ভারতসেরা হওয়ার রেশ কাটার আগেই আগামী মরসুমে ‘মিশন রঞ্জি ট্রফি’র জন্য তড়িঘড়ি তৎপরতা শুরু হয়ে গেল সিএবি-তে। উৎসবের আবহের মধ্যেই ঠিক হল, কোচ ডব্লিউ ভি রামনকে পরের বছরের জন্য রেখে দেওয়া হবে। রামনের সঙ্গে সিএবি-র চুক্তি এ বছরই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। একই সঙ্গে ঠিক হল, পরের মরসুমের জন্যও সৌরভকে ‘নিউক্লিয়াস’ করে যাবতীয় পরিকল্পনা নেওয়া হবে। তাঁকে আগামী মরসুমের জন্যও অধিনায়ক রাখার কথা ভাবা হচ্ছে।
এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত সৌরভই নেবেন। যিনি মঙ্গলবার বিকেলে ‘জয় হে’ নামক ‘মোটিভেশন’-মূলক বাংলা বইয়ের ইলেকট্রনিক সংস্করণ প্রকাশের অনুষ্ঠানে এসে বললেন, “আমি টি-টোয়েন্টিতে আর বাংলার ক্যাপ্টেন্সি করব না। তবে খেলব।” সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি শুরু হচ্ছে ২৩ মার্চ থেকে। |
যথারীতি প্রশ্ন এল, আগামী মরসুমে রঞ্জি ট্রফিতে বাংলার অধিনায়কত্ব করবেন কি না? সৌরভ বললেন, “সামনের বছরের এখনও অনেক দেরি। এখনও কিছু ভাবিনি।” এ দিন সিএবি-র উৎসবে যাওয়া হয়নি বিজয় হাজারে জয়ী বাংলা অধিনায়কের। সিএবি-তে অবশ্য পুরোপুরি বিয়েবাড়ির মেজাজ। সানাই বাজছে, ঢোকার মুখেই বিশাল তোরণ। প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার হাত দিয়ে হল সিএবি-র নীল-হলুদ পতাকা উত্তোলন। একে একে ঢুকছেন লক্ষ্মী-ঋদ্ধি-অনুষ্টুপরা। স্বয়ং প্রেসিডেন্ট উত্তরীয় পরিয়ে বরণ করছেন তাঁদের। ফানুস উড়িয়ে দেওয়া হল, যাতে লেখা বিজয় হাজারে জয়ী বাংলার জন্য অভিনন্দন বার্তা। বড়-মেজ-সেজ থেকে ছোট কর্তারা সব হাসিমুখ করে ঘুরছেন। অভিনন্দনে-অভিনন্দনে ডুবে যাচ্ছিলেন লক্ষ্মী। তারই মধ্যে বললেন, “বাংলার জন্য সব করতে পারি। এ বার রঞ্জি ট্রফিটা চাই।” জাতীয় নির্বাচকরাও কোটলায় লক্ষ্মীর ইনিংস দেখে অভিভূত। তিন নির্বাচক মোহিন্দর, হিরওয়ানি এবং সুরেন্দ্র ভাবে আলাদা করে প্রশংসা করেছেন লক্ষ্মীর। মোহিন্দর এ-ও বলেছেন, “তৈরি থেকো। যা খেলছ!” আর স্বয়ং লক্ষ্মী বলছেন, “প্রথমে দেওধর, তার পর টি-টোয়েন্টি। এই দু’টো টুর্নামেন্ট মন দিয়ে খেলি। কী ভাবে নিজেকে আরও উন্নত করা যায়, তা নিয়ে কথা বলব দাদির সঙ্গে।”
আর সৌরভ? বারবার বলছেন, “আজকের দিনটা লক্ষ্মীর দিন।” খুঁজে দিচ্ছেন আগামীতে লক্ষ্মীর নিজেকে তাতানোর মন্ত্র। “মুম্বই ম্যাচটা ওর সারা জীবনের মোটিভেশন হয়ে রইল। একটা ফাইনাল একা বের করেছে। এটা মাথায় রেখে এগোনো উচিত।” গত বছর নেটে লক্ষ্মীকে আরও বেশি সময় কাটাতে বলেছিলেন। “নেটে ও বেশিক্ষণ ব্যাট করত না। আমি ওকে বলেছিলাম, যত বেশি নেটে ব্যাট করবি, তত ম্যাচ সিচুয়েশন বুঝতে পারবি। কথা শুনেছে, আর ফলটা আপনারা দেখছেন।”
|
বুধবার
আইএফএ শিল্ড সেমিফাইনাল- বোতাফোগো : প্রয়াগ (যুবভারতী, ২-৩০)। |