|
|
|
|
|
ভাড়া বৃদ্ধি নিয়ে সুর বদল সুলতানের
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
|
রেল বাজেট পেশ হওয়ার পরই ভাড়া বৃদ্ধির প্রস্তাবকে সমর্থন করেছিলেন তৃণমূলের সাংসদ তথা কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী সুলতান আহমেদ। বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামত জানার আগেই তিনি বলে দেন, রেলের আর্থিক হাল খুবই খারাপ। তাকে বাঁচাতে ‘সামান্য’ ভাড়া বাড়ানো যেতেই পারে।
গোটা দিনের রাজনৈতিক টানাপোড়েনের পর অবশ্য মত পাল্টে ফেলেছেন তিনি! রাতে যথেষ্ট সতর্ক ভাবে সুলতান বলেন, “সকালে যা বলেছিলাম তা আমার ব্যক্তিগত মত। তখনও জানতাম না যে দীনেশ দলকে না জানিয়েই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ফলে এ ব্যাপারে তৃণমূল নেত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন আমি তার পক্ষেই রয়েছি।” ‘দলীয় সিদ্ধান্তের পক্ষে’ থাকলেও রেলের বেহাল আর্থিক স্বাস্থ্য নিয়ে অবশ্য জোরালো সওয়াল করেছেন সুলতান। তবে ভাড়া বাড়ানো নয়, তাঁর দাবি, কেন্দ্রীয় সরকারই রেলের পাশে বেশি করে দাঁড়াক। সুলতানের কথায়, “যদি বিমানক্ষেত্রে সরকার আর্থিক ছাড় দিতে পারে তা হলে রেলের ক্ষেত্রে নয় কেন? রেল ভারতের লাইফ-লাইন।” প্রতি দিন ২ কোটি মানুষ রেলে চড়েন। নিরাপত্তা ব্যবস্থা থেকে পরিকাঠামো সব ক্ষেত্রেই রেল ধুঁকছে টাকার অভাবে। মন্ত্রকের পক্ষ থেকে দীর্ঘ দিন ধরেই কেন্দ্রের কাছে অর্থ সাহায্য চাওয়া হচ্ছে। এ বারের বাজেটেও যে কেন্দ্রীয় অর্থ সাহায্য এসেছে তা প্রয়োজনের তুলনায় কম বলে সুলতানের বক্তব্য, “রেলের রাহুমুক্তির জন্য সরকার আপৎকালীন ব্যবস্থা নিক।” |
|
|
|
|
|