রাজ্যপালের ভাষণ দিয়ে আজ, বৃহস্পতিবার বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশন চলার কথা ২ এপ্রিল পর্যন্ত। আগামী ২৩ মার্চ ২০১২-’১৩ সালের রাজ্য বাজেট পেশ হওয়ার কথা। এই অধিবেশনে রাজ্যপালের ভাষণের শোকপ্রস্তাব অংশে সিপিএমের নিহত প্রাক্তন বিধায়ক প্রদীপ তা-র নাম রাখা, না-রাখা নিয়ে বিতর্ক হয়েছিল। প্রশাসনিক সূত্রের খবর, প্রথমে রাজ্যপালের ভাষণের ওই অংশে প্রদীপবাবুর নাম রাখা হয়নি। তাতে রাজ্যপাল এম কে নারায়ণন আপত্তি তোলেন এবং শোকপ্রস্তাবে তিনি প্রদীপবাবুর নাম অন্তর্ভুক্ত করতে বলেন। শেষ পর্যন্ত প্রদীপবাবুর নাম রাখা হয়েছে বলেই প্রশাসনিক সূত্রের খবর। এখন দেখার, আজ বিকেলে বিধানসভায় রাজ্যপালের ভাষণের পরে বিরোধীরা এ ব্যাপারে সরকার পক্ষকে কিছু বলেন কি না। অধিবেশন শুরুর আগের দিন বিকেলে রাজ্যে একের পর এক ধর্ষণ-শ্লীলতাহানির ঘটনা নিয়ে রাজ্যপালের কাছে ‘উদ্বেগ’ প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেসের মহিলা প্রতিনিধিদল। রাজ্যপালের সঙ্গে দেখা করে প্রতিনিধিদলের তরফে মায়া ঘোষ, কৃষ্ণা দেবনাথরা কাটোয়ায় ট্রেনে ধর্ষণ, বাঁকুড়ায় মূক-বধির এক তরুণী বা দিনমজুর এক মহিলাকে বন্দুকের নল ঠেকিয়ে ধর্ষণের মতো ঘটনার উল্লেখ করেন। মহিলাদের বিভিন্ন ভাবে ‘উত্যক্ত’ করার ব্যাপারে অনেক সময়ই পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করছে বলে রাজ্যপালকে জানিয়েছে মহিলা দলটি।
|
কলকাতায় দুগ্ধ উৎপাদকদের থাকার জন্য ‘কিষান দিবসে’ চালু হল ‘কিষান ভবন’। বুধবার ওই ভবনের উদ্বোধন করেন প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী নুরে আলম চৌধুরী। গ্রামগঞ্জের দুগ্ধ উৎপাদক এবং তাঁদের পরিবারের লোকজনের কল্যাণেই ওই দোতলা ভবন গড়ে তোলা হয়েছে। তাঁরা চিকিৎসা বা পড়াশোনার কারণে কলকাতায় এসে সেখানে থাকার সুযোগ পাবেন। একসঙ্গে সর্বাধিক ৪০ জন দুগ্ধ উৎপাদক থাকার সুযোগ পাবেন ওই বাড়িতে। ভবন নির্মাণে দু’কোটি ৯০ লক্ষ টাকা দিয়েছে রাজ্য সরকারি সংস্থা পশ্চিমবঙ্গ সমবায় দুগ্ধ উৎপাদক মহাসঙ্ঘ লিমিটেড। এখন ওই সংস্থার গ্রাম-ভিত্তিক সদস্য-সংখ্যা দু’লক্ষ ৬০ হাজার। তাঁরা মূলত মাদার ডেয়ারি, মেট্রো ডেয়ারি ও সেন্ট্রাল ডেয়ারিতে দুধ সরবরাহ করেন। ডেয়ারিগুলো সেই দুধ শোধন করে বিক্রি করে। দুগ্ধ বিভাগের কর্তারা জানান, বাজারে দুধের জোগান বাড়াতে প্রতি বছর গড়ে পাঁচ হাজার নতুন দুগ্ধ উৎপাদককে সরকারি সংস্থার সদস্য করা হবে। দুগ্ধ কমিশনার উদয় নন্দী বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তারিখটিকে ‘কিষান দিবস’ হিসেবে চিহ্নিত করেছেন। এই দিনে দুগ্ধ উৎপাদকদের কল্যাণে তৈরি ভবন চালু করতে পেরে ভাল লাগছে।”
|
রাজ্য সরকার ধর্মঘটের দিন অনুপস্থিত কর্মীদের এক দিনের বেতন কাটা ও চাকরিজীবনের মেয়াদ এক দিন কমিয়ে দেওয়ার সিদ্ধান্তে অনড়। তার বিরুদ্ধে আদালতে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিল রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। অনুপস্থিত কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে মঙ্গলবার থেকে ‘শো-কজ’-এর চিঠি পাঠাতে শুরু করেছে সরকার। চিঠি পাঠাচ্ছেন বিভাগীয় কর্তারা। কো-অর্ডিনেশন কমিটির দাবি, ওই দিন গরহাজির কর্মীরা শো-কজের উত্তরে জানাচ্ছেন, তাঁরা ধর্মঘট সমর্থন করেই কাজে আসেননি। সংগঠনের সাধারণ সম্পাদক অনন্ত বন্দ্যোপাধ্যায় জানান, ধর্মঘট সমর্থন করে কেউ অনুপস্থিত থাকলে কর্মীদের ‘সার্ভিস রুল’ অনুযায়ী সরকার কোনও ব্যবস্থা নিতে পারে না। কিন্তু শো-কজের জবাব পাওয়ার পরে কোনও ব্যবস্থা নিলে সরকারের বিরুদ্ধে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল অথবা আদালতে যাওয়া হবে। এই ব্যাপারে সংগঠনের সদস্যদের কাছে সার্কুলার পাঠিয়ে সব তথ্য পাঠাতে বলা হয়েছে। সার্কুলারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যে-সব বিভাগীয় অফিসার শো-কজ কিংবা শাস্তিমূলক ব্যবস্থার চিঠি পাঠাচ্ছেন, তাঁরা আইনি জটিলতায় জড়িয়ে যেতে পারেন।
|
আশুতোষ ও বারাসত সরকারি কলেজে ছাত্র সংসদের নির্বাচন নিয়ে দায়ের করা মামলার শুনানি হবে আগামী মঙ্গলবার, ২০ মার্চ। কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল, লিংডো কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকার ছাত্র সংসদের নির্বাচনের বিধি তৈরি না-করা পর্যন্ত ওই ভোট হবে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের তত্ত্বাবধানে। এই রায় বেরোনোর পরে আশুতোষ ও বারাসত কলেজে ছাত্রভোট হয়েছে। এর প্রতিবাদে কিছু ছাত্র হাইকোর্টে মামলা করেন। এ দিন হাইকোর্ট সূত্রের খবর, মঙ্গলবার এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে। |