পুড়ে মৃত্যু হল এক গৃহবধূর। তাঁর স্বামীও গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে। সোমবার রাতের ঘটনা। মৃতার নাম শম্পা ঘোষাল (৩০), তাঁর স্বামীর নাম বাপি ঘোষাল। তাঁদের বাড়ি বেহালার বামাচরণ রায় রোডে। স্থানীয়েরা জানান, রাত আড়াইটে নাগাদ বাপির চিৎকারে ঘুম ভাঙে। বাড়িওয়ালা সুব্রত চৌধুরীও বেরিয়ে আসেন। সুব্রতবাবু জানান, বাপি কোনও রকমে ঘরে ঢোকার চাবিটি গ্রিলের ফাঁক দিয়ে তাঁকে দেন। তখনই বাপির পোশাক পুড়ে গিয়েছে। সুব্রতবাবুই লালবাজারে ফোন করেন। সেখান থেকে অ্যাম্বুল্যান্সের নম্বর দেওয়া হয়। ততক্ষণে অন্য পড়শিরাও চলে আসেন। অ্যাম্বুল্যান্সের দেরি দেখে তাঁরা বেহালা থানায় যান। পুলিশ গিয়ে দেখে, দগ্ধ শম্পা বাথরুমে পড়ে। বাপিও দগ্ধ অবস্থায় মেঝেতে ছটফট করছেন। পুলিশ জানায়, ঘরে কেরোসিনের গন্ধও পাওয়া গিয়েছিল। পুলিশ ওই দম্পতিকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই শম্পার মৃত্যু হয় বলে চিকিৎসকেরা পুলিশকে জানান। চিকিৎসকদের বক্তব্য, শম্পার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসকেরা আরও জানান, ৮০ শতাংশ দগ্ধ বাপিকে এম আর বাঙুরে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, বাপির অবস্থা সঙ্কটজনক। সুব্রতবাবু বলেন, “অগস্টে ওঁরা বাড়ি ভাড়া নেন। স্বামী-স্ত্রীর মধ্যে কখনও ঝগড়া-কথা কাটাকাটিও হতে দেখিনি।”
|
কলকাতায় বেআইনি ভাবে গাড়ি পার্কিংয়ের প্রবণতা ক্রমশই বাড়ছে বলে অভিযোগ উঠল পুরসভার বাজেট অধিবেশনে। গত শনিবার ২০১২-১৩ সালের পুর- বাজেট পেশ করেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। মঙ্গলবার দিনভর চলে বাজেট নিয়ে বিতর্ক। সিপিএমের মহম্মদ জসিমউদ্দিন ও বিজেপির বিজয় ওঝা বলেন, “বড়বাজারে এক ঘণ্টা পার্কিংয়ের জন্য গাড়িপিছু ১৫০-২০০ টাকা নেওয়া হচ্ছে।” মেয়র পারিষদ (পার্কিং) রাজীব দেব বলেন, “পুরসভায় পার্কিংয়ের জন্য প্রয়োজনীয় কর্মী নেই। পুলিশ সজাগ হলে ওই অবৈধ পার্কিং রোখা সম্ভব।” দিনের শুরুতেই সিপিএমের দীপঙ্কর দে বলেন, “পুরো দিশাহীন বাজেট। ঘাটতি যুক্ত এই বাজেটে পুর-উন্নয়নে কোনও প্রকল্পের কথা বলা নেই।” কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় বলেন, “ওয়েভার স্কিমে বড় বড় হোটেলগুলিকে সুদ ও জরিমানায় ছাড় দেওয়া উচিত হয়নি।” মেয়র বলেন, “শুরুতে ঘাটতি যুক্ত বাজেট হলেও পরে থাকবে না।” আজ, বুধবার বাজেট বিতর্কের শেষ দিন।
|
রাতভর ঘেরাও থেকে মঙ্গলবার ভোরে মুক্ত হলেন ক্ষুদিরাম বসু সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ-শিক্ষকেরা। কয়েক জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান কলেজ কর্তৃপক্ষ।হাজিরা কম থাকা সত্ত্বেও পার্ট ওয়ান পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে সোমবার দুপুর থেকে অধ্যক্ষ সুবীরকুমার দত্ত-সহ কয়েক জন শিক্ষক-শিক্ষিকাকে ঘেরাও করেন একদল ছাত্রছাত্রী। অধ্যক্ষ জানান, কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়মে ন্যূনতম ৬০% হাজিরা না থাকলে পরীক্ষায় বসা যায় না। তাঁর অভিযোগ, বারবার বোঝানোর চেষ্টা করলেও বিক্ষোভকারীরা কোনও কথা শুনতে চাননি। তিনি বলেন, “টিচার্স রুমে বসে ছিল ছাত্রছাত্রীরা। অনেকক্ষণ আমাদের কিছু খেতে দেওয়া হয়নি। যথেষ্ট মানসিক চাপে রাত কেটেছে।” অন্য দিকে, সুরেন্দ্রনাথ উইমেন্স কলেজে এ দিন দু’দল ছাত্রীর মধ্যে হাতাহাতি হয়। পরে এসএফআই এবং তৃণমূল ছাত্র পরিষদ একে অন্যের বিরুদ্ধে মারামারির অভিযোগ জানিয়েছে মুচিপাড়া থানায়।
|
গলায় নাইলনের দড়ি লাগানো অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ মিলল। মঙ্গলবার সকালে, বেলভেডিয়ার রোডের একটি বাড়ি থেকে। পুলিশ জানায়, মৃতের নাম উপেন্দ্র মল্লিক (৩৫)। অন্য দিকে, এ দিনই সকাল পৌনে ছ’টা নাগাদ বেহালার রায়বাহাদুর রোডে একটি ল্যাম্পপোস্ট থেকে গলায় প্যান্ট জড়ানো অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ জানায়, মৃতের নাম প্রবীর রায় (৩০)।
|
পর্ণশ্রী থানা এলাকার একটি স্কুলে দরজার তালা এবং আলমারির লকার ভেঙে টাকা চুরি করেছে কিছু দুষ্কৃতী। পুলিশ জানায়, ১৩১ নম্বর ওয়ার্ডের শান্তি সঙ্ঘ প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে লক্ষ করেন, শিক্ষকদের ঘরের দরজার তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখা যায়, আলমারির লকারও ভাঙা। টাকা উধাও। |