|
|
|
|
আশা কেন্দ্রীয় বাজেট নিয়েও |
|
মাসুল না-বাড়ায় খুশি শেয়ার বাজার
প্রজ্ঞানন্দ চৌধুরী • কলকাতা |
|
রেলে পণ্য মাসুল না-বাড়ায় খুশি শেয়ার বাজার। যদিও এতে বড় মাপের কোনও প্রভাব পড়েনি বাজারে। বিশেষজ্ঞদের মতে, পণ্য মাসুল বাড়লে যে বিরূপ প্রভাব শেয়ার বাজারে পড়ত, রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর তা এড়াতে পারাটাই এই খুশির কারণ। বুধবার সেনসেক্স বেড়েছে ১০৫.৬৮ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে সূচক থামে ১৭,৯১৯.৩০ অঙ্কে। যা গত তিন সপ্তাহে সর্বোচ্চ।
লগ্নিকারীদের মধ্যে অনেকেরই আশঙ্কা ছিল, সাধারণ মানুষকে খুশি করতে বাস্তবকে অস্বীকার করে গত ১০ বছরের মতো এ বারও রেলমন্ত্রী যাত্রী ভাড়া বাড়ানোর পথে হাঁটবেন না। সে ক্ষেত্রে পণ্য মাসুল বাড়ানো হতে পারে বলে আশঙ্কা ছিল। কিন্তু রেলমন্ত্রী আয় বাড়ানোর জন্য পণ্য মাসুল বাড়ানোর পরিবর্তে যাত্রী ভাড়া বাড়ানোয় খুশি শেয়ার বাজার মহল। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর এস কে কৌশিক বলেন, “পণ্য মাসুল বাড়লে সার্বিক ভাবে শিল্প সংস্থাগুলির সমস্যা বাড়ত। স্বাভাবিক ভাবেই তার বিরূপ প্রভাব পড়ত শেয়ার বাজারের উপর। সেটা না-হওয়ায় আমরা খুশি।”
তবে রেল বাজেটের থেকে মূল্যবৃদ্ধির হারই শেয়ার বাজারকে বেশি চিন্তিত করে তুলেছে। গত জানুয়ারিতে মূল্যবৃদ্ধির হার ছিল ৬.৫৫ শতাংশ। ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ৬.৯৫ শতাংশ। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক পর পর দু’দফায় বাজারে নগদ টাকার জোগান বাড়ানোর উদ্দেশ্যে ব্যাঙ্কের নগদ জমার অনুপাত কমিয়েছে। প্রথম দফায় কমিয়েছিল গত জানুয়ারি মাসেই, দ্বিতীয় দফায় ৯ মার্চ। কিন্তু তা সত্ত্বেও মূল্যবৃদ্ধি ঊর্ধ্বমুখী হওয়ায় শেয়ার বাজার মহল কিছুটা উদ্বিগ্ন।
আজ বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতির পর্যালোচনা ও তার পরদিন শুক্রবার কেন্দ্রীয় বাজেট। দু’টি দিনের দিকেই অধীর আগ্রহে তাকিয়ে শেয়ার বাজার মহল। শীর্ষ ব্যাঙ্ক সুদ কমানোর রাস্তায় হাঁটে কি না, তা নিয়েই এখন তাদের কৌতূহল বাড়ছে।
কেন্দ্রীয় বাজেট নিয়েও এ বার শেয়ার বাজার বেশ আশাবাদী। তাদের ধারণা, বাজেটে অর্থমন্ত্রী দেশের আর্থিক ব্যবস্থাকে চাঙ্গা করতে কিছু চমক দিতে পারেন। যা শেয়ার বাজারে বাড়তি উৎসাহ জোগাবে। সংশ্লিষ্ট মহলের অনেকেরই ধারণা, বাজেটে যদি শেয়ার বাজারের স্বার্থের প্রতিকূল কোনও প্রস্তাব না-থাকে, তা হলেই সেনসেক্স দ্রুত উঠতে থাকবে। তবে যে-বিষয়টি বাজারকে বেশি উৎসাহিত করছে তা হল, ভারতের শেয়ার বাজারের প্রতি বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির আস্থা বৃদ্ধি। ওই সব সংস্থা ভারতে তাদের লগ্নি বাড়িয়েছে বলে শেয়ার বাজার সূত্রে জানা গিয়েছে। গত তিন দিন ধরে সংস্থাগুলি ভারতের বাজারে টানা লগ্নি করে চলেছে। গত মঙ্গলবারই তারা শেয়ার কিনেছে ৮৭২.৬৯ কোটি টাকার। |
|
|
|
|
|