ঢাকুরিয়ার আমরি হাসপাতালের পরিচালন বোর্ডের সদস্য হলেও ২০১১ সালে সেখানকার কোনও বৈঠকেই রাহুল তোদি যোগ দেননি বলে আদালতে জানালেন প্রতিষ্ঠানের ওই ফেরার কর্তার আইনজীবীরা। ওই হাসপাতালে অগ্নিকাণ্ডের পরে আমরির অন্য কর্তাদের গ্রেফতার করা হলেও রাহুল-সহ তিন কর্তাকে ধরা যায়নি। আইনজীবীদের মাধ্যমে আগাম জামিনের আবেদন জানিয়েছেন তাঁরা। কৌঁসুলিরা জানান, হাসপাতালের প্রশাসনিক ব্যাপারে ওই তিন কর্তার কোনও দায়িত্ব ছিল না। সোমবার শুনানি হলেও আগাম জামিন নিয়ে কোনও নির্দেশ মেলেনি। ৮ ডিসেম্বর গভীর রাতে আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি ঘটে। তার পর থেকে সেখানকার তিন কর্তার দেখা পায়নি পুলিশ। অভিযুক্ত তিন ফেরার আমরি-কর্তার কৌঁসুলিরা সোমবার আলিপুরের জেলা ও দায়রা আদালতে জানান, কলকাতা হাইকোর্টে আর্জির ভিত্তিতে আমরির অন্যতম ডিরেক্টর রাধেশ্যাম অগ্রবাল জামিন পেয়েছেন। আমরির ফেরার অন্য দুই কর্তা হলেন আদিত্য অগ্রবাল ও প্রীতি সুরেখা। জেলা আদালতের ভারপ্রাপ্ত বিচারক অসিত দে-র এজলাসে অভিযুক্ত পক্ষের হয়ে সওয়াল করেন সমরাদিত্য পাল, প্রদীপ ঘোষ, এম এস দস্তুর, সেলিম রহমানেরা। তাঁরা বলেন, তাঁদের মক্কেলরা আমরি হাসপাতালের ‘নন-এগ্জিকিউটিভ’ ডিরেক্টর ছিলেন। হাসপাতালের প্রশাসনিক কোনও বিষয়ে হস্তক্ষেপ করতেন না তাঁরা। অভিযুক্ত পক্ষের আইনজীবীরা সওয়াল শেষ করলেও সরকারি আইনজীবী শক্তি ভট্টাচার্য এ দিন তাঁর বক্তব্য পেশ করেননি। সরকার পক্ষের আইনজীবীর আবেদন মঞ্জুর করে ওই তিন আমরি-কর্তার আগাম জামিনের আর্জি নিয়ে কাল, বুধবার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়।
|
চুক্তিতে নিযুক্ত চিকিৎসকের চুক্তিপত্র নবীকরণ না হওয়ায় প্রায় ১০ দিন ধরে বন্ধ চিকিৎসা পরিষেবা। ডোমকলের গড়াইমারি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের চুক্তির মেয়াদ ২৯ ফেব্রুয়ারি শেষ হওয়ার পর থেকেই কার্যত শিকেয় উঠেছে পরিষেবা। স্বাস্থ্য দফতর সুত্রে জানা গিয়েছে, ওই হাসপাতালের নার্সও প্রায় একই সময় থেকে অনুপস্থিত। ফলে গড়াইমারি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে এলাকার রোগীদের পাশাপাশি মুশকিলে পড়তে হচ্ছে স্বাস্থ্য দফতরকেও। সোমবার হাসপাতালে গিয়ে ওষুধের আলমারির চাবি না পেয়ে শেষে আলমারি ভেঙে ডোমকলের বিএমওএইচ শুভরঞ্জন চন্দ শুরু করেন চিকিৎসা। তিনি বলেন, “ওই চিকিৎসকের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আমরা তাঁকে চিঠি দিয়ে হাসপাতালে না আসার জন্য জানিয়েছি। কিন্তু নার্স আমাকে কিছু না জানিয়েই হাসপাতাল ছেড়েছেন। বারবার ফোন এবং এসএমএস করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। গোটা বিষয়টাই এসিএমওএইচ ও সিএমওএইচকে জানিয়েছি।” গড়াইমারি এলাকার দু’টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ১৫ টি গ্রামের মানুষ নির্ভর করেন এই স্বাস্থ্যকেন্দ্রের উপরে। গত ১০ দিন ধরে রোগীরা এসে ফিরে যাচ্ছেন। এলাকাবাসীরা জানাচ্ছেন, ওই হাসপাতালে চিকিৎসক থাকাকালীনও চিকিৎসা পরিষেবা অনিয়মিত ছিল। গত ১০ দিন ধকে সেটুকুও বন্ধ। বিএমওএইচ বলেন, “হাসপাতালে দু’জন মহিলা জিডিএ কর্মী থাকলেও তাঁরা লেখাপড়া জানেন না। ফলে চিকিৎসা পরিষেবা পুরোপুরি বন্ধ ছিল। এ দিন আমি নিজে ওই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করেছি।” ডোমকলের এসিএমওএইচ শচীন্দ্রনাথ সরকার বলেন, “চিকিৎসকের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ওই হাসপাতলে অচলাবস্থা তৈরি হয়েছিল। সোমবার বিএমওএইচ হাসপাতালে গেলেও আলমারির চাবি না থাকায় রোগীদের ওষুধ দিতে সমস্যা হয়।”
|
একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রবিবার রানাঘাটে স্বাস্থ্য বিষয়ে আলোচনা চক্রের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন হিজুলি কাটিয়া বাবা আশ্রমের শাশ্বত মহারাজ, বিশিষ্ট চিকিৎসক এমবি হাসান, সংগঠনের সম্পাদক কমল সাহা-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কমলবাবু বলেন, “সারা বছরই আমরা নানান সমাজসেবামূলক কাজ করে থাকি। চক্ষু পরীক্ষা শিবির এবং শিশু শ্রমিকদের শিক্ষারও আয়োজন করা হয়েছে।”
|
অনেক কম দামে ক্যানসার রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করতে উদ্যোগী হল ভারত। ভারতে তৈরি হলে ৩০ গুণ কমে যাবে ওষুধটির দাম। ক্যানসার রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ নেক্সাভারের পেটেন্ট রয়েছে একটি বহুজাতিকের হাতে। ওই সংস্থা ভারতে নেক্সাভার আমদানি করতে বিশেষ উদ্যোগী হয়নি। তাই বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে বহুজাতিকটির সম্মতি ছাড়াই হায়দরাবাদের একটি সংস্থাকে ওই ওষুধ তৈরির অনুমতি দেওয়া হয়েছে।
|
শ্রীরামপুরের কামেশ্বর-কামেশ্বরী মন্দির প্রতিষ্ঠার দ্বাদশ বর্ষ উপলক্ষে সম্প্রতি বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকেরা শিবিরে আসা মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। |