|
|
|
|
এনবিএসটিসি বাঁচাতে নানা পরিকল্পনা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
লোকসানে ধুঁকতে থাকা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাকে (এনবিএসটিসি) ঘুরে দাঁড় করাতে নানা পরিকল্পনা নিচ্ছেন কর্তৃপক্ষ। এরমধ্যে অন্যতম লাভজনক রুটে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত। ওই পরিকল্পনা অনুসারে কাল, বুধবার থেকে শিলিগুড়ি-কোচবিহার রুটে ২৩টি বাস চালানো শুরু করতে চলেছেন এনবিএসটিসি কতৃর্পক্ষ। ভোর ৫টা থেকে বিকাল ৫টা অবধি শিলিগুড়ি কেন্দ্রীয় বাস টার্মিনাস বাসগুলি ছাড়বে। আধ ঘন্টা অন্তর অন্তর বাসগুলি চালাতে চেষ্টা করছেন কর্তৃপক্ষ। এনবিএসটিসি চেয়াম্যান তথা বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “মানুষকে ভাল পরিষেবা দিতে আমরা বদ্ধপরিকর। পাশাপাশি, সংস্থার আর্থিক বোঝা কমিয়ে নিজের পায়ে দাঁড় করানোর জন্য নানা চেষ্টা করা হচ্ছে। নানা রুটে বাসের সংখ্যা বাড়ানো এর অন্যতম।” মাস খানেক আগে সংস্থার নতুন ম্যানেজিং ডাইরেক্টর সি মুরুগন বিভিন্ন রুট, বাসের সংখ্যা, বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন। সেখানে অফিসারেরা তাঁকে জানিয়ে দেন, শিলিগুড়ি-কোচবিহার রুটটি অত্যন্ত লাভজনক। শিলিগুড়ি শহর থেকে প্রতিদিন কমপক্ষে ৫০টি বাস কোচবিহার রুটে যাতায়াত করে। এনবিএসটিসি বাসের সংখ্যা ওই রুটে মাত্র ১০-১২টি। এর পরেই এমডি কোচবিহারে রুটে অতিরিক্ত বাস চালানোর জন্য অফিসারদের নির্দেশ দেন। এর জন্য সংস্থার ডিপোতে থাকা পুরানো বাস যেমন দ্রুততার সঙ্গে মেরামত করা হচ্ছে। তেমনিই হাতে থাকা অতিরিক্ত বাসও ব্যবহার হচ্ছে। সংস্থার শিলিগুড়ির ডিভিশনাল ম্যানেজার উত্তম গণ বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মোট ২৩টি বাস চালানো হচ্ছে। সেই সঙ্গে সময়মত বাসগুলি যাতায়াত করছে কী না তা দেখার জন্য ‘টাইম কিপার’ রাখা হচ্ছে। আশা, এতে শিলিগুড়ি ডিপোর আয় কিছুটা বাড়বেই।” ২৩টি বাসের প্রতিটিই শিলিগুড়ি থেকে ফাটাপুকুর, জলপাইগুড়ি বাইপাস, ময়নাগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, সোনাপুর, পুণ্ডিবাড়ি হয়ে কোচবিহারে যাতায়াত করবে। এই এলাকা থেকে প্রতিদিন বহ বাসিন্দা, পড়ুয়া, ব্যবসায়ী, অফিস যাত্রী শিলিগুড়ি-সহ ওই রুটের বিভিন্ন এলাকায় যাতায়াত করেন। এবার তাঁরা অনেকটাই উপকৃত হবেন। ইতিমধ্যে সংস্থার তরফে জয়গাঁ-কালিম্পঙের মধ্যে যাতায়াতকারী একটি মাত্র বাসের রুটও এনজেপি, বানারহাট অবধি বাড়ানো হয়েছে। শিলিগুড়ি এবং দার্জিলিঙের মধ্যে যাতায়াতকারী বাসটি দিনে একবারের পরিবর্তে দুবার যাতায়াত করতে শুরু করছে। জয়গাঁ-দার্জিলিঙের মধ্যে চলাচলকারী বাসের রুটও বীরপাড়া, কার্শিয়াং অবধি বাড়ানো হয়েছে। এনজেপি থেকে মংপু, কালিম্পং হয়ে দার্জিলিগামী আরেকটি বাস নামাতে চলেছেন এনবিএসটিসি কর্তৃপক্ষ। |
|
|
|
|
|