চিকিৎসকের অভাবে মেডিসিন এবং শল্য চিকিৎসার বহির্বিভাগ বিভাগ অধিকাংশ দিন বন্ধ থাকে। অস্থায়ী সুপার দিয়ে কাজ চালান হয়। ব্লাড ব্যাঙ্ক ২৪ ঘন্টা খোলা থাকে না। শিলিগুড়ি জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবার এমন বেহাল দশা নিয়ে সরব হলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে ১২ টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা যৌথভাবে সাংবাদিক বৈঠক করে ক্ষোভ জানান। পরিষেবার হাল ফেরাতে যৌথ মঞ্চ গড়ে শীঘ্রই আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তাঁরা। এ দিন শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন, সূর্যনগর সমাজকল্যাণ সংস্থা, শিলিগুড়ি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম, গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি, মিলনপল্লি ওয়েলফেয়ার অর্গানাইজেশন-সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা জেলা হাসপাতালের পরিষেবা নিয়ে অভিযোগ তোলেন। তাঁদের বক্তব্য, জেলা হাসপাতালে দ্বিতীয় ক্যাম্পাস যক্ষ্মা হাসপাতালের জমিতে গড়ার কথা বলা হচ্ছে। তা হলে যক্ষা হাসপাতালের কী হবে তা স্পষ্ট নয়। তা ছাড়া পিপিপি মডেলে চিকিৎসা পরিষেবা গড়ে তোলার কথা বলা হচ্ছে। তাতে সাধারণ বাসিন্দাদের মোটা টাকা খরচ করে চিকিৎসা পরিষেবা পেতে হবে। সে কারণে পিপিপি মডেলে স্বাস্থ্য পরিষেবা গড়ে তোলার বিরোধিতা করে সরকারি হাসপাতালে সেই পরিকাঠামো গড়ে তোলার দাবি জানান তাঁরা। বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য বলেন, “যক্ষ্মা হাসপাতালের চিকিৎসা পরিষেবার ঠিক রেখেই সেখানে আরও পরিকাঠামো গড়ে তোলা হবে। পিপিপি মডেলে চিকিৎসা পরিষেবা গড়ে উঠলে সেখানে সরকারি হাসপাতালের খরচেই যাতে বাসিন্দারা পান তা দেখা হবে। শিলিগুড়ি হাসপাতালের পরিষেবার হাল ফেরাতে স্বাস্থ্য দফতরের সচিবের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে। মেডিসিন এবং শল্য বিভাগের চিকিৎসক চাওয়া হয়েছে। আশা করি শীঘ্রই নতুন চিকিৎসক নিয়োগ করা হবে। তা না হওয়া পর্যন্ত মঙ্গলবার থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের ২ জন চিকিৎসক শিলিগুড়ি জেলা হাসপাতালের মেডিসিন বিভাগের বহির্বিভাগে পরিষেবা দেবেন।” এ দিন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে পীযূষ রায়, পুলক গঙ্গোপাধ্যায়, অভিজিৎ মজুমদার, দীপঙ্কর চক্রবর্তীরা জানান, সম্প্রতি তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফ্যাক্স করে তাদের দাবিগুলি জানিয়েছেন। জেলা হাসপাতালে ২৪ ঘন্টা ব্লাড ব্যাঙ্ক চালু রাখা এবং রক্তের উপাদান পৃথকীকরণের ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন। |