দামোদর নদ পেরিয়ে বৃহস্পতিবার ভোরে অন্ডালের শ্রীরামপুর গ্রামে ঢুকে পড়ে একটি দাঁতাল। একের পর এক বাড়িতে হামলা চালায়। বাবলু দাস, মৃত্যুঞ্জয় চক্রবর্তীর বাড়ির দরজা ভেঙে দেয়। ভেঙে-গুঁড়িয়ে দেয় কটা মুর্মুর বাড়ির দেওয়াল। তছনছ করে তপন মণ্ডলের সব্জি বাগানও। এর পর বাসিন্দাদের তাড়া খেয়ে হাতিটি সারাদিন গ্রামের বাংলাগোড়ায় জঙ্গলে আশ্রয় নেয়। বিকেলে সেটি দামোদর ও সিঙ্গারন নদীর সঙ্গমস্থলে পৌঁছায়। বন দফতরের আধিকারিকরা জানান, হাতিটিকে দামোদর পার করিয়ে দেওয়ার চেষ্টা চলছে। |
চোরা-কাদায় পড়ে কাজিরাঙায় দু’টি গন্ডারের মৃত্যু হয়েছে। পাশাপাশি, পাঁকের মধ্যে আটকে যাওয়া একটি হাতিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মেওমারি এলাকার বাসিন্দারা। বনবিভাগ সূত্রে খবর, গত দুই দিনে কাজিরাঙার বাগরি রেঞ্জে দুটি বয়স্ক গণ্ডার মারা গিয়েছে। প্রথম ঘটনাটি ঘটে দুসুতি বনশিবিরের কাছে। ডোলামারি বিলে ঘাস খেতে নেমে আটকে যায় গন্ডারটি। তার দেহ গত কাল উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে কানিবিলে। ঘাস খেতে নেমে চোরা-কাদায় ডুবে যায় অন্য একটি গন্ডার। তার দেহ উদ্ধারও করা যায়নি। এ দিকে, কার্বি আংলং-এর দিফুতে মেওমারি গ্রামের কাছে একটি হাতি জখম অবস্থায় পাঁকে পড়েছে। বনবিভাগের কর্মীরা প্রথম দফার চেষ্টায় তাকে তুলতে পারেনি। প্রাথমিক চিকিৎসার পরে উদ্ধার কাজ বন্ধ করে তারা চলে যাওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা ঘটনার প্রতিবাদ জানান। পরে গ্রামবাসীরাই হাতিটিকে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। |