রাজ্যকে আশ্বাস
জমি-জট কাটল, সড়ক সংস্কার শীঘ্রই
রাজ্যে বিভিন্ন জাতীয় সড়ক সংস্কার ও সম্প্রসারণ শীঘ্রই শুরু হবে বলে বুধবার খাস মহাকরণে এসে আশ্বাস দিয়ে গেলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রতিনিধি। ওই কেন্দ্রীয় সংস্থার সদস্য (টেকনিক্যাল) ভি এল পটাঙ্কর এ দিন রাজ্যের মুখ্যসচিব সমর ঘোষের সঙ্গে বৈঠকে বসেন। তিনি জানান, আমডাঙার জমি-জট কেটে যাওয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়ে যাবে শীঘ্রই। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে উত্তর ২৪ পরগনায় ওই সড়কের দুর্দশা দেখে ক্ষুব্ধ হন। পটাঙ্কর মুখ্যসচিবকে আশ্বাস দেন, ওই সড়ক দ্রুত মেরামত করা হবে।
কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধি জানান, দমদম থেকে ডালখোলা ৪৫২ কিলোমিটার জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ অনতিবিলম্বে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারানো হবে বিমানবন্দর থেকে বারাসত ১৭ কিলোমিটার রাস্তাও।
ডেবরা এবং ধুলাগড়ে টোল সংগ্রহ আটকে থাকায় প্রতিদিনই জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রচুর লোকসান হচ্ছে বলে মুখ্যসচিবকে জানান পটাঙ্কর। তিনি আর্জি জানিয়েছেন, ওই দু’টি জায়গায় টোল প্লাজার অচলাবস্থা অবিলম্বে দূর করার জন্য রাজ্য সরকার শীঘ্রই সক্রিয় হোক। পূর্তসচিব অজিতরঞ্জন বর্ধন পরে বলেছেন, মুখ্যসচিব টোল প্লাজার সমস্যা দ্রুত মেটাতে আশ্বাস দিয়েছেন। জেলা প্রশাসনকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
পটাঙ্কর এ দিনের বৈঠকে জানান, উত্তরবঙ্গে পাঁচটি বাইপাস তৈরির জন্য দ্রুত সমীক্ষা শুরু হবে। ওই পাঁচটি বাইপাস হবে ডালখোলা, টুঙ্গিদিঘি, করণদিঘি, ইসলামপুর ও মালদহে। শিলিগুড়ির ঘোষপুকুর থেকে অসম সীমানার ফলসাবাড়ি পর্যন্ত ৩১ডি জাতীয় সড়কের প্রায় ২০০ কিলোমিটার অংশে সম্প্রসারণের কাজেও দ্রুত হাত দেওয়া হবে। কোলাঘাট থেকে হলদিয়া পর্যন্ত ৪১ নম্বর জাতীয় সড়ক মেরামতির কাজ শেষ হয়ে এসেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.