নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উড়ো ফোনে ইউনিয়ন ব্যাঙ্কের একটি শাখায় বোমাতঙ্ক ছড়িয়ে পড়ায় বিপর্যস্ত হল পরিষেবা। বুধবার বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি থানার এনটিঁএস মোড়ে। সিআইডি ও জিআরপির বম্ব স্কোয়াডের সদস্যরা প্রশিক্ষিত কুকুর নিয়ে প্রায় এক ঘন্টা ব্যাঙ্কে তল্লাশি চালান। ব্যাঙ্কের এটিএম কাউন্টারেও তল্লাশি চলে। সেখান থেকে কিছু অবশ্য পাওয়া যায়নি। দুপুর দেড়টা ফের ব্যাঙ্ক পরিষেবা চালু করা হয়। ঘটনাস্থলে যান শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি। তিনি বলেন, “ওই রাষ্ট্রায়াত্ব্য ব্যাঙ্কের সেবক রোডের রিজিওনাল অফিসে একটি ফোনে বোমার খবর দেওয়া হয়। কে ওই ফোন করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।” ব্যাঙ্কের এনটিএস মোড় শাখার ম্যানেজার দীনেশ শর্মা বলেন, “রিজিওনাল অফিস থেকে বোমার কথা জানানো হয় আমাকে। আমি পুলিশকে খবর দিই।” ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, এদিন পৌনে ১২টা নাগাদ ইউনিয়ন ব্যাঙ্কের রিজিওনাল অফিসের ল্যাণ্ড নম্বরে একটি ফোন যায়। এক কর্মী ফোন ধরলে উল্টোদিক থেকে তাঁকে জানানো হয়, ব্যাঙ্কের এনটিএস মোড় শাখায় বোমা রয়েছে। বিষয়টি তিনি ব্যাঙ্ক কর্তাদের জানান। খবর দেওয়া হয় এনটিএস মোড় শাখায়। খবর ছড়িয়ে পড়তেই ব্যাঙ্কের ভেতর থেকে কর্মী ও গ্রাহকরা বাইরে বেরিয়ে পড়েন। চারতলা ভবনের নিচতলায় ব্যাঙ্কের ঘর। উপরের ফ্ল্যাটে ১২টি পরিবার থাকেন। বহুতলের নিচে কয়েকটি দোকানও রয়েছে। সবাই বহুতল ছেড়ে বাইরে বেরিয়ে পড়েন। কয়েকজন বাসিন্দা বলেন, “সকলেই আতঙ্কের মধ্যে পড়ে যাই। ঘরে থাকার সাহস পাচ্ছিলাম না। তাই বাইরে বেরিয়ে পড়ি।” শিলিগুড়ি থানার আইসি পিনাকী মজুমদার ঘটনাস্থলে যান। পরে অতিরিক্ত পুলিশ সুপারও যান। জিআরপি ও সিআইডির বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া। সাড়ে ১২টা নাগাদ বোম্ব স্কোয়াডের সদস্যরা ব্যাঙ্কে গিয়ে তল্লাশি চালান। পরে ব্যাঙ্ক স্বাভাবিক হলেও গ্রাহকরা অনেকেই ফিরে যান। |