কেতুগ্রাম-ধর্ষণে টিআই প্যারেড |
কেতুগ্রামে ট্রেনে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নুর মহম্মদ শেখ ও সেন্টু শেখকে টি আই প্যারেডে হাজির করাল রেলপুলিশ। বুধবার কাটোয়া আদালতের বিচারক উদয় রানার উপস্থিতিতে উপ-সংশোধনাগারে এই টি আই প্যারেড হয়। ধর্ষণের অভিযোগকারিণী-সহ ৯ জন যাত্রী উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাকাতির ঘটনায় ওই দুই অভিযুক্ত জড়িত কি না জানার জন্যই টি আই প্যারেড করানো হয়েছে। কিন্তু কোনও যাত্রী তাঁদের চিহ্নিত করতে পারেননি। অন্য দিকে, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বীরভূমের লাভপুর থানার চৌহাট্টা গ্রামের ফরিদ শেখ এবং নয়ন শেখের নাম ডাকাতির মামলায় যুক্ত করার জন্য বুধবার নির্দেশ দিল আদালত। পাশাপাশি, পুলিশ ওই দু’জনকে সাত দিন নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করেছিল। আদালত দু’দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
|
কালনা মহকুমার পাঁচটি ব্লকে পালিত হল কৃষক দিবস। প্রতিটি ব্লকেই ছিল আলোচনা সভা। কালনা ১ পঞ্চায়েত সমিতির প্রেক্ষাগৃহে এই সভায় বিকল্প চাষ-সহ কৃষির অগ্রগতি নিয়ে নানা আলোচনা হয়। হাজির ছিলেন মহকুমা কৃষি আধিকারিক স্বপনকুমার মারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিরা। কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তি চাল বলেন, “বিকল্প চাষের প্রসার ঘটলেই চাষাবাদে আনিশ্চয়তা দূর হবে।” কালনা ২ ব্লকে এই অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি দু’টি সমবায় সমিতির হাতে তুলে দেওয়া হয় পাটের বীজ বপন যন্ত্র। কয়েক জন চাষির হাতে তুলে দেওয়া হয় কিসান ক্রেডিট কার্ড। অনুষ্ঠানে ছিলেন বিডিও সুদীপ পাল-সহ বেশ কিছু আধিকারিক। পূবর্স্থলী ২ ব্লকে কৃষক দিবস অনুষ্ঠানে ২৫ জনের হাতে পাট্টা তুলে দেওয়া হয়। ছিলেন মহকুমাশাসক সুমিতা বাগচি, বিধায়ক তপন চট্টোপাধ্যায় প্রমুখ।
|
থালা-গ্লাস নিয়ে মিছিল বিজেপি-র |
সরকারি চাকরিতে অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগ বন্ধের দাবিতে মিছিল করল বিজেপি। বুধবার থালা-গ্লাস নিয়ে বর্ধমান শহর পরিক্রমা করে মিছিলটি আদালত চত্বরে শেষ হয়। পরে অতিরিক্ত জেলাশাসক শরদ দ্বিবেদীর কাছে স্মারকলিপি জমা দেয় তারা। এ দিন জেলা বিজেপি-র সভাপতি দেবীপ্রসাদ মল্লিক ও সাধারণ সম্পাদক প্রবাল রায় বলেন, “রাজ্য সরকার এক দিকে বলছে তারা দেউলিয়া। অন্য দিকে, সরকারি পদে অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিয়োগ করে চলেছেন। রাজ্যে বেকারের সংখ্যা দিনে দিনে বাড়ছে।” অবিলম্বে বেকার যুবক-যুবতীদের চাকরিতে নিয়োগ না করা হলে আন্দোলনে নামবেন বলে জানান তাঁরা। |