পরীক্ষায় বসলেন বিচারাধীন
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
ধর্ষণের মতো অভিযোগের মামলায় অভিযুক্ত হয়েও হাল ছাড়েনি বিচারাধীন জেলবন্দি প্রসেনজিত হালদার। বুধবার বালুরঘাট জেলা সংশোধনাগার থেকেই তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছেন। গঙ্গারামপুরের বাসিন্দা প্রসেনজিত পরীক্ষা দিচ্ছে সেখানকার নিরঞ্জন স্মৃতি বিদ্যাপীঠ কেন্দ্র থেকে। অনিচ্ছাকৃত খুনের মামলায় পাঁচ বছর সাজাপ্রাপ্ত অপর বন্দি শ্যামল রায় ২০১১ সালে উচ্চ মাধ্যমিকে ইংরাজিতে ফেল করে। এ বারে জেলে বসেই তিনি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন। শ্যামলের পরীক্ষা কেন্দ্র দৌলতপুর হাই স্কুল। জেল সুপার মিঁয়ামোদো গুইন বলেন, “দু’জনের লেখাপড়ার সমস্ত ব্যবস্থা করা হয়েছে। রোজ জেল থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।” গত বছর ১৮ ফেব্রুয়ারি ধর্ষণের অভিযোগের গ্রেফতার হয়ে জেলে যেতে হয় প্রসেনজিৎকে। জীবনের একটি বছর সে নষ্ট করতে নারাজ। তপন থানার বাসিন্দা শ্যামল রায়ের ২০১১ সালে ২৫ নভেম্বর অনিচ্ছাকৃত একটি খুনের মামলায় ৫ বছর সাজা হয়। তিনিও হাল না ছেড়ে জেলে বসেই নিয়মিত পড়াশুনা শুরু করেন। |
মনের জোরে পরীক্ষা হলে
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে আর কয়েকটা সাধারণ ছাত্রছাত্রীর মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী তমশ্রী রায়। বুধবার ইসলামপুর স্টেট ফার্ম কলোনি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দেয় সে। ইসলামপুর নেতাজিপল্লির বাসিন্দা তমশ্রী থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তাঁর বাবা দেবাশিস রায় ইলেকট্রিক মিস্ত্রি। মা অণিমা দেবী লোকের বাড়ি রান্না করেন। অতি কষ্টে সংসার চলে তাঁদের। তমশ্রীর মা বলেন, “ছেলেও থ্যালাসেমিয়ায় আক্রান্ত। দু’জনেই পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক সে চেষ্টা করছি।” পরীক্ষায় বসতে পেরে খুশি তমশ্রী। একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাঁর পাশে দাঁড়িয়েছে। সংস্থার সম্পাদক সম্রাট বিশ্বাস বলেন “এত প্রতিবন্ধকতাকে কাটিয়েও ওই মেয়েটি যে এবার পরীক্ষা দিচ্ছে তা ভাবাই যায় না। এক সময় পরিবারটি মেয়ের ওষুধের টাকা জোগাতে ব্যর্থ ছিল। আমরা সব সময় তাঁদের পাশে থাকব।” |
কৃষক দিবস পালিত
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষক দিবস পালিত হল কোচবিহারে। বুধবার কোচবিহার বন দফতরের উদ্যোগে বন বিভাগের স্থানীয় নিলাম কক্ষে ওই উপলক্ষ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। বনমন্ত্রী হিতেন বর্মন, বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ, নিরঞ্জন দত্ত প্রমুখ ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। কোচবিহার জেলা কৃষি দফতরে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের সামনে সরকারী বিভিন্ন প্রকল্প বিশদে তুলে ধরেন দফতরের আধিকারিকরা। সন্ধ্যায় কোচবিহার রেল ঘুমটি থেকে নন্দীগ্রামের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে তৃণমূলের তরফে একটি মোমবাতি মিছিল বার হয়ে শহর পরিক্রমা করে। |
পুকুরের ধারে মাছের ভেড়ির মাচা থেকে এক কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ষোলবিঘা এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম সুজন কর্মকার। বাড়ি ওই এলাকাতেই। বাসিন্দারা এ দিন এলাকার একটি পুকুরের ধারের মাছের ভেড়ির মাচায় ওই কিশোরের মৃতদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই কিশোর বাবা স্বপনবাবুর সঙ্গে মাছের ব্যবসা এবং ধান কিনে চাল তৈরির ব্যবসায় যুক্ত ছিল। দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। তাই অবসাদে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশের সন্দেহ। |
পাঁচিল টপকে কোচবিহারের রাজবাড়িতে ঢুকে চুরির চেষ্টার অভিযোগে মঙ্গলবার এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সঞ্জয় দাস। তার বাড়ি তুফানগঞ্জে। ধৃতকে জেরা করে পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।” |