বিমান পরিবহণ ক্ষেত্রের ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে দেখা করলেন বিমান পরিবহণ মন্ত্রী অজিত সিংহ। কী কথা হয়েছে, তা নিয়ে মুখ খোলেননি কেউই। কিন্তু যেখানে দেনায় জেরবার কিংফিশার অস্তিত্বের লড়াই যুঝছে বা সময়ে টাকা না-মেটানোয় অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে জেট-এর, সেখানে স্বাভাবতই গুরুত্ব পাচ্ছে এই বৈঠক। অন্য দিকে, এ দিনই অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় জানান, এখনই নতুন করে কিংফিশারকে আর ঋণ জোগাবে না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
|
ইউনিনর নিয়ে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
টেলিনরের হাতে থাকা ইউনিনরের ৬৭% মালিকানা কেনার বিষয়ে সিদ্ধান্ত নিতে ইউনিটেককে ১৯ মার্চ পর্যন্ত সময় দিল কোম্পানি ল বোর্ড (সিএলবি)। টেলিকম পরিষেবার যৌথ উদ্যোগ ইউনিনরে টেলিনর ও ইউনিটেকের অংশীদারি যথাক্রমে ৬৭ ও ৩৩%। সিএলবি জানিয়েছে, ১৯ মার্চের মধ্যে হয় ইউনিটেক ৬৭% কিনে নিক, নয়তো নিজেদের ৩৩% অংশীদারি বেচে দিক টেলিনরের কাছে। |