এক তরুণীকে অপহরণের অভিযোগে পড়শি এক যুবককে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার করা হয়েছে ‘অপহৃত’ ওই তরুণীকে। বাঁকুড়ার রাইপুর থানার ঢেকো গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে ধৃত যুবক বছর চব্বিশের প্রবীর কুণ্ডুর বাড়ি ঢেকো গ্রামেই। পিয়ালী ঘোষ নামে উদ্ধার হওয়া তরুণীর বাড়িও ওই গ্রামেই। বুধবার সকালে রাইপুরের জানডাঙা মোড়ে মেদিনীপুরগামী একটি বেসরকারি বাস থেকে প্রবীর ও পিয়ালীকে ধরে পুলিশ। পুলিশ জানিয়েছে, এ দিন দু’জনকে খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক প্রবীরকে জামিন দেন এবং ওই তরুণীকে হোমে রাখার নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১ মার্চ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় স্থানীয় ঢেকো হাইস্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী পিয়ালী। পর দিন রাইপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন পিয়ালীর বাবা শান্তনু ঘোষ। সোমবার শান্তনুবাবু পুলিশের কাছে ঢেকো গ্রামের বাসিন্দা প্রবীর কুণ্ডু, তার বাবা, মা ও ভাইয়ের নামে মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করেন। জেলা পুলিশের এক কর্তা বলেন, “অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে প্রবীরকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’’ যদিও ধৃতের বাবা তরুণবাবু এই ঘটনায় নিজেদের জড়িত নয় বলে দাবি করে বলেন, “শান্তনু ঘোষ আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে বদনাম করার চেষ্টা করছেন।”
|
এক কিশোরীকে মারধর করার অভিযোগ উঠল পাত্রসায়রের এক ব্যবসায়ী ও তাঁর দাদার বিরুদ্ধে। শঙ্করী গরাই নামের এক বৃদ্ধা তাঁর ভাইঝিকে মারধর করার জন্য সম্পর্কিত দুই নাতির (ওই ব্যবসায়ী ও তাঁর ভাই) বিরুদ্ধে মঙ্গলবার থানায় অভিযোগ করেন। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে পাত্রসায়রের ব্লক তৃণমূলের সহ-সভাপতি নব পালের ‘প্ররোচনায়’ তাঁর সঙ্গীরা স্থানীয় বামিরা গ্রামের ব্যবসায়ী গুরুসাধন গরাইয়ের স্ত্রী, বৌদি ও বাবাকে মারধর করে বলে সোমবার থানায় অভিযোগ হয়েছিল। ওই ঘটনায় নববাবু-সহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। নববাবুর খুড়তুতো ভাই বাপি পাল পাল্টা মারের অভিযোগ দায়ের করেন। শঙ্করীদেবীর অভিযোগ, “এ দিন সকালে ভাইঝি সুজাতা গরাই গোয়ালঘর থেকে গরু বের করতে গেলে গুরুসাধন ও তার দাদা গয়াসাধন তাকে মারধর করে। সম্পত্তির লোভেই ওরা এ সব করছে।” গুরুসাধনবাবুর দাবি, “ঠাকুরদার দ্বিতীয় পক্ষের স্ত্রী গ্রামের কিছু লোকের প্ররোচনায় আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।” পুলিশ জানিয়েছে, অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে।
|
এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম বাপি সিং (৩৫)। বাড়ি পুঞ্চা থানার ধাদকি গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে তাঁর খোঁজ মিলছিল না। দুপুরে দেখা যায় একটি গাছের ডাল থেকে গলায় দড়ির ফাঁস দেওয়া বাপির দেহ ঝুলছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
|
বুধবার পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লক কৃষি অফিসে ‘কৃষক দিবস’ পালন হল। মানবাজার ব্লক কৃষি দফতরের অফিস থেকে কৃষকদের মিছিল বের হয়ে ব্লক কৃষি খামারে গিয়ে শেষ হয়। মানবাজারের ব্লক কৃষি আধিকারিক শান্তিগোপাল কর্মকার বলেন, “উপস্থিত চাষিদের বিনামূল্যে ওষুধ ও কীটনাশক দেওয়া হয়েছে। শস্যবীমা, কিষান ক্রেডিট কার্ড সম্পর্কে আলোচনা ও আধুনিক কৃষি পদ্ধতি নিয়ে পরামর্শ দেওয়া হয়। এ দিন পাত্রসায়র ব্লকে স্থানীয় কয়েক জন কৃষকের হাতে কিষান ক্রেডিট কার্ড তুলে দেন মহকুমাশাসক (বিষ্ণুপুর) অদীপ রায়। অনুষ্ঠানে ছিলেন ব্লক কৃষি আধিকারিক বাবলু সাঁতরা-সহ অনেকে। |