তিনি নিজে চেয়েছিলেন অবসরের পর বিদায় নিতে। কিন্তু মুখ্যমন্ত্রীর প্রবল ইচ্ছায় শেষ পর্যন্ত তাঁকে থেকে যেতে হচ্ছে। বুধবার কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দফতর ফোনে মুখ্যমন্ত্রীর সচিবকে জানিয়েছেন, রাজ্যের প্রস্তাব মেনে মুখ্যসচিব সমর ঘোষের কার্যকালের মেয়াদ আরও ছ’মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৯৭৭ সালের আইএএস সমরবাবু অবসর নিচ্ছেন আগামী ৩১ মার্চ। রীতি অনুযায়ী অতিরিক্ত মুখ্যসচিব পদমর্যাদার অন্য অফিসারের তাঁর স্থলাভিষিক্ত হওয়ার কথা। কিন্তু কয়েক মাস সরকার পরিচালনার অভিজ্ঞতা থেকেই মুখ্যমন্ত্রী বুঝতে পারেন, ‘দক্ষ প্রশাসক’ সমরবাবুকে অবসরের পরেও কিছু দিন রেখে দিতে পারলে তাঁর রাজ্য পরিচালনায় সুবিধা হবে। সরকারি সূত্রের খবর, অবসরের পরেও থেকে যাওয়ার জন্য প্রথমে সরাসরি মুখ্যসচিবকেই অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সমরবাবু রাজি হননি। বরং অবসরের পর স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (স্যাট)-এর প্রশাসক হয়ে চলে যাবেন বলে মনস্থির করে ফেলেন। এই অবস্থায় তাঁকে মুখ্যসচিব পদে আরও ছ’মাস রেখে দেওয়ার জন্য আইনের দ্বারস্থ হন মুখ্যমন্ত্রী। নিয়ম হল, কোনও বিশেষ কারণ দেখিয়ে কেন্দ্রের অনুমোদন সাপেক্ষে মুখ্যসচিব পদমর্যাদার অফিসারের সর্বোচ্চ ছ’মাস পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করতে পারে রাজ্য সরকার। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিসার তা মেনে নিতে বাধ্য থাকবেন। কারণ, এটা সরকারি নির্দেশ হিসাবে গণ্য হবে। সমরবাবুকে স্ব-পদে রেখে দিতে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠি যায় কেন্দ্রেও। মেয়াদ বৃদ্ধির আবেদন অনুমোদন করার কথা এ দিন রাজ্যকে জানিয়ে দেয় দিল্লি। ফলে সেপ্টেম্বর পর্যন্ত মুখ্যসচিবই থাকবেন সমর ঘোষ। |