আইএফএ শিল্ডের দ্বিতীয় সেমিফাইনালে বোতাফোগোকে ১-০ গোলে হারাল প্রয়াগ ইউনাইটেড। শুক্রবার শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে তারা।
বুধবার যুবভারতীতে অতিরিক্ত সময়ের খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে প্রয়াগের একমাত্র গোলটি করেন কেইন ভিনসেন্ট। অতিরিক্ত সময়ে মাঠে নামেন তিনি। যদিও ফাইনালে প্রথম থেকে তাঁর খেলা অনিশ্চিত। লালকমল ভৌমিকও শুরু থেকে খেলতে পারবেন না। ‘নেই’-এর তালিকায় নাম লিখিয়েছেন জোসিমারও। সব মিলিয়ে সেমিফাইনালের ব্রাজিলিয়ান গাঁট টপকে গেলেও চিন্তার কালো মেঘ কিন্তু সরছে না প্রয়াগ কোচ সঞ্জয় সেনের মাথা থেকে। |
এ দিন ম্যাচে পরে সঞ্জয় বললেন, “বোতাফোগো ম্যাচটা যে করেই হোক টাই ব্রেকারে নিয়ে যেতে চেয়েছিলাম। ভাল লাগছে ম্যাচটা আগেই জিতে গেলাম।”
ভিনসেন্টের গোলে প্রয়াগ জিতলেও, গোলকিপার অভিজিৎ মণ্ডলের অবদানও অনস্বীকার্য। একের বিরুদ্ধে এক লড়াইয়ে তিন-চারটে নিশ্চিত গোল বাঁচালেন তিনি। চোখ টানলেন ইউসুফ ইয়াকুবুও। বুড়ো হাড়ে এখনও যে মরচে পড়েনি, সেটা আবারও প্রমাণ করে দেখালেন এই ঘানাইয়ান স্ট্রাইকার। এই বয়সেও বোতাফোগোর তরুণ ফুটবলারদের কালঘাম ছুটিয়ে দিলেন। এমনকী ইয়াকুবুর বাড়ানো থ্রু থেকেই এল ভিনসেন্টের একমাত্র গোল। বোতাফোগো কোচ আরান্তাস অবশ্য বিরক্ত দলের পারফরম্যান্সে। বলছিলেন, “এত গোল মিস হলে জেতা যায় নাকি?” |