বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া নির্বিঘ্নে শুরু উচ্চমাধ্যমিক
কোড নম্বর ভুল থাকায় পরীক্ষা দিতে এসে সমস্যায় পড়তে হল দুই পরীক্ষার্থীকে। মেদিনীপুরের রাঙামাটি কিরণময়ী হাইস্কুলের ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষাকেন্দ্র রয়েছে দু’টি। মেদিনীপুর টাউন স্কুল (বালক) ও অলিগঞ্জ গার্লস হাইস্কুল। ছাত্ররা টাউন স্কুলে পরীক্ষা দিচ্ছেন। আর ছাত্রীরা অলিগঞ্জে। কালীপদ মাইতি নামে এক ছাত্র বুধবার পরীক্ষা দিতে এসে দেখেন তাঁর রোল নম্বর টাউনের তালিকায় নেই। টাউন স্কুল কর্তৃপক্ষ জানান, কোড নম্বর অনুযায়ী অলিগঞ্জ গার্লসেই তাঁর পরীক্ষা দেওয়ার কথা!
একই ভাবে সঙ্গীতা বেরা নামে এক ছাত্রী অলিগঞ্জে এসে দেখেন, তাঁর রোল নম্বর সেখানে নেই। স্কুল কর্তৃপক্ষ জানান, কোড নম্বর অনুযায়ী টাউন স্কুলে তাঁর পরীক্ষা দেওয়ার কথা! সেই মতো এই ছাত্রী টাউন স্কুলেও যান। দুই ছাত্রছাত্রীই পরীক্ষার আগেই এই গোলমালে ঘাবড়ে যান। টাউন স্কুলের প্রধান শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তীই তাঁদের সমস্যা সমাধানে বিশেষ ভাবে উদ্যোগী হন। কথা বলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের মেদিনীপুর আঞ্চলিক কেন্দ্রের কর্তৃপক্ষের সঙ্গে। কর্তৃপক্ষের পরামর্শ মতো দু’জনেই শেষ পর্যন্ত টাউন স্কুলে পরীক্ষা দেন।
কেন এই সমস্যা? উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের মেদিনীপুর আঞ্চলিক কেন্দ্রের অধিকর্তা সৌভিক ঘোড়ই বলেন, “কোড নম্বর ভুল থাকলে তা সংশোধন করিয়ে নেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে বলা হয়েছিল। কিন্তু এ ক্ষেত্রে তা করা হয়নি।” অন্য দিকে, পরীক্ষা চলাকালীনই এক ছাত্র অসুস্থ হয়ে পড়েন কেশপুরে। প্রথমে তাঁকে কেশপুর হাসপাতাল, পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জয়ন্ত পাখিরা নামে ওই ছাত্রের পরীক্ষাকেন্দ্র ছিল কেশপুরের বিলাসবাড় আঙুয়া হাইস্কুল। ঘণ্টা দেড়েক পরীক্ষা দেওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। পূর্ব মেদিনীপুরের এগরার ঝাঁটুলাল স্কুলে পরীক্ষাকেন্দ্র ছিল ছত্রি বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্র মোহনলাল গিরি-র। পরীক্ষা শুরুর পরেই অসুস্থ হয়ে পড়ায় তাঁকে মহকুমা হাসপাতালে ভর্তি করাতে হয়।
বুধবার থেকেই শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। দুই মেদিনীপুরে নির্বিঘ্নেই পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পশ্চিম মেদিনীপুরে এ বার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৫ হাজার ৮৮১। তাঁদের মধ্যে ২৫ হাজার ৬৪২ জন ছাত্র, ২০ হাজার ২৩৯ জন ছাত্রী। পূর্ব মেদিনীপুরে পরীক্ষার্থীর সংখ্যা ৩৫ হাজার ৪৭০। তাঁদের মধ্যে ১৮ হাজার ৫৫৪ জন ছাত্র, ১৬ হাজার ৯১৬ জন ছাত্রী।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.