টুকরো খবর
নোট সমস্যা সীমান্তে
ভুটান নোটের সমস্যা নিয়ে জেরবার সীমান্তবর্তী এলাকার ভারতীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। ভুটানে ভারতীয় ব্যবসায়ীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ জারি হয়েছে বলে ব্যবসায়ীদের অভিযোগ। অথচ ভুটান লাগোয়া ভারতীয় এলাকায় ভুটান নোটের বহুল ব্যবহার রয়েছে। জটিলতা কাটাতে সীমান্তবর্তী এলাকায় টাকা বিনিময় কেন্দ্র খোলার দাবি তুলেছেন ব্যবসায়ীরা। জলপাইগুড়ির জেলাশাসক স্মারকী মহাপাত্র বলেন, “ভুটানের ব্যাঙ্কে ভারতীয় ব্যবসায়ীদের অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ জারি হয়েছে বলে শুনেছি। এর ফলে সীমান্ত সংলগ্ন এলাকায় ভুটান নোটের লেনদেনে প্রভাব পড়ছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখার জন্য ভুটানে ফুন্টশেলিং শহরের ভারতের কনসাল জেনারেলকে বলেছি। ব্যবসায়ীদের দাবির কথা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” আলিপুরদুয়ার চেম্বার অফ কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দে জানান, ভারত-ভুটান সীমান্তে অবাধ ব্যবসা বাণিজ্য চলে। দুই দেশের টাকা বিনিময়ের জন্য কাউন্টার খোলার দাবি অনেক দিনের। কিন্তু সেটা না হওয়ায় জটিলতার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, “কিছুদিন আগে জেনেছি ভুটান সরকার ভুটানের ব্যাঙ্ক থেকে ভারতীয় ব্যবসায়ীদের অ্যাকাউন্ট ১৫ মার্চের মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করেছে। ১ মার্চ থেকে ভারতীয় ব্যাঙ্কে ভুটান ব্যাঙ্ক থেকে টাকা ট্রান্সফার বন্ধ করে দেওয়া হয়েছে। ডুয়ার্সের বিভিন্ন এলাকার বহু ব্যবসায়ী বিপাকে পড়েছেন।” সমস্যা বুঝে ক্রেতা বা ব্যবসায়ীরা এখন আর ভুটান নোট লেনদেন করতে রাজি হচ্ছে না। কিন্তু জমা ভুটান নোটের কী হবে এখন সেটাই ব্যবসায়ীদের প্রশ্ন। জয়গাঁ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রামাশংকর গুপ্ত বলেন, “আমাদের ব্যবসায়ীরা ভুটানের ক্রেতাদের উপর নির্ভরশীল। নোটের ব্যবহার হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা সৃষ্টি হয়েছে।”

বৈঠক নিষ্ফল মধু চা বাগানে
ত্রিপাক্ষিক বৈঠকেও মধু চা বাগান খোলার ব্যাপারে কোনও সিদ্ধান্ত হল না। সোমবার আলিপুরদুয়ারের সহকারি শ্রম দফতরের আধিকারিকের দফতরে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শ্রমিক আন্দোলনের জেরে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে ৩ মার্চ থেকে মধু চা বাগান বন্ধ করে দেন মালিকপক্ষ। এদিন বাগান কতৃপক্ষ এবং শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে বৈঠকে বসেন আলিপুরদুয়ারের সহকারি শ্রম আধিকারিক সুমন্ত শেখর রায়। তিনি বলেন “এদিনের বৈঠকে মালিক পক্ষের তরফে বেশ কয়েকটি দাবি রাখা। তা নিয়ে শ্রমিক সংগঠনের সাথে বাগান কর্তৃপক্ষের মতবিরোধ হওয়ায় বন্ধ মধু চা বাগান খোলার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। ফের আলোচনায় বসা হবে।” গত ২ মার্চ শ্রমিকদের বর্ধিত বেতনের বকেয়া এরিয়ার টাকা দেওয়ার দাবিতে শ্রমিকরা বাগানের ছয় ম্যানেজারকে ৫-৬ কিলোমিটার হাঁটিয়ে হাসিমারা ফাঁড়িতে নিয়ে যায় বলে অভিযোগ। ওই ঘটনার পরে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বাগানে ‘সাসপেনশন অফ ওয়ার্ক নোটিস ঝুলিয়ে দেওয়া হয়। বাগানের ম্যানেজার রাজেন বর্মা বলেন, “সব শ্রমিককে এক সাথে কাজ দেওয়া সম্ভব নয়। সাবাইকে ঘুরিয়ে ফিরিয়ে কাজ দেব। তা ছাড়া বাগানের অবস্থা ভাল না থাকায় ১০০ দিনের কাজের বিষয়টি জানানো হয়েছে।” এনইউপিডব্লুর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রভাত মুখোপাধ্যায় বলেন, “শ্রমিক ছাটাইয়ের বিষয়টি আমরা মেনে নেব না। বন্ধ চা বাগান খোলাতে আমরা জেলাশাসকের হস্তক্ষেপ দাবি করব।”

আদালতের দ্বারস্থ
‘ইস্টার্ন অ্যান্ড এনএফ রেলওয়ে কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডে’র পদাধিকারি নির্বাচনে পেশিশক্তি ব্যবহারের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনএফরেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন। সোমবার নিউ জলপাইগুড়িতে সংগঠনের অফিসে সাংবাদিক বৈঠক করে ওই কথা জানান ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক। তিনি জানান, ৫ মার্চ কলকাতায় পদাধিকারি নির্বাচন হয়। অভিযোগ, সেখানে মজদুর ইউনিয়ন এবং রাজ্যের এক সাংসদের অনুগামীরা সশস্ত্র অবস্থায় এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যদের ভয় দেখায়। এমপ্লয়িজ ইউনিয়নের কয়েকজন নেতাকে শারীরিক হেনস্থাও করা হয়। তিনি বলেন, “আমরা কার্যত পালিয়ে আসি। সেই অবস্থায় ভোট করে মজদুর ইউনিয়নের প্রার্থীরা জয়ী হয়। আমরা হাইকোর্টের দ্বারস্থ হব।” অভিযোগ ঠিক নয় বলে দাবি করেছেন মজদুর ইউনিয়ন কর্তৃপক্ষ। সংগঠনের নিউ জলপাইগুড়ি শাখার সম্পাদক পরিতোষ পাল বলেন, “নিরপেক্ষ নির্বাচন হয়েছে। পুলিশ ছাড়াও সরকারের এক মন্ত্রীও উপস্থিত ছিলেন। অভিযোগ ভিত্তিহীন।”

শেষ হল মেলা
রাজ্যের পুর দফতর, যুব কল্যাণ দফতর এবং জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে আয়োজিত ‘বিবেক মেলা’ রবিবার শেষ হয়েছে। গত শনিবার সকালে প্রভাতফেরি দিয়ে বিবেক মেলার উদ্বোধন হয়। স্থানীয় এবিপিসি মাঠে শহরের ৬টি স্কুলকে নিয়ে ফুটবল প্রতিযোগিতা হয়। গত রবিবার পৃথকভাবে দুটি স্কুলের মহিলা দলও প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলেছে। সন্ধ্যায় সমাপ্তি অনুষ্ঠানে সাহসিকতার জন্য এক ছাত্রীকে এবং মেধার জন্য এক ছাত্রকে বিবেক সন্মান দেওয়া হয়েছে। জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান পিনাকী সেনগুপ্ত বলেন, “দুই দিন ধরে মেলা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপ্তি হয়েছে।”

দাবা প্রতিযোগিতা
দার্জিলিং জেলা দাবা সংস্থার উদ্যোগে প্রতিযোগিতার আসর বসছে শিলিগুড়িতে। ১৭-২২ মার্চ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রতিযোগিতা হবে। সোমবার সাংবাদিক বৈঠকে জেলা দাবা সংস্থার সম্পাদক নান্টু পাল বলেন, “জেলা স্তরে ওই প্রতিযোগিতা হচ্ছে। পরবর্তীতে উত্তরবঙ্গ ব্যাপী প্রতিযোগিতা হবে। আলাদা ভাবে স্কুলভিত্তিক প্রতিযোগিতাও হবে।” উদ্যোক্তারা জানান, জেলাস্তরে স্থানীয় ছেলেমেয়েরাই কেবল অংশ নিতে পারবেন। তিনটি বিভাগ থাকবে। একটি ওপেন বিভাগ সকলের জন্য। ১০-১৫ বছরের প্রতিযোগীদের নিয়ে একটি বিভাগ, ১০ বছরের কম বয়সের প্রতিযোগীদের জন্য অপর বিভাগ। সফল প্রতিযোগীদের আর্থিক পুরস্কার দেওয়া হবে।

হদিস নেই স্কুলছাত্রীর
প্রায় দু’মাস থেকে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর নিখোঁজ থাকার ঘটনা নিয়ে কুমারগ্রাম ব্লকের বারবিশায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বারবিশা বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রী ১৮ জানুয়ারি থেকে নিখোঁজ। ছাত্রীর বাবা ফণীভূষণ আচার্য কুমারগ্রাম থানায় মালবাজারের কেরন এলাকার বাসিন্দা অমিত দাস নামে এক যুবকের বিরুদ্ধে মেয়েকে অপহরণের অভিযোগ জানান। ঘটনার তদন্তে নেমে পুলিশ রবিবার অভিযুক্ত যুবকের বাবা জীবন দাসকে গ্রেফতার করে। কিন্তু দু’মাস পরেও মেয়ের খোঁজ না পেয়ে ভেঙে পড়েছেন ছাত্রীর পরিবারের লোক।

দলত্যাগ
তৃণমূল ছাত্র পরিষদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিলিগুড়ি কমার্স কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। সোমবার ছাত্র পরিষদের ওই সদস্য লিখিত ভাবে টিএমসিপির কাছে ওই আবেদন জানান। তিনি বলেন, “ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বে টিএমসিপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” কমার্স কলেজে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছাড়া বাকি পদগুলি টিএমসিপির দখলে রয়েছে। ছাত্র পরিষদের দার্জিলিং জেলার সভাপতি অমিত তালুকদার বলেন, “বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখব।”

কারখানায় আগুন
একটি ধূপকাঠি কারখানা চত্বরে আগুন লাগল। সোমবার বিকালে ঘটনাটি ঘটে ফুলবাড়ির জিয়াগঞ্জে। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার একটি অংশে ধূপকাঠি তৈরির জিনিস মজুত করা হয়েছিল। সেখানেই আগুন লাগে।

স্মারকলিপি
মোটর ভেহিক্যাল দফতর খোলার পাশাপাশি বাস স্ট্যান্ডে উন্নয়নমূলক কাজের দাবিতে মালবাজার মহকুমাশাসকের দফতরে স্মারকলিপি দিল তৃণমূল। দাবি খতিয়ে দেখা হবে বলে মহকুমা প্রশাসন থেকে জানানো হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.