শিক্ষকদের ভলিবল
নিজস্ব সংবদদাতা • পাথরপ্রতিমা |
দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকে আন্তঃ বিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা হয়ে গেল শুক্রবার। শুধুমাত্র শিক্ষকদের নিয়ে দিনরাতের ওই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল ব্লকের সাতটি বিদ্যালয়। বিদ্যালয়গুলি হস গদামথুরা হরিপ্রিয়া হাইস্কুল, পাথরপ্রতিমা আনন্দলাল আদর্শ বিদ্যালয়, দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর যুধিষ্ঠির বিদ্যাপীঠ, দুর্বাচটি মিলন বিদ্যাপীঠ, দক্ষিণ কাশিয়াবাদ শিক্ষানিকেতন, পূর্ণচন্দ্রপুর চাঁদমুনি শিক্ষাভবন ও বরদাপুর আদর্শ মিলন বিদ্যাপীঠ। বরদাপুর আদর্শ মিলন বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষিকাদের পরিচালনায় বিদ্যালয়ের মাঠে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। |
ফাইনালে ওঠে দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর যুধিষ্ঠির বিদ্যাপীঠ ও বরদাপুর আদর্শ মিলন বিদ্যাপীঠ। জয়ী হয় বরদাপুর। সেরা খেলোয়াড় নির্বাচিত হন দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুরের প্রকাশ পণ্ডা। খেলার শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষকদের ভলিবল খেলাকে ঘিরে ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষের ছিল প্রবল উৎসাহ। আয়োজক বিদ্যালয়ের তরফে প্রধান শিক্ষক সুব্রত নায়েক বলেন, “ভলিবল খেলার প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।”
|
চ্যাম্পিয়ন পাতিবুনিয়া উপেন্দ্র বিদ্যাপীঠ
নিজস্ব সংবাদদাতা • নামখানা |
দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকে দু’দিন ধরে হয়ে গেল আন্তঃ বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। নামখানা থানার উদ্যোগে হাতানিয়া-দোয়ানিয়া নদীর চরে শনিবার ও রবিবার ওই প্রতিযোগিতায় যোগ দেয় ব্লকের ১৪টি স্কুলের ছাত্ররা। ফাইনালে ওঠে পাতিবুনিয়া উপেন্দ্র বিদ্যাপীঠ ও বালিয়াড়া কিশোর হাইস্কুল। রবিরার ফাইনালে ৩-০ গোলে বালিয়াড়া কিশোর হাইস্কুলকে হারিয়ে দেয় পাতিবুনিয়া। খেলা পরিচালনায় ছিলেন জগন্নাথ পাল, ইন্দ্রজিৎ বাড়ুই ও প্রকাশ পাল। চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন নামখানা থানার ওসি আতিবুর রহমান ও পঞ্চায়েত প্রধান শ্রীমন্ত মালি। আতিবুর রহমান বলেন, “ছাত্রদের খেলাধূলার প্রতি আগ্রহ বাড়াতে এই আয়োজন।” উদ্যোক্তাদের তরফে শিক্ষকদের দলের সঙ্গে পুলিশের একটি প্রদর্শনী ম্যাচেরও আয়োজন করা হয়েছিল। |