টুকরো খবর |
স্ত্রীকে খুনের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার রানিনগরের লস্করপুরে ওই ঘটনা ঘটে। মৃতার নাম শায়রা বিবি (৩০)। স্থানীয় সূত্রে খবর, এ দিন দুপুরে স্বামীর সঙ্গে বচসা বাধে শায়রার। তার জেরেই এই খুন। এর পর রানিনগর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি মারা যান। স্বামী দিলদার শেখ নিজেকেও আঘাত করেন ওই হাঁসুয়া দিয়ে। তবে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। তিনি রানিনগর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি। পুলিশ জানিয়েছে, খুনের কারণ পরিষ্কার নয়। তদন্ত শুরু হয়েছে।” অস্ত্র-সহ ধৃত। আগ্নেয়াস্ত্র-সহ মুজারুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে গাছাবাজারের একটি ধাবা থেকে একটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি-সহ তাকে গ্রেফতার করেছে পুলিশ।
|
বাড়িতে লুঠপাট
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
|
— নিজস্ব চিত্র। |
সোনার গয়না ও নগদ টাকা লুঠ করার পর একটি বাড়িতে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা। বহরমপুরের মেহেদিপুরে রেজ্জাক শেখ নামে এক ব্যক্তির বাড়িতে সোমবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ছ’জনকে আটক করেছে। রেজ্জাক শেখের ছেলে রাজেশ শেখের অভিযোগ, “সোমবার একটি বিয়ে বাড়ি থেকে গাড়ি ভাড়া খাটিয়ে ফেরার পথে পাশের গ্রাম মুকুন্দপুরের দেলবর শেখ নামে এক ব্যক্তির সঙ্গে বচসা হয়। হাতাহাতিও হয়। কয়েক ঘণ্টা পর দেলবর শেখ লোকজন নিয়ে চড়াও হয় বাড়িতে। গয়না, টাকা লুঠ করার পর গাড়ি ও বাইক ভাঙচুর করে।” পুলিশ জানিয়েছে, দেলবর পলাতক। তদন্ত শুরু হয়েছে।
|
মৃতদেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
দু’দিন ধরে নিখোঁজ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল মঙ্গলবার। এ দিন সকালে বাড়ি থেকে প্রায় ৪ কিলোমিটার দুরে একটি মাঠ থেকে সুতির চাচন্ড গ্রামের বাসিন্দা রেজ্জাক শেখের (৪৮) দেহ উদ্ধার হয়। রবিবার তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। সোমবার পর্যন্ত বাড়ি না ফেরায় সামশেরগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন তাঁর দাদা মোস্তাফা শেখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতেও তাঁকে লস্করপুরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, তাঁর দেহে কোনও আঘাতের চিহ্ন নেই। দেহটি ময়না-তদন্তের জন্য পাঠআনো হয়েছে। রিপোর্ট না মেলা পর্যন্ত মৃত্যুর কারণ সঠিক ভাবে জানানো সম্ভব নয়। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
|
কল্যাণীতে শ্রমমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
রাজ্যের শ্রমমন্ত্রী পূণের্ন্দু বসু মঙ্গলবার কল্যাণীতে এসেছিলেন। শ্রম দফতরের আয়োজিত অসংগঠিত শ্রমিকদের সহায়তা প্রদানের একটি অনুষ্ঠানে যান তিনি। এছাড়া ইএসআই হাসপাতাল ও দু’টি কারখানা পরিদর্শন করেন। পূর্ণেন্দুবাবু বলেন, “কেন্দ্রের কাছে দরবার করে ৮০ কোটি টাকা পাওয়া গিয়েছে। তা দিয়ে রাজ্যের ইএসআই হাসপাতালগুলির উন্নয়ন করা হবে। এছাড়া কল্যাণীতে শিল্পপতিরা কারখানার জন্য কী পরিমাণ জমি নিয়েছিলেন, সেগুলি কী অবস্থায় রয়েছে, কতগুলো কারখানা বন্ধ হয়ে গিয়েছে, কতগুলো পুনরায় চালু করা সম্ভব সে ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে।”
|
আম্তঃযুব ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
তিন দিন ব্যাপী আন্তঃযুব ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে কান্দিতে। গত রবিবার থেকে কান্দির মোহনবাগান মাঠে ওই প্রতিযোগিতা শুরু হয়। আয়োজন করেছে নেহরু যুব কেন্দ্র ও কান্দি বিবেকানন্দ পাঠ চক্র। ফুটবল, কবাডি, খোখো, দৌড়, ভলিবল ইত্যাদি নানান প্রতিযোগিতার আয়োজন ছিল। কান্দি বিবেকানন্দ পাঠ চক্রের পক্ষ থেকে হেমন্ত দাস বলেন, “প্রতিবার বহরমপুরে ওই প্রতিযোগিতা হয়। এ বারই প্রথম হল এখানে। মানুষের উৎসাহ চোখে পড়ার মতো।”
|
পুড়ে মৃত্যু ছাত্রের
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। নাম মুন্না খাতুন (১৭)। বাড়ি চাপড়ার হাতিশালা গ্রামে। সোমবার সকালে বাড়িতেই অগ্নিদগ্ধ হয় সে। আশঙ্কাজনক অবস্থায় তাকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। পুলিশের অনুমান, আত্মহত্যা করেছে সে।
|
উদ্ধার আগ্নেয়াস্ত্র |
বিচারধীন দুই বন্দির দেখানো জায়গা থেকে ৪টি পিস্তল, ২টি মাস্কেট এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করল পুলিশ। ধৃতদের বাড়ি খড়গ্রামের পারুলিয়া গ্রামে। গত শুক্রবার ধৃত ওই দু’ জনের নাম মিলন শেখ ও ইস্রাফিল শেখ।
|
বাড়িতে আগুন |
আগুনে পুড়ে গিয়েছে নদিয়ার ধুবুলিয়ার পণ্ডিতপুরের ৫টি বাড়ি। মঙ্গলবার দুপুরে রান্নার আগুন থেকে আচমকা আগুন ছড়িয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। পরে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। |
|