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি শাখার উপদেষ্টা অমিতাংশু চক্রবর্তী বলেন, “মানাবাড়ি চা বাগানে পাতা তোলার কাজ থাকলেও শ্রমিকরা সেখানে যোগ না দিয়ে ১০০ দিনের কাজে চলে যাচ্ছেন। তাঁরা কাজে যোগ দিচ্ছেন না কেন তা খোঁজ নিয়ে দেখছি।” মালবাজারের মহকুমাশাসক দেবযানী ভট্টাচার্য বলেন, “শ্রম আধিকারিকের মাধ্যমে শ্রমিক এবং বাগান কর্তৃপক্ষের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। প্রয়োজনে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হবে।” মানাবাড়ি চা বাগানে এর আগেও একাধিক বার শ্রমিক-মালিক বিরোধ হয়েছে। গত বছর পুজোর বোনাস সমস্যা নিয়েও কর্মবিরতি হয়েছিল। শ্রমিকরা বিক্ষোভ দেখান।
|
বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরিতে পুর-উদ্যোগ |
বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির প্রকল্প গড়ার কাজ করতে আরও এক ধাপ এগোল শিলিগুড়ি পুর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ওই কাজের জন্য টেন্ডার (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) খোলা হয়। তাতে দেখা যায় দুটি বিদেশি সংস্থা ওই কাজ করতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছে। পুরসভা সূত্রেই জানা গিয়েছে, জার্মান এবং জাপান থেকে দুটি আলাদা সংস্থা টেন্ডারে আগ্রহ প্রকাশ করেছে। এ দিন পুরসভায় ওই দুই সংস্থার প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন। মেয়র গঙ্গোত্রী দত্ত, ডেপুটি মেয়র রঞ্জনশীল শর্মা, বিদ্যুৎ বিভাগের মেয়র পারিষদ অরিন্দম মিত্র-সহ পুরসভার বাস্তুকাররা তাদের সঙ্গে বৈঠক করেন। জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ এবং মেকানিক্যাল বিভাগের শিক্ষকেরা ছিলেন। মেয়র বলেন, “এ দিন টেন্ডার খোলা হয়েছে। ২ টি সংস্থা বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির কাজ করতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছে। কাদের দায়িত্ব দেওয়া হবে সেই সিদ্ধান্ত নিয়ে শীঘ্রই একটি কমিটি গড়া হবে। জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা তাতে থাকবেন।” শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ডের দূষণ রোধ করতে ওই প্রকল্প সহায়ক হবে বলে পুর কর্তৃপক্ষ আশাবাদী। পাশাপাশি প্রকল্প থেকে পুরসভার আয়ও হবে।
|
ত্রিপাক্ষিক বৈঠকে চা বাগান খোলার সিদ্ধান্ত হলেও শ্রমিক সংগঠনগুলির আপত্তিতে বৃহস্পতিবার খুলল না ডুয়ার্সের বাগান। অভিযোগ, ত্রিপাক্ষিক বৈঠকে ঠিক হয়েছিল বর্ধিত মজুরির বকেয়া অংশ ৩ কিস্তিতে দেওয়া হবে। গত অগস্টে যে ৬৭ শ্রমিককে স্থায়ী করার কথা হয়েছিল, পাশাপাশি জমি দিয়েছেন এমন ৪৪ জনকে স্থায়ী করার চুক্তিও হয়। বুধবার বাগানে যে চুক্তির কপি পৌঁছয় তাতে বলা হয়েছে, ৪৪ জনকে প্রয়োজনে কাজে নেওয়া হবে।
|
ক্লাস সিক্সের অসুস্থ ছাত্রীকে সাহায্য করলেন আলিপুর দুয়ার কলেজের এক শিক্ষক। বৃহস্পতিবার নিউটাউন গালর্স হাই স্কুলের ছাত্রী উমা সূত্রধরের পরিবারের হাতে পনের হাজার টাকা তুলে দেন শিক্ষক দিলীপ রায়। |