ছেলের খোঁজে মমতার দ্বারস্থ হতে চান বাবা |
ব্যবসার জন্য সিকিমের পেলিংয়ে গিয়েছিলেন গাড়ি নিয়ে। রাতে ফেরার পথে চালক এবং গাড়ি-সহ নিখোঁজ হন শিলিগুড়ির স্টেশন ফিডার রোডের বাসিন্দা অম্লান দে বিশ্বাস। ২০০৬ সালের ২০ মার্চ ঘটনার পর ৬ বছর পেরিয়ে গেলেও হদিস মেলেনি অম্লান এবং তাঁর গাড়ির। নিখোঁজ গাড়ির চালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল ঘটনার ১০ দিন পর কালিঝোড়ার কাছে নিউজিল্যান্ড পার্কের কাছ থেকে। প্রাথমিক তন্তের পর পুলিশ জানায় শ্বাসরোধ করে খুন করা হয়েছে গাড়ির চালককে। পুলিশ, প্রশাসনের কাছে দৌড়ঝাঁপ করেও ছেলের হদিস পাননি বাবা অসিতবরণ দে বিশ্বাস। পেশায় দমকলকর্মী অসিতবাবু সম্প্রতি অবসর নিয়েছেন। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ তোলেন, “পুলিশ প্রশাসনের তরফে সে সময় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। শিলিগুড়ির তৎকালীন বিধায়ক তথা সে সময় পুর মন্ত্রী অশোক ভট্টাচার্যের কাছেও সাহায্যের জন্য বারবার গিয়েছিলাম। কিন্তু পুলিশ তৎপর হয়নি। আমি দমকলে কর্মরত ছিলাম বলে তৎকালীন সরকারের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কিছু বলতে পারিনি। বর্তমানে ছেলের হদিস পেতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব।” শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি জানান, ঘটনার বিস্তারিত খোঁজ নিয়ে দেখবেন। নিখোঁজ ব্যাক্তির পরিবারের লোকেরা যোগাযোগ করলে তাঁদের সমস্ত রকম সাহায্য করা হবে। অম্লান নিখোঁজ হওয়ার পর ওই বছরই ১ এপ্রিল তাঁর মা জয়ন্তী দেবী ট্রেনের ধাক্কায় মারা যান। প্রাক্তন পুরমন্ত্রী অশোকবাবু বলেন, “ঘটনাটি দুর্ভাগ্যজনক। সিকিম পুলিশের সঙ্গে যোগাযোগ করেও এখানকার পুলিশ সে সময় অনুসন্ধান চালিয়েছিল। কিন্তু নিখোঁজের হদিস মেলেনি। নিখোঁজ যুবকের পরিবারের লোকদের ক্ষোভ থাকতেই পারে। তাঁদের কী বলেই বা সান্ত্বনা দেব?”
|
‘নন্দীগ্রাম দিবস’ পালন করল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। বুধবার সন্ধ্যায় শিলিগুড়ির হাসমিচকে নন্দীগ্রামের ঘটনায় মৃতদের স্মরণ করে মোমবাতি জ্বালানো হয়। এক মিনিট নীরবতা পালন করা হয়। শিলিগুড়ির তৃণমূল বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য বলেন, “২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে সিপিএম সরকার নির্বিচারে গণহত্যা করে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে যারা সামিল হয়েছিলেন তাঁরা খুন হয়েছেন। শহিদদের রক্ত ব্যর্থ হয় না। তাঁরা আজ নেই। কিন্তু তৃণমূলের সরকার তাঁদের পরিবারের পাশে রয়েছে। তাঁরা চিরদিন মানুষের মনে থাকবেন।” অনুষ্ঠানে দলের নেতা দীপক শীল, যুব তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি প্রবীর রায়, মদন ভট্টাচার্য, ধীমান বসু, মনোজ বর্মারা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় টিএমসিপির পক্ষ থেকেও হিলকার্ট রোডে মোমবাতি মিছিল হয়। নন্দীগ্রাম-কাণ্ডে অভিযুক্তদের শাস্তির দাবিতে এপিডিআর, সাংস্কৃতিক সংগঠন ‘সৃজনে’র পক্ষ থেকেও মিছিল হয়।
|
কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি অনুমোদিত পরিবহণ শ্রমিক সংগঠনের জলপাইগুড়ি জেলার দায়িত্বে আনা হল যুব নেতা শুভেন্দু বসুকে। পশ্চিবমঙ্গ পরিবহণ শ্রমিক ফেডারেশনের জলপাইগুড়ি জেলার আহ্বায়ক পদে শুভেন্দুবাবুকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ গ্রিন অ্যান্ড ফুড ওয়ার্কাস ফেডারেশনেরও জলপাইগুড়ি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে শুভেন্দুবাবুকে। রাজ্যে পুর কর্মীদের যে আইএনটিইউসির সংগঠন রয়েছে, সেই সংগঠনের রাজ্য সহ সভাপতি মনোনীত করা হয়েছে তাঁকে। জলপাইগুড়ি জেলার চারটি পুরসভার দায়িত্ব দেওয়া হয়েছে ওই যুব নেতাকে। আইএনটিইউসির কার্যকরী সভাপতি রমেন পান্ডে এই তিনটে পদে শুভেন্দু বাবুকে নিয়োগপত্র দিয়েছেন। এদিন শুভেন্দুবাবু বলেন, “দল যে দায়িত্ব দিয়েছে তা পালন করব। এই পদে দল যে আমায় যোগ্য বিবেচনা করেছে তার জন্য কৃতজ্ঞ।”
|
চোরাই গাড়ির কারবারে জড়িত সন্দেহে তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত সাড়ে ১২ টা নাগাদ মহম্মদবক্স বাইপাস এলাকা থেকে ওই তিন পাচারকারীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তাদের নাম আসিফ আলি, ফিরোজ আলি ও আবুল কালাম। ধৃতরা তিনজনই মণিপুরের বাসিন্দা। রাত সাড়ে ১২ টা নাগাদ মহম্মদবক্স বাইপাস এলাকা থেকে তাদের ধরা হয়। দুটি ছোট গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। বাগডোগরার সার্কেল ইন্সপেক্টর বিমল মণ্ডল জানান, ধৃতরা বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি। বুধবার তাদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।
|
বর্ষার আগে নকশালবাড়ির নিকাশি নালা সাফ করা, রাস্তা সংস্কার, আবর্জনা ফেলার ব্যবস্থার দাবিতে আন্দোলনে নামল তৃণমূল। বুধবার তৃণমূলের নকশালবাড়ি অঞ্চল কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক রাজু বিশ্বাস, ব্লক সম্পাদক অভয় বিশ্বাস, সীমা সাহার নেতৃত্বে বিডিওকে একটি স্মারকলিপি দেওয়া হয়।
|