টুকরো খবর |
মহানন্দায় দু’টি দেহ |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
রবিবার দুপুর সাড়ে তিনটায় মালদহ ও পুরাতন মালদহ স্টেশনের মাঝে মহানন্দা রেল সেতুর উপর দুটি কাটা পা ও একটি কাটা হাতের অংশ রেল পুলিশ উদ্ধার করেছিল। সারা রাত তল্লাশির পর সোমবার মহানন্দা নদীতে দুটি মৃতদেহ পুলিশ উদ্ধার করে। একজনের খোঁজ পাওয়া যায়নি।, মৃতদের নাম ফিরোজ শেখ (১৮) ও রুবেল শেখ (১৭)। এক জনের বাড়ি মালদহ হায়দরপুরে। অন্যজনের বাড়ি ইংরেজবাজারের পিঁয়াজি মোড় এলাকায়। রেল পুলিশের মালদহ টাউন স্টেশনের ইন্সপেক্টর সুজিত ঘোষ জানান, দুঘর্টনার পর পুরী-গুয়াহাটি ট্রেনের চালক পুরাতন মালদহ স্টেশনে রিপোর্ট করেন, ট্রেনের ধাক্কায় দুজন নদীতে পড়ে গিয়েছেন। মহানন্দা নদী থেকে দুটি মৃতদেহ উদ্ধার হয়। ট্রেনের ধাক্কায় যে দুইজনের মৃত্যু হয়েছিল তাদেরই কাটা পা ও হাত সেতুর লাইনের উপর পড়েছিল।” তৃতীয় এক ব্যক্তিও জলে পড়ে যায় বলে পুলিশ জানতে পেরেছে। তাঁর খোঁজ চলছে। দুটি মৃতদেহ উদ্ধারের পর লাড়ু শেখ নামে এক রিকশা চালক রেল পুলিশে জানায়, ফিরোজ শেখ, রুবেল শেখ ও বাগবাড়ির এক যুবক রবিবার সকাল ১০টা নাগাদ তাঁর রিকশায় চড়ে। রেলসেতুর কাছে তাঁদের তিনি ছেড়ে দেন। ফিরোজ শেখের মা লক্ষী বেওয়া বলেন, “স্বামীর মৃত্যুর পরে ছেলে শহরের একটি মোটর সাইকেল শোরুমে কাজ করে সংসার চালাত। কাল সকাল নটার সময় বাড়ি থেকে বের হওয়ার সময় মেয়েকে বলেছিল কিছুক্ষণের মধ্যেই ফিরবে। আজ ওর দেহ বাড়িতে এল।” রুবেল শেখের বাবা বিশু সেখ ও মা সেলিনা বিবি বলেন, “ছেলে রাতে বাড়ির বাইরে থাকে না। কাল সকালে বাড়ি থেকে বেরোনোর পর রাতে না-ফেরায় ভেবেছিলাম কিছু একটা হয়েছে।”
|
পুলিশের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
কোতোয়ালি থানার আইসি-সহ কয়েকজন পুলিশ কর্মীর বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ জানিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হলেন কোচবিহারের এক আইনজীবী। ওই আইনজীবীর নাম প্রত্যুষ ভট্টাচার্য। সোমবার তিনি পুলিশ সুপারের দফতরে অভিযোগ জানান। পুলিশ সুপার প্রণব দাস বলেন, “লিখিত অভিযোগ জমা পড়ে থাকলে তা খতিয়ে দেখা হবে।” পুলিশ ও বার আস্যোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, ওই আইনজীবী জানিয়েছেন, ৯ মার্চ দোলের দিন বিকালে কোচবিহারের গুঞ্জবাড়ি এলাকায় রাস্তায় বিনা কারণে তাঁকে রাস্তায় দাঁড় করিয়ে হেনস্থা করা হয়। এমনকী, তার মোটর সাইকেলও ভাঙচুর করা হয়। উপস্থিত পুলিশ কর্মীদের বেশির ভাগই মদ্যপ ছিলেন বলেও অভিযোগ। প্রত্যুষবাবু বলেন, “থানা অভিযোগ না নেওয়ায় এসপিকে লিখিত জানিয়েছি। তাতেও পদক্ষেপ করা না-হলে আদালতে মামলা করব। কোতোয়ালি থানার আইসি দাবি করেছেন, “ওই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। এরকম কোনও ঘটনাই ঘটেনি।” কোচবিহার বার আস্যোসিয়েশনের সম্পাদক অশোক ঘোষ বলেন, “সোমবারই ওই আইনজীবী অভিযোগের কপি দিয়েছেন। পুরো বিষয়টি বিশদে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”
|
বই না-পেয়ে আত্মঘাতী ছাত্র |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
বাড়িতে বাড়িতে পরিচারিকার কাজ করে সংসার চালান বিধবা মা। সংসারে সাহায্য করতে সকালে সংবাদপত্র বিলি করত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রতন দাস। বিপিএল কার্ড না হওয়ায় সরকারি সুবিধা থেকে বঞ্চিত থেকে গিয়েছেন বালুরঘাটের ১৪ নম্বর ওয়ার্ডের যোগমায়া কলোনির কুঁড়েঘরের বাসিন্দা বিধবা জ্যোৎস্না দাস ও তার ছেলে রতন। মায়ের কাছে পরীক্ষার তিনদিন আগে একটি সাজেশন বই কেনার দাবিও জানিয়েছিল রতন। বই কিনে দিতে পারেননি তার মা। রবিবার বিকেলে এ নিয়ে মায়ের সঙ্গে ঝগড়ার পর গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। স্কুলের প্রধান শিক্ষক অভিজিত মুখোপাধ্যায় বলেন, “মেধাবি ছাত্র ছিল রতন। খেলাধুলাতেও প্রচুর পুরস্কার পেয়েছে।” তাঁর দাবি, স্কুল থেকে ফ্রি টিউশনের ব্যবস্থা হয়েছিল। বইয়ের অভাব জানালে স্কুলই ব্যবস্থা করত। বাসিন্দাদের বক্তব্য, কারও সঙ্গে পরিবারটি মেলামেশা করত না।
|
দুই শ্রমিক সংগঠনে চাপান-উতোর শুরু |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
একদল শ্রমিকের সংগঠন পরিবর্তন নিয়ে রায়গঞ্জে কংগ্রেস প্রভাবিত আইএনটিইউসি এবং তৃণমূল প্রভাবিত আইএনটিটিইউসি-র মধ্যে উতোর চাপান শুরু হয়েছে। রবিবার এক অনুষ্ঠানে কংগ্রেস নেতৃত্ব দাবি করেন ৫০ জন আইএনটিটিইউসি কর্মী তাঁদের শ্রমিক সংগঠনে যোগ দিয়েছে। সোমবার বিবৃতি দিয়ে আইএনটিটিইউসির উত্তর দিনাজপুর জেলা সভাপতি অরিন্দম সরকার পাল্টা দাবি করেন তাঁদের কোনও কর্মী কংগ্রেসের শ্রমিক সংগঠনে যোগ দেয়নি। তিনি বলেন, “খোঁজ নিয়ে জেনেছি ওই ৫০ জন কর্মী আইএনটিইউসিতে ছিলেন। আমাদের সংগঠন ছেড়ে কেউ যায়নি।” যদিও জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ বলেন, “ওই ৫০ জন কয়েক মাস আগে আইএনটিইউসি ছেড়ে আইএনটিটিইউসিতে যায়। কিন্তু সংগঠনের নেতাদের কর্তা সুলভ মনোভাব তাঁরা মেনে নিতে পারেনি। তাই ফের আইএনটিইউসিতে ফিরেছে। অরিন্দমবাবুরা খোঁজ নিলে বিষয়টি জানতে পারবেন।”
|
পথ অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
বিদ্যুতের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। সোমবার সকালে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের সোনাপুরের তিনমাইলে। জিয়াখোর মৌজার আটটি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, প্রতিবারই নির্বাচনের সময় বিদ্যুতের ব্যবস্থা করা হবে বলে নেতাদের প্রতিশ্রুতি মেলে। কিন্তু তা বাস্তবায়িত হয় না। এদিন সকালে ওই এলাকার বাসিন্দা চোপড়া থানার তিনমাইল এলাকায় প্রায় ৩ ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। ফলে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। পরে ব্লক প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি গোপাল সিংহ বলেন, “ওই এলাকায় এপ্রিল মাসের মধ্যেই বিদ্যুৎ পৌঁছনোর কাজ শুরু করা হবে।”
|
হুমকির নালিশ |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
চোলাই মদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পরে কারবারিদের হুমকির মুখে পালিয়ে বেড়াচ্ছেন এক যুবক। বালুরঘাট থানার দোল্লা এলাকার ঘটনা। পেশায় সাইকেল-রিকশা চালক ওই যুবক কৃষ্ণ বর্মন সোমবার জেলার অতিরিক্ত পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে নিরাপত্তার দাবি জানান। তাঁর অভিযোগ, এর আগে কয়েক জন এলাকাবাসীকে নিয়ে চোলাই মদের কারবারিদের বিরুদ্ধে থানায় স্মারকলিপি দেন তিনি। তা পুলিশ সুপার এবং আবগারি সুপারকেও জানানো হয়। খেপে যায় চোলাই মদের কারবারিরা। অতিরিক্ত পুলিশ সুপার জেমস কুজুর বলেন, “সদর ডিএসপিকে ব্যবস্থা নিতে বলেছি।”
|
অধ্যক্ষ ঘেরাও |
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
ফের পরীক্ষার ফর্ম পূরণের ব্যবস্থা করার দাবিতে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা। সোমবার ঘটনাটি ঘটে ইসলামপুর কলেজে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অধ্যক্ষ উতথ্য বন্দ্যোপাধ্যায় জানান, গত ৬ মার্চ পর্যন্ত প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষার ফর্ম জমা দেওয়ার সময় ছিল। ছাত্রছাত্রীদের অভিযোগ, এদিন ফর্ম জমা দিতে গেলে কলেজ তা নিতে অস্বীকার করেন। ছাত্র সংসদের সহকারি সাধারণ সম্পাদক মানিক ব্যাপারি বলেন, “বহু ছাত্রছাত্রীর ফর্ম জমা পড়েনি। কলেজের অধ্যক্ষ কাউকেই না জানিয়ে ফর্ম বিশ্ববিদ্যালয়ে ফেরত পাঠিয়ে দেন।”
|
দুষ্কৃতী গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
মোটর বাইক চুরি চক্রে জড়িত অভিযোগে চার দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে উত্তর দিনাজপুরের করণদিঘি, রায়গঞ্জ ও মালদহের কালিয়াচক থানা এলাকা থেকে তাদের ধরা হয়। করণদিঘি, রায়গঞ্জ ও কালিয়াচক থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের ধরে। পুলিশ জানায়, ধৃতদের নাম করিম আলি, মহম্মদ আকবর, মহম্মদ নাসিরুদ্দিন ও মহম্মদ সামাদ। বাড়ি করণদিঘির কামারতোড় এলাকায়। |
ইসলামপুরে দুর্ঘটনায় মৃত ২ |
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
দুটি দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে ইসলামপুর থানার ধনতোলায় ট্রাকের ধাক্কায় ফিরোজ আনসারি (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়। সোমবার সকালে দ্বিতীয় দুর্ঘটনা ঘটে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়ায়। রাস্তা পার হওয়ার সময় জখম বাহাদুর চৌহান (৪০)-এর মৃত্যু হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। |
|