আজ শুরু উচ্চ মাধ্যমিক
পুরুলিয়ায় প্রদীপ মাহাতোর তোলা ছবি।

পুরুলিয়া বাঁকুড়া
জেলায় মোট পরীক্ষার্থী ২২,৬২২।
পরীক্ষাকেন্দ্র ৫৪।
ছাত্র ১৪,২২২।
ছাত্রী ৮,৪০০।
জেলায় মোট পরীক্ষার্থী ৩১,০২৯।
পরীক্ষাকেন্দ্র ৬৬।
ছাত্র ১৮,৬৫৫।
ছাত্রী ১২,৩৭৪।
শেষ মুহূর্তের প্রস্তুতি। সিউড়িতে তোলা নিজস্ব চিত্র।
বীরভূম
• জেলায় মোট পরীক্ষার্থী ২৫,৯৪৬ জন।
• মোট ছাত্র ১৫,৩২৯ জন। ছাত্রী ১০,৬১৭ জন।
• রামপুরহাট মহকুমায় মোট পরীক্ষার্থী ১০,১৮৪ জন। ছাত্র ৫,৮৯৪ জন। ছাত্রী ৪,২৯০ জন।
• সিউড়ি মহকুমায় মোট পরীক্ষার্থী ৮,৯৮২ জন। ছাত্র ৫,৪৬৭ জন। ছাত্রী ৩,৫১৫ জন।
• বোলপুর মহকুমায় মোট পরীক্ষার্থী ৬,৭৮০ জন। ছাত্র ৩,৯৬৮ জন। ছাত্রী ২,৮১২ জন।
• মূল পরীক্ষা গ্রহণ কেন্দ্র ১৮ এবং উপকেন্দ্র ৪৮।

“মাধ্যমিকের মতই উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন বিশেষ পুলিশি ব্যবস্থা থাকছে। স্পর্শকাতর কেন্দ্রগুলিতে আমরা বিশেষ নজর দিচ্ছি। পরীক্ষাকেন্দ্রের আশেপাশের সমস্ত জেরক্সের দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষা চলাকালীন সমস্ত বিধি নিষেধ মানা হচ্ছে কি না সে বিষয়ে লক্ষ রাখা হবে।”
হৃষিকেশ মিনা, জেলা পুলিশ সুপার



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.