|
|
|
|
পরীক্ষাকেন্দ্রে গণ্ডগোল |
দুবরাজপুরে অভিযুক্ত পড়ুয়া |
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে বিশৃঙ্খলা ঘটানোর অভিযোগ উঠল একদল ছাত্রের বিরুদ্ধে। বুধবার দুবরাজপুরের হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ে ওই ছাত্রেরা ফ্যানের ব্লেড বাঁকিয়ে দেওয়ার পাশাপাশি বেঞ্চ ভাঙচুর ও পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকদের হুমকি দেয় বলে অভিযোগ। দুবরাজপুরেরই আরবিএসডি হাইস্কুল এবং সারদা বিদ্যাপীঠমূলত এই দু’টি স্কুলের কিছু পরীক্ষার্থীকেই এই ঘটনার জন্য দায়ী করেছেন হেতমপুরের ওই স্কুল কর্তৃপক্ষ।
হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অচিন্ত্য বন্দ্যোপাধ্যায়ের দাবি, ওই দু’টি স্কুলের পরীক্ষার্থীরা অত্যন্ত দুর্বিনীত আচরণ করেছে। যথেচ্ছ নকল করলেও তাদের বাধা দেওয়া যায়নি। কিছু বলতে গেলেই পরীক্ষার্থীরা শিক্ষকদের হুমকি দিয়েছে। ঘটনার কথা ‘সেন্টার ইনচার্জ’কে মৌখিক ভাবে বলা হয়েছে। তিনি বিষয়টি দেখেছেন। অচিন্ত্যবাবু বলেন, “লিখিতভাবে বিষয়টি জেলা স্কুল পরিদর্শককেও (মাধ্যমিক) জানানো হবে।” তবে কোনও পরীক্ষার্থীর নামে নির্দিষ্টভাবে অভিযোগ করা হয়নি। ‘সেন্টার ইনচার্জ’ নীরেন্দ্রমোহন গুপ্ত বক্সী বলেন, “ফ্যানের ব্লেড বাঁকিয়ে দেওয়ার ঘটনা সত্যি। কিন্তু কে বা কারা করেছে সেটা স্পষ্ট নয়।”
শিক্ষকদের হুমকি দেওয়ার প্রসঙ্গে তাঁর বক্তব্য, “ওই দু’টি স্কুলের ছাত্রদের বোঝানো হয়েছে, তারা যেন শুক্রবার অর্থাৎ ইংরেজি পরীক্ষার দিন কোনও অশোভন আচরণ না করে। পাশাপশি সংশিষ্ট দুই স্কুলের প্রধান শিক্ষকদের বলা হয়েছে তাঁরা যেন দু-তিন জন শিক্ষককে পরীক্ষার আগে পাঠিয়ে ছাত্রদের বোঝানোর ব্যবস্থা করেন।” সেন্টার ইনচার্জের আরও দাবি, শুক্রবার থেকে হেতমপুরের স্কুলে যাতে অতিরিক্ত পুলিশকর্মী থাকেন, সে বিষয়ে প্রশাসনকে অনুরোধ করা হবে।
আরবিএসডি হাইস্কুলের প্রধানশিক্ষক তথা সেন্টার সেক্রেটারি মধুসূদন মণ্ডল বলেন, “কোনও লিখিত অভিযোগ হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ের তরফে পাইনি। মৌখিক ভাবে শুনেছি। পরীক্ষাকেন্দ্রে ছাত্রেরা যাতে কোনও অশোভন আচরণ না করে, সেটা দেখা হবে।” |
|
|
|
|
|