বাংলাদেশে পাচার করার সময়ে দু’হাজার শিশি ফেনসিডিল বোঝাই একটি গাড়ি আটক করল পুলিশ। এই ঘটনায় সায়েম শেখ ও বাহাদুর শেখ নামে রানিনগরের দুই যুবককেও পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে দৌলতাবাদের বালিরঘাটের কাছে বহরমপুর-জলঙ্গি রাজ্য সড়ক থেকে ফেনসিডিল বোঝাই গাড়ি-সহ ওই দু’ জনকে পুলিশ গ্রেফতার করে। মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “এ দেশে ফেনসিডিল নিষিদ্ধ হলেও উত্তর প্রদেশের কারখানায় এখনও তা তৈরি করা হয়। তার পর সেখান থেকে কলকাতা ও আসানসোল-সহ কয়েকটি এলাকা দিয়ে ওই কাশির সিরাপ মুর্শিদাবাদে পাচার করা হয়। তার পর সেই সিরাপ জলঙ্গি-সহ বিভন্নি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করা হয়। সস্তার মাদক দ্রব্য হিসাবে বাংলাদেশে ফেনসিডিলের খুব চাহিদা রয়েছে।”
|
ইনসুলিন বিক্রি নিয়ে নিজেদের মধ্যেকার চুক্তি ভেঙে দিল ফাইজার ও বায়োকন। এত দিন ভারত ও বিদেশের বাজারে ডায়াবেটিসের ওষুধ বায়োকনের তৈরি ইনসুলিন বিক্রি করত মার্কিন ওষুধ সংস্থা ফাইজার। ব্যক্তিগত স্বার্থের কারণ দর্শিয়েই দু’পক্ষ সম্পর্ক ভাঙার কথা জানিয়েছে। |